ঢাকা ,
বার : বুধবার
তারিখ : ০৫ নভেম্বর ২০২৫
বাংলা : ২১ কার্তিক ১৪৩২
Dcnewsbd Facebook
Dcnewsbd Twitter

শিরোনাম :

প্রথম পাতা Uncategorized উদযাপন করা হলো ডিসি চাইল্ড কেয়ার এন্ড এডুকেশন সেন্টারে পহেলা ফাল্গুন ও...

উদযাপন করা হলো ডিসি চাইল্ড কেয়ার এন্ড এডুকেশন সেন্টারে পহেলা ফাল্গুন ও বিশ্ব ভালোবাসা দিবস

0
202

ডিসিনিউজ ।। ঢাকা

১৩ ফেব্রুয়ারী, পহেলা ফাল্গুন ও বিশ্ব ভালোবাসা দিবস উদযাপন করা হয় দি খ্রীষ্টান কো অপারেটিভ ক্রেডিট ইউনিয়ন লি:, ঢাকা (ঢাকা ক্রেডিট) এর প্রকল্প ডিসি চাইল্ড কেয়ার এন্ড এডুকেশন সেন্টারে।

ডিসি চাইল্ড কেয়ার এন্ড এডুকেশন সেন্টারের শিক্ষক রোজলিন জেনী এ্যালেক্স এবং লিয়া পিউরিফিকেশনের পরিচালনায় সকালে শিক্ষার্থী ও শিক্ষিকাগণ ফাল্গুনের গান পরিবেশন, কবিতা, একক সংগীত ও নৃত্য পরিবেশন করে।

অনুষ্ঠানে উপস্থিত ছিলেন ঢাকা ক্রেডিটের চীফ অফিসার সুইটি শিশিলিয়া পিউরিফিকেশন, প্রিন্সিপাল ডালিয়া রড্রিগসসহ শিক্ষক ও শিক্ষার্থীবৃন্দ।

চীফ অফিসার সুইটি শিশিলিয়া পিউরিফিকেশন সকলকে পহেলা ফাল্গুন ও বিশ্ব ভালোবাসা দিবসের শুভেচ্ছা জানিয়ে বলেন, “এই দিনটি যেন আমাদের সকলের জন্য নতুন আশা এবং স্বপ্নের শুরু হয়। রঙের এই মৌসুমের অসাধারণ শুরু হোক আপনাদের সবার জীবনে ।’’

আয়োজকরা বলেন, শিক্ষার্থীদের বিশ্ব ভালোবাসা দিবস এবং ফাল্গুন এর তাৎপর্য সম্পর্কে ধারণা দেয়াই এই অনুষ্ঠানের উদ্দেশ্য।