শিরোনাম :
ঢাকা ক্রেডিটের নেতৃবৃন্দের শারদীয় দুর্গা পূজার শুভেচ্ছা
ডিসিনিউজ ।। ঢাকা
শারদীয় দুর্গা পূজা উপলক্ষে হিন্দু ভাইবোনদের শুভেচ্ছা জানিয়েছেন ঢাকা ক্রেডিট পরিবার। ঢাকা ক্রেডিটের পক্ষে প্রেসিডেন্ট ইগ্নাসিওস হেমন্ত কোড়াইয়া ও সেক্রেটারি মাইকেল জন গমেজ।
তারা এক যৌথ বিবৃতিতে এই শুভেচ্ছা জানান। বিবৃতিতে তারা বলেন, ‘দুর্গা পূজা হিন্দু ধর্মালম্বীদের সবচেয়ে বড় উৎসব। বাংলাদেশে সকল ধর্মের মানুষ নিজ নিজ উৎসব পালন করলেও, সকলেই মিলেই যেন এক আনন্দময় উৎসবে মেতে ওঠেন। প্রত্যেক ধর্মের মানুষ, সকল ধর্মীয় উৎসবকে গুরুত্ব দিয়ে আনন্দ সহভাগিতা করেন।’
তারা উল্লেখ করেন, ‘মা দুর্গার আগমনে সবার জীবন থেকে মুছে যাক যত দুঃখ-কষ্ট-গ্লানি। সবার জীবনে আসুক সুখ-শান্তি ও সমৃদ্ধি। সকল সনাতন ধর্মাবলম্বী ভাইবোনকে জানাই শারদীয় দুর্গাপূজার শুভেচ্ছা।’
অপর দিকে, দুর্গা পূজা উপলক্ষে ঢাকা ক্রেডিট ১৩ অক্টোবর (রোববার) বন্ধ থাকবে।
































































