ঢাকা ,
বার : সোমবার
তারিখ : ২৩ ডিসেম্বর ২০২৪
বাংলা : ৮ পৌষ ১৪৩১
Dcnewsbd Facebook
Dcnewsbd Twitter

শিরোনাম :

প্রথম পাতা দেশ সেন্ট গ্রেগরী হাই স্কুল অ্যান্ড কলেজে দৃর্বৃত্তদের হামলায় নিন্দা জানিয়েছে বিসিএ

সেন্ট গ্রেগরী হাই স্কুল অ্যান্ড কলেজে দৃর্বৃত্তদের হামলায় নিন্দা জানিয়েছে বিসিএ

0
93

ডিসিনিউজবিডি।। ঢাকা

পুরোনো ঢাকার ঐতিহ্যবাহী সেন্ট গ্রেগরী হাই স্কুল অ্যন্ড কলেজে বহিরাগত দুর্বৃত্ত কর্তৃক হামলা ও ভাংচুরের ঘটনায় নিন্দা জানিয়ে বিচারের দাবি করেছে বাংলাদেশ খ্রীষ্টান এসোসিয়েশের (বিসিএ) নেতৃবৃন্দ।

২৪ নভেম্বর, বিকেলে প্রতিষ্ঠানটিতে শতাধিক দুর্বৃত্ত অতর্কিতে হামলা করে অধ্যক্ষের কক্ষ, ডিসিপ্লিন কমিটির কক্ষ, শিক্ষক-মিলনায়ত, কেফেটেরিয়া অফিস কক্ষসহ বেশ কিছু শ্রেণীকক্ষে ব্যাপক ভাংচুর ও ধ্বংসযোগ্য চালায়।

২৫ নভেম্বর, বিসিএ এর পক্ষে প্রেসিডেন্ট নির্মল রোজারিও, মহাসচিব ইগ্নাসিওস হেমন্ত কোড়াইয়াসহ অন্যান্য নেতৃবৃন্দ বিধ্বস্ত সেন্ট গ্রেগরী হাই স্কুল অ্যন্ড কলেজ পরিদর্শন করেন।

২৬ নভেম্বর, এক যুক্ত প্রেস বিবৃতিতে বহিরাগত দুর্বৃত্তরা হামলা ও ভাংচুরের ঘটনায় নিন্দা জানিয়ে বিচারের দাবি করেছেন এসোসিয়েশনের নেতৃবৃন্দ।

প্রেস বিজ্ঞপ্তিতে বলা হয়, “এ ঘটনা এক মধ্যযুগীয় বর্বরতা এবং উদ্দেশ্য প্রণোদিত। যারা দেশ, সমাজ ও জাতির অগ্রগতি এবং উন্নতি চান না তাদের পক্ষেই এই ধরণের তান্ডব এবং সন্ত্রাসী কর্মকান্ড চালানো সম্ভব।”

বিজ্ঞপ্তিতে আরো বলা হয়, দেশের মিশনারী স্কুল, কলেজ, বিশ্ববিদ্যালয় গুলো যুগ যুগ ধরে জাতি ধর্ম, বর্ণ, নির্বিশেষে গুণগত শিক্ষাদান এবং শিক্ষার আলো ছড়িয়ে যাচ্ছে। আমাদের জানা মতে অতীতে মিশনারী স্কুল, কলেজ, বিশ্ববিদ্যালয়ে এমন কোনো ঘটনার নজির নেই। আমরা এই ঘটনার সাথে জড়িতদের দৃষ্টান্তমূলক শাস্তির আওতায় আনার জোর দাবী জানাচ্ছি।”

একই সাথে মিশনারী সকল প্রতিষ্ঠানের নিরাপত্তা বিধানে কার্যকরী ব্যবস্থা গ্রহণের জন্য অন্তর্বর্তী সরকারের দৃষ্টি আকর্ষণ করা হয়।