শিরোনাম :
বৃদ্ধি করা হয়েছে সরকারি চাকুরীতে প্রবেশের বয়সসীমা
ডিসিনিউজডেস্ক।।
সরকারি চাকুরীতে প্রবেশের বয়সসীমা বৃদ্ধি করে ৩০ থেকে ৩২ করা হয়ছে।
২৪ অক্টোবর, অন্তর্বর্তীকালিক সরকারের প্রধান উপদেষ্টার প্রেস বিভাগ থেকে এক বিজ্ঞপ্তির মাধ্যমে বলা হয়েছে, বাংলাদেশ সিভিল সার্ভিসের সকল ক্যাডারের চাকুরীতে প্রবেশের ক্ষেত্রে সর্বোচ্চ বয়সসীমা ৩২ নির্ধারিত হবে। একই সাথে বাংলাদেশ সরকারের সিভিল সার্ভিস বহির্ভুত সকল চাকুরীতে প্রবেশের ক্ষেত্রেও বয়সসীমা ৩২ করা হয়েছে।
তবে বিজ্ঞপ্তিতে বলা হয়, স্বায়ত্তশাসিত, আধা স্বায়ত্তশাসিত সংস্থার ক্ষেত্রে স্ব স্ব নিয়োগ বিধিমালা প্রয়োজনীয় অভিযোজন সাপেক্ষে প্রযোজ্য হবে। আরো বলা হয়, প্রতিরক্ষা কর্মবিভাগসমূহ ও আইন শৃঙ্ক্ষলা রক্ষাকারী বাহিনীর ক্ষেত্রে স্ব স্ব নিয়োগ বিধিমালা বহাল থাকবে।