ঢাকা ,
বার : সোমবার
তারিখ : ২৩ ডিসেম্বর ২০২৪
বাংলা : ৯ পৌষ ১৪৩১
Dcnewsbd Facebook
Dcnewsbd Twitter

শিরোনাম :

প্রথম পাতা দেশ আনন্দ উৎসবে নটরডেম কলেজের হীরক জয়ন্তী উদযাপন

আনন্দ উৎসবে নটরডেম কলেজের হীরক জয়ন্তী উদযাপন

0
187

ডিসিনিউজ।। ঢাকা

সহভাগিতা, আনন্দ ও মিলনোৎসবের মাধ্যমে দেশ সেরা মানুষ গড়ার কারিগর নটরডেম কলেজ পালন করেছে হীরক জয়ন্তী উৎসব।

বর্ণাঢ্য আয়োজনের মধ্যে দিয়ে ২৫ থেকে ২৭ জানুয়ারি, তিনদিন ব্যাপি বাংলাদেশ কাথলিক চার্চের হলিক্রস ফাদারদের দ্বারা পরিচালিত নটরডেম কলেজ ৭৫ বছরের হীরক জয়ন্তী উৎসব উদযাপন করেছে ঢাকার মতিঝিলে কলেজের নিজস্ব প্রাঙ্গণে।

তিন দিনের এই জুবীলি উৎসবে স্বাগত বক্তব্য রাখেন নটরডেম কলেজের অধ্যক্ষ ফাদার হেমন্ত পিউস রোজারিও, সিএসসি। তিনি বলেন, “নটরডেম কলেজ একজন ছাত্রকে শুধু শিক্ষিতই করে না, একজন প্রকৃত মানুষ হিসেবে গড়ে তুলে। কলেজটি গত ৭৫ বছর ধরে বাংলাদেশে শিক্ষায় অনন্য অবদান রেখে চলেছে।”

আমরা শিক্ষার ক্ষেত্রে যে অবদান রেখে চলছি, যে সাফল্য ও ঐতিহ্য গড়ে তুলেছি সেটার প্রকাশই হলো এই ৭৫ বছরের জুবিলী পালনের উদ্দেশ্য, বলেন ফাদার রোজারিও।

দেশ ভাগের পরে তৎকালীন পূর্ব পাকিস্তানে উচ্চ শিক্ষার প্রতিষ্ঠানের অভাব থাকায়, সরকারের পক্ষ থেকে চার্চ কর্তৃপক্ষকে অনুরোধ করেন যেন একটা শিক্ষা প্রতিষ্ঠান গড়ে তুলেন। সেই অনুরোধেই ১৯৪৯ সালে হলিক্রস ফাদারগণ বর্তমানের ল²ীবাজারে নটরডেম কলেজ প্রতিষ্ঠানে করে, পরবর্তীতে ১৯৫৩ সালে কলেজটি বর্তমানের মতিঝিলে স্থানান্তরিত করা হয়।

৭৫ বছরে নটরডেম কলেজ থেকে দুই লাখেরও বেশি শিক্ষার্থী শিক্ষা নিয়ে দেশে এবং দেশের বাইরে তাদের পেশাগত দায়িত্ব দক্ষতার সাথে পালন করছে।

জুবিলী উৎসবে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন অ্যাপস্টলিক নুনসিও (ভাতিকানের রাষ্ট্রদূত) আর্চবিশপ কেভিন রানডাল, ঢাকা বিশ্ববিদ্যালয়ে ভাইস চ্যাঞ্চেলর অধ্যাপক ড. এ.এস.এম মাকসুদ কামাল, কার্ডিনাল প্যাট্টিক ডি’ রোজারিও সিএসসি, হলিক্রস ব্রাদার সুপিরিয়র জেনারেল ব্রাদার পল ব্যানার্জিক সিএসসি। এছাড়াও উপস্থিত ছিলেন ঢাকার আর্চ বিশপ বিজয় এন’ডি ক্রুজ ওএমআই, সাংসদ সাবের হোসাইন চৌধুরী, ঢাকা বিশ্ববিদ্যালয়ে ইমেরিটাস অধ্যাপক ও বাংলাদেশ ব্যাংকের সাবেক গভর্নর অর্থনীতিবিদ ড. আতিউর রহমান, ব্রিগেডিয়ার জেনারেল (অব:) রেফায়েত উল্লাহ, মুক্তিযোদ্ধা ও সাবেক সাংসদ আরোমা দত্তসহ দেশের নেতৃস্থানীয় ও গণ্যমান্য ব্যক্তিবর্গ।

তিন দিনের জুবীলি অনুষ্ঠানের বিশেষ আকর্ষণ ছিল সাংস্কৃতিক অনুষ্ঠান। ঢাকা বিভাগের কাথলিক চার্চ পরিচালিত বিভিন্ন স্কুল কলেজের শিক্ষর্থীরা সাংস্কৃতিক অনুষ্ঠানে অংশ নেয়। এছাড়াও জনপ্রিয় সংগীতশিল্পী তাহসান এবং মাইলস ও শিরোনামহীন সংগীত পরিবেশনা করে।