ঢাকা ,
বার : সোমবার
তারিখ : ২৩ ডিসেম্বর ২০২৪
বাংলা : ৯ পৌষ ১৪৩১
Dcnewsbd Facebook
Dcnewsbd Twitter

শিরোনাম :

প্রথম পাতা ঢাকা ক্রেডিট বার্ষিক সাধারণ সভা: মানবসেবা ও সমাজের অগ্রগতির লক্ষে কাজ করছে ফাদার...

বার্ষিক সাধারণ সভা: মানবসেবা ও সমাজের অগ্রগতির লক্ষে কাজ করছে ফাদার চার্লস জে. ইয়াং ফাউন্ডেশন

0
143

ডিসিনিউজ।। ঢাকা

জাতি-ধর্ম-বর্ণ-গোত্র নির্বিশেষে জনহিতৈষী কাজ করে যাওয়া ফাদার চার্লস জে. ইয়াং ফাউন্ডেশনের তৃতীয় বার্ষিক সাধারণ সভা দি খ্রীষ্টান কো-অপারেটিভ ক্রেডিট ইউনিয়ন লি:, ঢাকা (ঢাকা ক্রেডিট) এর বি কে গুড কনফারেন্স হলে ৫ জানুয়ারি, ২০২৪ অনুষ্ঠিত হয়।

ফাদার চার্লস জে. ইয়াং ফাউন্ডেশনের চেয়ারম্যান ও ঢাকা ক্রেডিটের প্রেসিডেন্ট ইগ্নাসিওস হেমন্ত কোড়াইয়ার সভাপতিত্বে অনুষ্ঠিত বার্ষিক সাধারণ সভা সঞ্চালনা করেন ফাউন্ডেশনের সেক্রেটারী ও ঢাকা ক্রেডিটের প্রধান নির্বাহী কর্মকর্তা লিটন টমাস রোজারিও।

ঢাকা ক্রেডিটের অর্থায়নে ২০১৯ সালের ১৯ আগস্ট, অরাজনৈতিক, অলাভজনক সমাজসেবামূলক প্রতিষ্ঠান, যা মানবসেবা ও সমাজের অগ্রগতির লক্ষে সমবায়কেন্দ্রিক, সাধারণ ও উচ্চ শিক্ষায় সহায়তা প্রদান, পিছিয়ে পড়া জনগোষ্ঠিকে মূল ধারায় উন্নীত করার লক্ষ্য নিয়ে প্রতিষ্ঠিত হয় ফাদার চার্লস জে. ইয়াং ফাউন্ডেশন।

ফাউন্ডেশনের চেয়ারম্যান কোড়াইয়া স্বাগত বক্তব্যে বলেন, আজকের শিশুরাই আগামী দিনের ভবিষ্যৎ এবং যুবসমাজই সমাজের চালিকা শক্তি। ফাউন্ডেশন ঢাকা, গাজীপুর, নারায়ণগঞ্জ ও মুন্সিগঞ্জ জেলার জাতি-ধর্ম-বর্ণ নির্বিশেষে সকলের আর্থ-সামাজিক উন্নয়নের লক্ষ্যে কাজ করছে।

“ফাউন্ডেশনটি এনজিও বিষয়ক ব্যুরোর রেজিষ্ট্রেশন পেয়েছে। ফলশ্রুতিতে অত্র ফাউন্ডেশনের উন্নয়ন কার্যক্রমের পরিধি ও ব্যাপকতা বৃদ্ধির সুযোগ সৃৃষ্টি হয়েছে। ইতোমধ্যে শিক্ষা, স্বাস্থ্য, নৈতিকতা উন্নয়ন ও দক্ষতা বৃদ্ধিতে কার্যকর ভূমিকা পালন করছে।” বলেন চেয়ারম্যান

প্রতিষ্ঠানটির ২০২২-২০২৩ আর্থিক বছরের প্রতিবেদনে উঠে এসেছে এর নানাবিধ কার্যাক্রম যার মধ্যে রয়েছে ৩২ জন শিক্ষার্থীকে উপবৃত্তি প্রদান ও ৯৩ জন মেধাবী শিক্ষার্থীকে সংবর্ধনা প্রদান এবং বিশ্ববিদ্যালয়ে ভর্তির উপর সেমিনার আয়োজন।

