ঢাকা ,
বার : মঙ্গলবার
তারিখ : ২৪ ডিসেম্বর ২০২৪
বাংলা : ৯ পৌষ ১৪৩১
Dcnewsbd Facebook
Dcnewsbd Twitter

শিরোনাম :

প্রথম পাতা ঢাকা ক্রেডিট সম্প্রীতি কো-অপারেটিভ ক্রেডিট ইউনিয়ন লি:’র ঢাকা ক্রেডিট পরিদর্শন

সম্প্রীতি কো-অপারেটিভ ক্রেডিট ইউনিয়ন লি:’র ঢাকা ক্রেডিট পরিদর্শন

0
308

ডিসিনিউজ।। ঢাকা

ঢাকা ক্রেডিট পরিদর্শন করলো সম্প্রীতি কো-অপারেটিভ ক্রেডিট ইউনিয়ন লি:’র প্রতিনিধিবৃন্দ। সেই সাথে এক আলোচনা সভায় অংশ নেন তারা।

৬ ফেব্রুয়ারি বিকাল ৫টায় সম্প্রীতি কো-অপারেটিভের নেতৃবৃন্দ ঢাকা ক্রেডিটের সিও স্বপন রোজারিও ও বিপুল টি গমেজের নেতৃত্বে পরিদর্শনকালে ঢাকা ক্রেডিটের বিভিন্ন বিভাগ ঘুরে দেখেন এবং কর্মীদের সাথে সাক্ষাৎ করেন। পরিদর্শন শেষে সমিতির বিকে গুড কনফারেন্স হলে এক আলোচনা সভায় অংশ নেয়।

এদিন সমিতির বোর্ড অব ডিরেক্টর নিরাপদ হালদারের সভাপতিত্বে আলোচনা সভায় উপস্থিত ছিলেন সাবেক সচিব এবং সম্প্রীতি কো-অপারেটিভের উপদেষ্টা জনাব হুমায়ুন খালেদ, সম্প্রীতি কো-অপারেটিভের প্রধান নির্বাহী কর্মকর্তা জনাব এমদাদ হোসেন মালেক, ঢাকা ক্রেডিটের বোর্ড অব ডিরেক্টর মনিকা গমেজ, স্টেলা হাজরা, ক্রেডিট কমিটির সদস্য সুশান্ত কুবি, সুপারভাইজরি কমিটির সদস্য মলয় নাথসহ অন্যান্য অতিথিবৃন্দ।

সভায় বক্তারা ঢাকা ক্রেডিটের বিভিন্ন কার্যক্রম দেখে প্রশংসা করেন এবং বৃহত্তর স্বার্থে ভবিষ্যতে সম্মিলিতভাবে কিভাবে কাজ করা যায় তা নিয়ে আলোচনা করেন।

তারা বলেন, ‘আমাদের সমবায় সমিতিগুলোর মধ্যে একতা জোড়দার করা প্রয়োজন। সরকার সমবায়কে কোম্পানী আইনের আওতায় নিয়ে যাওয়ার যে পরিকল্পনা করেছে, তা রোধ করার জন্য আমাদের একত্রে আন্দোলন চালিয়ে যেতে হবে।’

এ সময় সম্প্রীতি কো-অপারেটিভের নেতৃবৃন্দ ঢাকা ক্রেডিটের মেগা প্রকল্প ডিভাইন মার্সি হাসপাতাল লি: প্রতিষ্ঠা করার জন্য ধন্যবাদ জানান। সেই সাথে এই হাসপাতালে তাদের সদস্যদের বিশেষ সুবিধা প্রদানের জন্য ঢাকা ক্রেডিটের চুক্তিস্বাক্ষরের জন্যও ধন্যবাদ জানান।

তারা বলেন, ‘ঢাকা ক্রেডিটের প্রতিষ্ঠিত সমবায়ের প্রথম হাসপাতাল ডিভাইন মার্সি’র অংশ হতে পেরে আমরা গর্বিত। আশা করি, এই হাসপাতাল বাংলাদেশের সেরা হাসপাতাল হয়ে উঠবে।’

উল্লেখ্য, ১৩ জানুয়ারি সম্প্রীতি কো-অপারেটিভের সাথে ঢাকা ক্রেডিটের ডিভাইন মার্সি হাসপাতাল বিষয়ক একটি সমঝোতা চুক্তি স্বাক্ষরিত হয়। এই চুক্তি অনুসারে উক্ত সমিতির সদস্য ও তাদের পরিবারের যে কেউ এই হাসপাতালে চিকিৎসা গ্রহণ করলে নির্ধারিত হারে ডিসকাউন্ট সুবিধা পাবেন।