ঢাকা ,
বার : বুধবার
তারিখ : ২৯ অক্টোবর ২০২৫
বাংলা : ১৩ কার্তিক ১৪৩২
Dcnewsbd Facebook
Dcnewsbd Twitter

শিরোনাম :

প্রথম পাতা দেশ নটর ডেম কলেজের অফিস সহকারী লিপিকা গোমেজের লাশ উদ্ধার

নটর ডেম কলেজের অফিস সহকারী লিপিকা গোমেজের লাশ উদ্ধার

0
1402
হত্যাকান্ডের শিকার লিপিকা গোমেজ

ডেস্করিপোর্ট।।

রাজধানীর পুরান ঢাকার ধোলাইখালের ঋষিকেশ দাস লেনের একটি বাসা থেকে এক নারীর রক্তাক্ত লাশ উদ্ধার করা হয়েছে।

১১ সেপ্টেম্বর, বিকেলে লিপিকা জুলিয়ানা গোমেজ (৫৫) নামের এই নারীর লাশ উদ্ধার করে পুলিশ। তিনি রাজধানীর নটর ডেম কলেজের অফিস সহকারী ছিলেন।

পুলিশ বলছে, লিপিকার মাথায় ধারালো অস্ত্রের আঘাত দেখা গেছে। ধারণা করা হচ্ছে, তাঁকে ধারালো অস্ত্র দিয়ে কুপিয়ে হত্যা করে হত্যাকারী পালিয়ে গেছে।

পুরান ঢাকার ঋষিকেশ দাস লেনের একটি পাঁচতলা বাড়ির চতুর্থ তলার একটি ফ্ল্যাটে একা ভাড়া থাকতেন, লিপিকা্র কোনো সন্তান-সন্ততি নেই। ঢাকা জেলার দোহার উপজেলার হাসনাবাদ ধর্মপল্লীর বাসিন্দা লিপিকা, সেখানে তাঁর বৃদ্ধা মা থাকেন। তাঁর একমাত্র ভাই থাকেন বিদেশে।

সূত্রাপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সাইফুল ইসলাম বলেন, হত্যাকান্ডের মূল ঘটনা এবং হত্যারকারী ও হত্যার উদ্দেশ্য তদন্তের পরে জানা যাবে।