স্বাস্থ্য কার্যক্রমের আওতায় ফ্রি মেডিক্যাল ক্যাম্প ও স্বাস্থ্য পরীক্ষা, ঔষধ বিতরণ এবং অধিকতর চিকিৎসার জন্য বিশেষজ্ঞ ডাক্তারের নিকট প্রেরণ। এছাড়াও যুব উন্নয়নে নৈতিক মূল্যবোধ, পেশা নির্বাচন ও আর্থিক প্রতিষ্ঠানের সাথে সম্পর্ক স্থাপন বিষয়ক সেমিনার আয়োজন করেছে।

প্রতিবেদনে আরো উঠে আসে, নার্সিং পেশায় যুবদের আগ্রহী করে তুলতে শিক্ষার্থীদের নিয়ে সেমিনার, ফ্রিল্যান্সিং বিষয়ক সেমিনার, শিক্ষার্থীদের প্রতিভা বিকাশে সংস্কৃতি উন্নয়ন কার্যক্রম, প্রায়শ্চিত্তকালিন ফান্ড সংগ্রহ ও বিতরণ, ফাদার চার্লস জে.ইয়াং এর জন্ম ও মৃত্যুবার্ষিকী পালনসহ নানাবিধ কার্যক্রম করেছে প্রতিষ্ঠানটি।

ফাউন্ডেশনে নির্বাহী পরিচালক রোজারিও বলেন, শিশুদের ভবিষ্যৎ সুন্দরভাবে গঠনে শিক্ষার কোন বিকল্প নাই। কর্ম এলাকায় অনেক দারিদ্র-পীড়িত পরিবার রয়েছে। আর্থিক সংকটের কারণে তাঁরা তাদের সন্তানদের পড়াশুনা ঠিকমত চালাতে পারছেনা। দরিদ্র ও মেধাবী ছাত্র-ছাত্রীদের পড়াশুনা চলমান রাখার জন্য ফাউন্ডেশন উপ-বৃত্তির ব্যবস্থা করেছে এবং ভবিষ্যতে আর্থিক সহায়তা বৃদ্ধির জন্য ফাউন্ডেশন কাজ করে যাচ্ছে।

তিনি বলেন, “আমরা যুব সমাজকে উৎসাহ, উদ্দীপনা এবং ইচ্ছা জাগিয়ে তোলার জন্য বিভিন্ন এলাকায় যুব সেমিনারের আয়োজন করেছি এবং ইতিমধ্যেই যুব সমাজ সুফল পেতে শুরু করেছে।”

বার্ষিক সাধারণ সভার নিয়মিত কার্যক্রম হিসেবে বিগত বার্ষিক সাধারণ সভার কার্যবিবরণী পাঠ, অনুমোদন, বার্ষিক কার্যক্রম পাঠ, অনুমোদন, বিবিধ আলোচনা করা হয়।

ফাউন্ডেশনের ভাইস-চেয়ারম্যান ও ঢাকা ক্রেডিটের প্রাক্তন প্রেসিডেন্ট বাবু মার্কুস গমেজের ধন্যবাদ বক্তব্যের মাধ্যমে বার্ষিক সাধারণ সভার সমাপ্তি হয়। বার্ষিক সাধারণ সভায় অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন ঢাকা ক্রেডিটের প্রাক্তন প্রেসিডেন্ট নির্মল রোজারিও ও পংকজ গিলবার্ট কস্তা, ঢাকা ক্রেডিটের ভাইস প্রসিডেন্ট ও ফাউন্ডেশনের ট্টেজারার পাপড়ি দেবী আরেং, ফাউন্ডেশনের সদস্য ও ঢাকা ক্রেডিটের সেক্রেটারী মাইকেল জন গমেজ, ফাউন্ডেশনের সদস্য পিটার রতন কোড়াইয়া, আলবার্ট আশিস বিশ্বাস, ঢাকা ক্রেডিটের সকল বোর্ড সদস্য ও অন্যান্য কমিটির সদস্যবৃন্দসহ অন্যান্য অতিথিবৃবর্গ।