শিরোনাম :
ছোটগোল্লা কো-অপারেটিভ ক্রেডিট ইউনিয়নের রজত জয়ন্তী উদযাপন
জেইন ডি’ সিলভা।। নবাবগঞ্জ
উৎসাহ, উদ্দীপনা ও নতুন উদ্যোমে এগিয়ে চলার প্রত্যয় নিয়ে ছোটগোল্লা কো-অপারেটিভ ক্রেডিট ইউনিয়ন লি:, এর ২৫ বছরের রজত জয়ন্তী উদযাপিত হয়েছে।
নাচ, গান, আলোচনা ও অন্যান্য আয়োজনের মধ্যেদিয়ে ৩ ফেব্রুয়ারি, ঢাকা জেলার নাববগঞ্জ উপজেলাধীন ছোটগোল্লা সেন্ট ফ্রান্সিস জেভিয়ার ক্লাব মাঠ প্রাঙ্গণে ছোটগোল্লা কো-অপারেটিভ ক্রেডিট ইউনিয়নের চেয়ারম্যান শ্যামল ফান্সিস রোজারিও’র সভপাতিত্বে প্রতিষ্ঠানটির রজত জয়ন্তী অনুষ্ঠিত হয়। সভাপতি উপস্থিত সবাইকে এবং সমিতির সদস্যদের ধন্যবাদের মাধ্যমে অনুষ্ঠান শুরু করেন।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে ঢাকার আর্চবিশপ বিজয় এন.ডি’ ক্রুজ ছোটগোল্লা কো-অপারেটিভ ক্রেডিট ইউনিয়নের সামনের দিনগুলোর জন্য শুভকামনা করে বলেন, সততা, নিষ্ঠা, বিশ্বাস ও ভরসা একটি সমিতি উন্নয়নের প্রধান নিয়ামক।
“আমি সকলকে বিশ্বস্ততার সাথে কাজ করে অন্যান্যদের নিকট বিশ্বাসযোগ্যতা অর্জনের জন্য আহ্বান জানাবো, কেননা বিশ্বাসের ফলই হলো সেবা। এই প্রতিষ্ঠানের কর্মকান্ডের মধ্যে দিয়ে মানব-ব্যক্তি, দীন-দরিদ্র পরিবার তথা সমাজের মর্যাদা ও অধিকার প্রতিষ্ঠা করবে,” বলেন আর্চবিশপ বিজয়।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত থেকে দি খ্রীষ্টান কো-অপারেটিভ ক্রেডিট ইউনিয়ন লি:, ঢাকার প্রেসিডেন্ট ইগ্নাসিওস হেমন্ত কোড়াইয়া ছোটগোল্লা কো-অপারেটিভ ক্রেডিট ইউনিয়নের প্রতিষ্ঠাতাদের স্মরণ করে বলেন, সমিতিটি আজ প্রসারিত হয়েছে, টেকসই একটি আর্থিক প্রতিষ্ঠান হিসেবে কাজ করে যাচ্ছে।
কোড়াইয়া ঢাকা ক্রেডিটের ব্যাপ্তি এবং কার্যক্রম উল্লেখ করে বলেন,“ঢাকা ক্রেডিট প্রথমবারের মত ডিভাইন মার্সি হাসপাতাল লি:, প্রতিষ্ঠা করে সমবায় অঙ্গণে একটি উজ্জ্বল দৃষ্টান্ত স্থাপনে সক্ষম হয়েছে। কিন্তু এই হাসপাতাল শুধু ঢাকা ক্রেডিটের নয়, সকল সমবায়ীর। তাই আপনারাও আমাদের উন্নয়নের সহযোগী হবেন।”
তিনি ছোটগোল্লা কো-অপারেটিভ ক্রেডিট ইউনিয়নের সামনের দিনগুলোর জন্য শুভকামনা করে এক সময় সফলতার সাথে ১০০ বছরের জুবীলি পালন করবে বলে আশা প্রকাশ করেন।
অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে আরো উপস্থিত ছিলেন, কালব ‘চ’ অঞ্চলের ডিরেক্টর নোয়েল চার্লস গমেজ, গোল্লা ধর্মপল্লীর পাল-পুরোহিত অমল ডি’ ক্রুজ, জেভেরিয়ান ফাদার পলাশ হেনরী গমেজ, ফাদার ভিনসেন্ট বিমল রোজারিও, দি মেট্টোপলিটান খ্রীষ্টান কো-অপারেটিভ হাউজিং সোসাইটি লি,: এর সেক্রেটারি ইমানুয়েল বাপ্পী মন্ডলসহ অন্যান্য অতিথিগণ।