শিরোনাম :
ডিভাইন মার্সি হাসপাতাল বাস্তবায়ন কমিটি’র সদস্যদের ধন্যবাদ ও কৃতজ্ঞতা জ্ঞাপন অনুষ্ঠান
ডিসিনিউজ।। কালীগঞ্জ
ঢাকা ক্রেডিটের নির্মিত ডিভাইন মার্সি হাসপাতাল লি:’র বাস্তবায়ন কমিটির সদস্যদের ধন্যবাদ জানায় ঢাকা ক্রেডিট পরিবার।
৫ অক্টোবর, ডিভাইন মার্সি হাসপাতাল লি: এর মিটিং রুমে হাসপাতালের গভর্নিং বডির চেয়ারম্যান ও ঢাকা ক্রেডিটের প্রেসিডেন্ট ইগ্নাসিওস হেমন্ত কোড়াইয়ার সভাপতিত্বে এই ধন্যবাদ জ্ঞাপন অনুষ্ঠান অনুষ্ঠিত হয়।
অনুষ্ঠানে হাসপাতাল বাস্তবায়ন কমিটির আহŸায়ক ও ঢাকা ক্রেডিটের প্রাক্তন প্রেসিডেন্ট বাবু মার্কুজ গমেজ, বাস্তবায়ন কমিটির সদস্য-সচিব, ঢাকা ক্রেডিটের সাবেক প্রেসিডেন্ট ও দি সেন্ট্রাল এসোসিয়েশন অব খ্রীষ্টান কো-অপারেটিভস (কাক্কো) লি: এর চেয়ারম্যান পংকজ গিলবার্ট কস্তা (ভার্চুয়ালি), বাস্তবায়ন কমিটির সদস্য ও ঢাকা ক্রেডিটের প্রাক্তন প্রেসিডেন্ট নির্মল রোজারিও, বাস্তবায়ন কমিটির সদস্য ও সমবায় অধিদপ্তরের উপ-নিবন্ধক (আইন ও প্রশাসন) নূর-ই-জান্নাত, বাস্তবায়ন কমিটির সদস্য ও তেজগাঁও থানা সমবায় অফিসার তসলিমা আক্তার, বাস্তবায়ন কমিটির সদস্য ও ঢাকা ক্রেডিটের ভাইস-প্রেসিডেন্ট পাপড়ী দেবী আরেং, বাস্তবায়ন কমিটির সদস্য ও সেক্রেটারি মাইকেল জন গমেজ, বাস্তবায়ন কমিটির সদস্য ও ট্রেজারার সুকুমার লিনুস ক্রুশ, বাস্তবায়ন কমিটির সদস্য ইঞ্জিনিয়ার জর্জ স্টিফেন ঘোষ, চাটার্ড একাউটেন্ট জোনাস বটলেরু, সিস্টার নিবেদিতা রিবেরু এসএমআরএ, বাস্তবায়ন কমিটির সদস্য ও ম্যানেজিং ডিরেক্টর লিটন টমাস রোজারিও, ঢাকা ক্রেডিটের কর্মকর্তাবৃন্দসহ হাসপাতালের উর্ধ্বতন কর্মীবৃন্দ উপস্থিত ছিলেন।
হাসপাতালের গভর্নিং বডির চেয়ারম্যান ও ঢাকা ক্রেডিটের প্রেসিডেন্ট ইগ্নাসিওস হেমন্ত কোড়াইয়া বলেন, ‘২০১৪ খ্রীষ্টাব্দে এই হাসপাতাল নির্মাণের উদ্যোগ শুরু হয়। ২০১৭ খ্রিষ্টাব্দের শুরু থেকেই আপনারা বাস্তবায়ন কমিটির মাধ্যমে হাসপাতালের কার্যক্রম এগিয়ে নিয়ে যান। আপনাদের ধন্যবাদ ও কৃতজ্ঞতা জ্ঞাপন করছি এই মহৎ কাজে আপনারা নিয়মিত সময় দিয়েছেন। এই বছর ৩১ জানুয়ারি আশির্বাদ অনুষ্ঠানের মাধ্যমে হাসপাতালের চিকিৎসা কার্যক্রম শুরু হয়। সকলের সহযোগিতায় হাসপাতালে কার্যক্রম এগিয়ে যাচ্ছে। আশা করি, খুব শিঘ্রই ডিভাইন মার্সি হাসপাতাল বাংলাদেশের সেরা হাসপাতাল হিসেবে প্রতিষ্ঠা পাবে।’
হাসপাতাল বাস্তবায়ন কমিটির আহŸায়ক ও ঢাকা ক্রেডিটের প্রাক্তন প্রেসিডেন্ট বাবু মার্কুজ গমেজ বলেন, ‘ডিভাইন মার্সি হাসপাতাল প্রতিষ্ঠার উদ্যোগ নেয়া হয় ২০১৪ খ্রিষ্টাব্দে এবং ২০১৭ খ্রিষ্টাব্দ থেকে এর দৃশ্যমান কাজ শুরু হয়। প্রথমে আসাদগেটে হাসপাতাল প্রতিষ্ঠার উদ্যোগ নেওয়া হলেও, পরবর্তীতে মঠবাড়ীতে হাসপাতাল প্রতিষ্ঠার কাজ শুরু হয়। নির্মাণ কাজ শুরু হওয়ার প্রাক্কালে হাসপাতাল বাস্তবায়ন কমিটি গঠন করা হয় এবং এই কমিটির তত্ত¡াবধানে হাসপাতাল প্রতিষ্ঠার কার্যক্রম শুরু হয় এবং প্রায় ৬ বছর ধরে হাসপাতাল নির্মাণের কাজ চলে। এই কমিটিতে কাজ করে হাসপাতাল প্রতিষ্ঠা করার জন্যে সবাইকে ধন্যবাদ ও কৃতজ্ঞতা জ্ঞাপন করেন।
অনুষ্ঠানের অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন, বাস্তবায়ন কমিটির সদস্য-সচিব ও ঢাকা ক্রেডিটের সাবেক প্রেসিডেন্ট পংকজ গিলবার্ট কস্তা, বাস্তবায়ন কমিটির সদস্য ও ঢাকা ক্রেডিটের প্রাক্তন প্রেসিডেন্ট নির্মল রোজারিওসহ অন্যান্য সদস্যবৃন্দ।
বাস্তবায়ন কমিটির সদস্য ও ঢাকা ক্রেডিটের সেক্রেটারি মাইকেল জন গমেজ অনুষ্ঠানটি সঞ্চলনা করেন।
উল্লেখ্য, ডিভাইন মার্সি হাসপাতাল বাংলাদেশে সমবায়ীদের একমাত্র হাসপাতাল, যা সমবায় অঙ্গনে সবচেয়ে বড়ো উদ্যোগ। দেশসেরা সমবায় প্রতিষ্ঠান ঢাকা ক্রেডিট ২০১৭ খ্রিষ্টাব্দ থেকে গাজীপুর জেলার মঠবাড়ীর কুচিলাবাড়ীতে হাসপাতালটি নির্মাণ কাজ শুরু করে। ২০২৪ খ্রিষ্টাব্দের জানুয়ারি ৩১ তারিখ আশির্বাদ অনুষ্ঠানের মাধ্যমে হাসপাতালটির চিকিৎসা কার্যক্রম শুরু হয়।