ঢাকা ,
বার : সোমবার
তারিখ : ২৩ ডিসেম্বর ২০২৪
বাংলা : ৯ পৌষ ১৪৩১
Dcnewsbd Facebook
Dcnewsbd Twitter

শিরোনাম :

প্রথম পাতা দেশ কাজের মধ্য দিয়ে নিরপেক্ষতার প্রমাণ দেব: প্রধান নির্বাচন কমিশনার

কাজের মধ্য দিয়ে নিরপেক্ষতার প্রমাণ দেব: প্রধান নির্বাচন কমিশনার

0
208

প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) কে এম নুরুল হুদা বলেছেন, নির্বাচন নিরপেক্ষ ও সুষ্ঠু করতে সবধরণের উদ্যোগ নেওয়া হবে। কাজের মধ্য দিয়ে নির্বাচন কমিশনের নিরপেক্ষতা প্রমাণ করা হবে। নির্বাচনে কোনো ধরণের অনিয়মের প্রশ্রয় দেওয়া হবে না।

২৮ ফেব্রুয়ারি, মঙ্গলবার সকালে বরিশাল জেলা প্রশাসকের সভাকক্ষে এক মতবিনিময় সভায় তিনি এসব কথা বলেন। বরিশালের বানারীপাড়া ও গৌরনদী উপজেলা পরিষদের উপনির্বাচন উপলক্ষে এই মতবিনিময় সভার আয়োজন করা হয়।

মতবিনিময় সভায় সিইসি বলেন, নির্বাচনে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী তাদের দায়িত্ব সঠিকভাবে পালন করবে। ভোটাররা যাতে নির্বিঘ্নে তাঁদের পছন্দের প্রার্থীকে ভোট দিতে পারেন, সে জন্য সব ব্যবস্থা নেওয়া হবে।

সব রাজনৈতিক দল নির্বাচনে অংশ নিয়ে যোগ্য প্রার্থী মনোনয়ন দিলে নির্বাচন প্রতিদ্বন্দ্বিতাপূর্ণ হবে বলে আশা প্রকাশ করেন সিইসি।

বিভাগীয় কমিশনার মো.গাউস সভাপতিত্বে মতবিনিময় সভায় আরও উপস্থিত ছিলেন নির্বাচন কমিশনের অতিরিক্ত সচিব মোখলেচুর রহমান, বরিশাল রেঞ্জের ডিআইজি শেখ মুহম্মদ মারুফ হাসান, নগর পুলিশের কমিশনার এস এম রুহুল আমিন, জেলা প্রশাসক গাজী মো. সাইফুজ্জামান প্রমুখ।

এসএস/আরবি/২৮ ফেব্রুয়ারি, ২০১৭