শিরোনাম :
মিলন উৎসবে সবাইকে আমন্ত্রণ
গাজীপুর কালিগঞ্জের ঐতিহ্যবাহী ও স্বনামধন্য তুমিলিয়া বালক উচ্চ বিদ্যালয় ৫০ বছরে (১৯৬৭-২০১৭) পদাপর্ণ করেছে। এ উপলক্ষ্যে আগামী ১০ ও ১১ মার্চ মহাআড়ম্বরে এই শিক্ষা প্রতিষ্ঠানের ৫০ বছর (সুবর্ণ জয়ন্তী) পূর্তি উৎসব উদযাপিত হতে যাচ্ছে। স্কুলের বর্তমান ও প্রাক্তন শিক্ষার্থীদের পদচারণা ও মিলনমেলায় তুমিলিয়া স্কুল প্রাঁঙ্গণ আনন্দ-উৎসবে মুখরিত হয়ে উঠবে। এই উৎসবকে আরো বর্ণিল ও রাঙিয়ে দিতে গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের মহিলা ও শিশু বিষয়ক মন্ত্রণালয়ের মাননীয় প্রতিমন্ত্রী জনাবা মেহের আফরোজ চুমকি এমপি প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকার সদয় সম্মতি জ্ঞাপন করেছেন। উপস্থিত থাকবেন দেশ ও দেশের বাইরে নানা ক্ষেত্রে প্রতিষ্ঠিত প্রতিষ্ঠানের প্রাক্তন শিক্ষার্থীবৃন্দও।
স্কুলের প্রাক্তণ ও বর্তমান শিক্ষার্থী এবং শুভানুধ্যায়ী সবাইকে এই মিলন উৎসবে স্বপরিবারে/স্ববান্ধবে আমন্ত্রণ জানাই।
ধন্যবাদান্তে,
ব্রা: লিটন ফ্রান্সিস রিবেরু
আহবায়ক
জুবিলী উদযাপন কমিটি।
এসএস/আরপি/আরবি/৭ মার্চ, ২০১৭