ঢাকা ,
বার : সোমবার
তারিখ : ২৩ ডিসেম্বর ২০২৪
বাংলা : ৯ পৌষ ১৪৩১
Dcnewsbd Facebook
Dcnewsbd Twitter

শিরোনাম :

প্রথম পাতা ঢাকা ক্রেডিট সদস্যদের অংশগ্রহণে সম্পন্ন হলো ঢাকা ক্রেডিটের ৬৩তম বার্ষিক সাধারণ সভা

সদস্যদের অংশগ্রহণে সম্পন্ন হলো ঢাকা ক্রেডিটের ৬৩তম বার্ষিক সাধারণ সভা

0
200

ডিসিনিউজ ।। ঢাকা

হাজারো সদস্যের অংশগ্রহণে শুভ উদ্বোধন করা হলো দি খ্রীষ্টান কো-অপারেটিভ ক্রেডিট ইউনিয়ন লি:, ঢাকা (ঢাকা ক্রেডিট)-এর ৬৩তম বার্ষিক সাধারণ সভা। এদিন সকালে কোরাম পূর্তি ঘোষণার মাধ্যমে প্রেসিডেন্ট সাধারণ সভার শুভ উদ্বোধন করেন।

১৯ জানুয়ারি, তেজগাঁও বটমলী হোম বালিকা উচ্চবিদ্যালয় প্রাঙ্গনে সকাল সাড়ে ১০টায় সমিতির প্রেসিডেন্ট ইগ্নাসিওস হেমন্ত কোড়াইয়ার সভাপতিত্বে এবং সেক্রেটারি জন মাইকেল গমেজের সঞ্চালনায় প্রধান অতিথি হিসেবে এদিন উপস্থিত ছিলেন স্বরাষ্ট্রমন্ত্রী বীর মুক্তিযোদ্ধা আসাদুজ্জামান খান কামাল এমপি। গেস্ট অনার হিসেবে উপস্থিত ছিলেন গাজীপুর ৫-আসনের সংসদ সদস্য আখতারউজ্জামান এমপি।

বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ হিন্দু বৌদ্ধ খ্রিস্টান ঐক্য পরিষদের অন্যতম সভাপতি ও ঢাকা ক্রেডিটের প্রাক্তন প্রেসিডেন্ট নির্মল রোজারিও, ঢাকা বিভাগীয় সমবায় কার্যালয়ের উপ-নিবন্ধক (প্রশাসন) মোসা: নূর-ই-জান্নাত, দি সেন্ট্রাল এসোসিয়েশন অব খ্রীষ্টান কো-অপারেটিভস্ (কাককো) লি:’র চেয়ারম্যান ও ঢাকা ক্রেডিটের সাবেক প্রেসিডেন্ট পংকজ গিলবার্ট কস্তা, প্রাক্তন প্রেসিডেন্ট বাবু মার্কুজ গমেজ, তেজগাঁও চার্চের ফাদার সুব্রত বি. গমেজ, ঢাকা ক্রেডিটের ভাইস-প্রেসিডেন্ট পাপড়ী দেবী আরেং, ট্রেজারার সুকুমার লিনুস ক্রুশ, প্রধান নির্বাহী অফিসার লিটন টমাসসহ বোর্ড অব ডিরেক্টর, ক্রেডিট ও সুপারভাইজরি কমিটির সদস্যবৃন্দ, বিভিন্ন সতিমির নেতৃবৃন্দ এবং সদস্যগণ। শুরুতে অতিথিতের বরণ করে নিয়ে ফুলের শুভেচ্ছা জানানো হয়।

এদিন প্রধান অতিথি স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল বলেন, ‘আমি সব সময়ই দেখেছি, খ্রিষ্টান ভাইবোনেরা সব সময়ই সংঘবদ্ধ হয়ে থাকে এবং কাজ করে। আপনাদের সংঘবদ্ধ নেতৃত্বও প্রশংসনীয়। এই সংঘবদ্ধতার জন্যই আপনারা আজ এত উন্নয়ন করতে পেরেছেন। আমরা জানি ঢাকা ক্রেডিট বাংলাদেশে সবচেয়ে বড় এবং একটি অনুকরণীয় সমবায় প্রতিষ্ঠান। আপনারা এখন নিজ সমাজের বাইরে এসেও অন্যদের জন্যও কাজ করছেন। আপনাদের অসংখ্য ধন্যবাদ জানাই। আপনারা জাতির জনক বঙ্গবন্ধুর স্বপ্নকে বাস্তবায় করে সমবায় আন্দোলনের মাধ্যমে আর্থ-সামাজিক উন্নয়ন করে চলেছেন।’

