ঢাকা ,
বার : বৃহস্পতিবার
তারিখ : ২৩ জানুয়ারী ২০২৫
বাংলা : ১০ মাঘ ১৪৩১
Dcnewsbd Facebook
Dcnewsbd Twitter

শিরোনাম :

প্রথম পাতা Uncategorized ঢাকা ক্রেডিট পরিদর্শন করেছেন সমবায় অধিদপ্তর কর্তৃক সদ্য নিয়োগপ্রাপ্ত কর্মকর্তাগণ

ঢাকা ক্রেডিট পরিদর্শন করেছেন সমবায় অধিদপ্তর কর্তৃক সদ্য নিয়োগপ্রাপ্ত কর্মকর্তাগণ

0
57

ডিসিনিউজ।। ঢাকা

সমবায় অধিদপ্তরে সদ্য নিয়োগপ্রাপ্ত ৪৩তম ব্যাচের বিসিএস কর্মকর্তাগণ ঢাকা ক্রেডিট পরিদর্শন করে প্রতিষ্ঠানটির কার্যক্রমের ভূয়সী প্রশংসা করেছে।

বিসিএস ৪৩তম ব্যাচের ১৩জন সমবায় কর্মকর্তা ২১ জানুয়ারী, ঢাকা ক্রেডিটের সিও স্বপন রোজারিও, বিপুল টি. গমেজ এবং খোকন মার্ক কস্তা ’র নেতৃত্বে পরিদর্শনকালে ঢাকা ক্রেডিটের বিভিন্ন বিভাগ ঘুরে দেখেন এবং কর্মীদের সাথে সাক্ষাৎ করেন। পরিদর্শন শেষে সমিতির ডানিয়েল কোড়াইয়া সভাকক্ষে এক আলোচনায় অংশ নেয়।

আলোচনা সভায় উপস্থিত ছিলেন ঢাকা ক্রেডিটের সিইও জোনাস গমেজ, সমবায় অধিদপ্তরের উপ নিবন্ধক (উৎপাদনমূখী শিল্প) আহসান হাবিব, সমবায় অধিদপ্তরের সহকারী নিবন্ধক (অডিট-২), মোস্তফা কামাল, বিভাগীয় সমবায় কার্যালয়ের পরিদর্শক আমিনুল ইসলাম।

ঢাকা ক্রেডিটের সিইও জোনাস গমেজ তার স্বাগত বক্তব্যে উপস্থিত সকলকে শুভেচ্ছা জানিয়ে বলেন, “আপনারা আমাদের প্রতিষ্ঠান সম্পর্কে যে তথ্য এবং বাস্তব অভিজ্ঞতা অর্জন করেছেন আশা করি তা আপনাদের পেশাগত কাজের ক্ষেত্রে কাজে লাগবে। ঢাকা ক্রেডিট এখন আর শুধু খ্রিষ্টানদের প্রতিষ্ঠান নয়, ঢাকা ক্রেডিট ধর্ম বর্ণ নির্বিশেষে সকলকে নিয়ে কাজ করে যার প্রমান এখন দৃশ্যমান আমাদের মেগা প্রকল্প ডিভাইন মার্সি হাসপাতাল লি:। আশাকরি ভবিষ্যতে আপনারাও আমাদের এই বিশাল কর্মযজ্ঞে সহযোগিতার হাত বাড়িয়ে দিবেন।

সভায় ঢাকা ক্রেডিটের সিও বিপুল টি. গমেজ ঢাকা ক্রেডিট সম্পর্কীত প্রেজেন্টেশন এবং ঢাকা ক্রেডিটের মেগা প্রকল্প ডিভাইন মার্সি হাসপাতাল লি: সম্পর্কে সামগ্রিক চিত্র তুলে ধরেন।

এ সময় সদ্য নিয়োগপ্রাপ্ত ৪৩তম ব্যাচের বিসিএস ক্যাডারগণ সমবায় অঙ্গণে ঢাকা ক্রেডিটের অবদানের জন্য ধন্যবাদ জানান। সেই সাথে ডিভাইন মার্সি হাসপাতালের উত্তরোত্তর সমৃদ্ধি কামনা করেন। পরবর্তীতে ধন্যবাদ ও সমাপনী বক্তব্য দিয়ে মতবিনিময় সভার সমাপ্তী ঘোষণা করেন ঢাকা ক্রেডিটের সিও খোকন মার্ক কস্তা।