শিরোনাম :
ডিসি চাইল্ড কেয়ার এন্ড এডুকেশন সেন্টার পূর্ণ করলো সাত বছর
ডিসিনিউজ ।। ঢাকা
ঢাকা ক্রেডিটের সামাজিক প্রকল্প ডিসি চাইল্ড কেয়ার এন্ড এডুকেশন সেন্টার সফলতার সাথে ৭ বছর পূর্ণ করেছে। ৮ জন নিয়ে শুরু করা সেন্টারটি থেকে এই পর্যন্ত ১৫৮ জন শিশু সেবা নিয়েছেন।
১৮ মাস থেকে ৬ বছরের শিশুদের রাখা ও বিকাশের একটি নিরাপদ স্থান ডিসি চাইল্ড কেয়ার এন্ড এডুকেশন সেন্টার। ২০১৭ সালের ৮ ফেব্রুয়ারি মনিপুরীপাড়া ফার্মগেটে তৎকালীন মহিলা ও শিশুবিষয়ক প্রতিমন্ত্রী মেহের আফরোজ চুমকি ডিসি চাইল্ড কেয়ার এন্ড এডুকেশন সেন্টার উদ্বোধন করেন।
চাইল্ড কেয়ারের প্রিন্সিপাল ডালিয়া রড্রিগ্স ডিসিনিউজকে জানান, ‘মূলত চাকরিজীবী পিতা-মাতাগণ তাদের সন্তানদের নিরাপদ স্থান ও যথাযথ শিক্ষার জন্য শিশুদের এখানে পাঠান। আমরা শিশুদের বয়স অনুসারে তাদের ক্যাম্ব্রিজ কারিকুলামের ভিত্তিতে শিক্ষা দিয়ে থাকি। এখানে যে সকল পিতা-মাতা তাদের সন্তানদের পাঠিয়েছেন, তারা সকলেই এই প্রতিষ্ঠানের সেবায় সন্তুষ্টি প্রকাশ করেছেন। এখান থেকে বের হয়ে পরবর্তীতে শিশুরা ঢাকার বিভিন্ন স্বনামধন্য শিক্ষা প্রতিষ্ঠানে পড়াশোনার সুযোগ পেয়েছে। ফার্মগেটসহ মিরপুর, শ্যামলী, মোহাম্মদপুরের মতো এলাকা থেকেও অনেক শিশু আমাদের এখান থেকে সেবা গ্রহণ করে থাকে। এই প্রতিষ্ঠানটি গুনগতমান ও কথার সাথে কাজের মিল রেখে কার্যক্রম চালিয়ে যাচ্ছে বলেই দূরদুরান্ত থেকে পিতা-মাতা তাদের সন্তানদের এখানে রাখতে আগ্রহী।’
মাতৃস্নেহে শিশুরা সঠিক শিক্ষা লাভ করে একজন আদর্শ নাগরিক হিসেবে গড়ে উঠুক এটাই ডিসি চাইল্ড কেয়ার এন্ড এডুকেশন সেন্টারের উদ্দেশ্য। বর্তমানে সেন্টারটিতে ৩২ জন শিশু পড়াশোনার পাশাপাশি মাতৃস্নেহে সেবাগ্রহণ করছেন।