গেষ্ট অব অনার আখতারউজ্জামান এমপি বলেন, ‘আজ আপনাদের কাছে একটা অনুরোধ করতে চাই, আপনারা বার্ষিক সাধারণ সভা বলেন। আপনাদের অনুরোধ আগামী বছর থেকে বলবেন, ‘বার্ষিক সাধারণ সভা ও উৎসব’। কারণ, আপনারা এত মানুষ বছরে একবার এক সাথে সাধারণ সভায় অংশ নেন, তাতে একটা মিলন উৎসব মনে হয়। জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান সমবায়ের মাধ্যমে দারিদ্র মুক্তির স্বপ্ন দেখেছেন। সেই স্বপ্নের পতাকা ঢাকা ক্রেডিট হাতে তুলে নিয়ে বঙ্গবন্ধুর স্বপ্ন বাস্তবায় করে চলেছে। আপনাদের যেকোনো সহযোগিতায় আমরা পাশে থাকবো।’

এ দিন সভাপতি ইগ্নাসিয়াস হেমন্ত কোড়াইয়া বার্ষিক সাধারণ সভায় উপস্থিত প্রধান অতিথি, গেস্ট অব অনার, বিশেষ অতিথি এবং সদস্যদের উপস্থিতি এবং সক্রিয় অংশগ্রহণের জন্য ধন্যবাদ জানান। এ ছাড়াও তিনি বিগত সময় সদস্যদের সহযোগিতার জন্য ধন্যবাদ জানিয়ে বলেন, ‘ঢাকা ক্রেডিটের চলমান উন্নয়নে আপনাদের সকলের নিরলস সহযোগিতা এবং এর অগ্রযাত্রার পথে সম্মুখ যোদ্ধা হিসেবে প্রত্যেকের নিঃস্বার্থ অংশগ্রহণের জন্য সকল সদস্যগণকে ধন্যবাদ জানাই।’

এদিন অন্যান্য অতিথিবৃন্দরা ঢাকা ক্রেডিটের প্রডাক্ট, প্রকল্প, কর্মীসেবাসহ বিভিন্ন ধরণের উদ্যোগের প্রশংসা করেন।

এ সময় তিনি ঢাকা ক্রেডিটের বিভিন্ন প্রডাক্ট ও প্রকল্প নিয়ে আলোচনা করেন এবং নতুন নতুন উদ্যোগ নিয়ে ঢাকা ক্রেডিটকে এগিয়ে নেওয়ার প্রচেষ্ঠাকে স্বার্থক করতে সকলের সহযোগিতা কামনা করেন।

এ দিন শুরুতেই জাতীয় সঙ্গীতের মাধ্যমে জাতীয় পতাকা, সমবায় পতাকা এবং ঢাকা ক্রেডিটের পতাকা উত্তোলন করেন অতিথিবৃন্দরা। এরপর অতিথিদের ফুলের শুভেচ্ছা, পবিত্র ধর্মগ্রন্থ থেকে পাঠ ও প্রার্থনাসহ বিভিন্ন কর্মসূচীর মাধ্যমে বার্ষিক সাধারণ সভা শুরু হয়।

এরপর প্রধান অতিথি, গেস্ট অব অনার, বিশেষ অতিথিগণ বক্তব্য রাখেন। বক্তব্য পর্বের পরেই শুরু হয় বার্ষিক সাধারণ সভার মূলপর্ব। কর্মসূচী অনুসারে বিগত সভার কার্যবিবরণী পাঠ ও অনুমোদন; বার্ষিক কার্যক্রম প্রতিবেদন পেশ ও অনুমোদন; বার্ষিক হিসাব বিবরণী পেশ ও অনুমোদন; প্রস্তাবিত বাজেট পর্যালোচনা ও অনুমোদন; ক্রেডিট কমিটির প্রতিবেদন পেশ ও অনুমোদন; সুপারভাইজরি কমিটির প্রতিবেদন পেশ ও অনুমোদন; নতুন প্রস্তাবনা পেশ ও অনুমোদনসহ বিভিন্ন বিষয় নিয়ে বার্ষিক সাধারণ সভায় সদস্যরা সক্রিয় অংশগ্রহণ করেন।

এদিন এক সংক্ষিপ্ত সাংস্কৃতিক অনুষ্ঠান এবং সদস্যদের নিয়ে লটারি ড্র এবং পুরস্কার বিতরণী অনুষ্ঠিত হয়। শেষে ভাইস-প্রেসিডেন্ট পাপড়ী দেবী আরেং’র ধন্যবাদ বক্তব্যের মাধ্যমে ৬৩তম বার্ষিক সাধারণ সভা সমাপ্ত হয়।