ঢাকা ,
বার : মঙ্গলবার
তারিখ : ০৪ নভেম্বর ২০২৫
বাংলা : ২০ কার্তিক ১৪৩২
Dcnewsbd Facebook
Dcnewsbd Twitter

শিরোনাম :

প্রথম পাতা দেশ নীড় রিসোর্ট এন্ড রেষ্টুরেন্ট ও শান্তির নীড় শুভ উদ্বোধন করেন ঢাকার আর্চবিশপ

নীড় রিসোর্ট এন্ড রেষ্টুরেন্ট ও শান্তির নীড় শুভ উদ্বোধন করেন ঢাকার আর্চবিশপ

0
385

ডিসিনিউজবিডি।। গাজীপুর

দি মেট্রোপলিটান খ্রীষ্টান কো-অপারেটিভ হাউজিং সোসাইটি লি:, (ঢাকা হাউজিং সোসাইটি) এর প্রতিষ্ঠান নীড় রিসোর্ট এন্ড রেস্টুরেন্ট এবং শান্তির নীড় প্রবীন নিবাস ও গেস্ট হাউজ আশির্বাদের মাধ্যমে উদ্বোধন করেন ঢাকার আর্চবিশপ বিজয় এন. ডি’ ক্রুজ।

১৭ ফেব্রæয়ারী, ২০২৫ ঢাকার অদূরে গাজীপুর জেলার মঠবাড়ীর তেতুইবাড়ী এলাকায় নীড় প্রবীন নিবাস ও গেস্ট হাউজ এবং একই জেলার পূবাইলের ডেরমপাড়ায় নীড় রিসোর্ট এন্ড রেস্টুরেন্ট উদ্বোধন করেন আর্চবিশপ ক্রুজ।

এই সময়ে উপস্থিত ছিলেন ঢাকা হাউজিং সোসাইটির চেয়ারম্যান আগষ্টিন পিউরীফিকেশন, নব-নির্বাচিত চেয়ারম্যান আগষ্টিন প্রতাপ গমেজ, ফাদার জেমস্ ক্রুজ, ফাদার সুব্রত বনিফস টলেন্টিনো, প্রতিষ্ঠানটির বর্তমান ও নব-নির্বাচিত পরিচালনা পরিষদের সদস্যবৃন্দ, কাককো লি: এর ভাইস চেয়ারম্যান অনিল লিও কস্তাসহ উপদেষ্টাবৃন্দ ও আমন্ত্রিত অতিথিবৃন্দ।

আর্চবিশপ বিজয় প্রতিষ্ঠান দুটি আশির্বাদ পরবর্তী বক্তব্যে বলেন, ঈশ্বর আমাদের প্রচুর আশির্বাদ করেছেন যার কারনে এই প্রতিষ্ঠানের মাধ্যমে অনেক নেতৃত্ব তৈরি ও কর্মসংস্থানের সুযোগ সৃষ্টি হচ্ছে।

“তবে আমাদের যুগের সাথে তাল মিলিয়ে আরো নতুন কিছু করতে হবে, আমাদের আরো ক্রিয়েটিভ হতে হবে। একই সাথে আমাদের জনগনকে সংগঠিত করতে হবে।” বলেন আর্চবিশপ

তিনি বর্তমানের খ্রীষ্টান সমাজের নেতৃবৃন্দের উদ্দেশে বলেন, আমি বিশ্বাস করি অনেক দূর আমরা এগিয়েছি কিন্তু আমাদের আরো বেশি স্বচ্ছ হতে হবে। এতোদূর আমরা এসেছি কিন্তু এই প্রতিষ্ঠানগুলো আমাদেরই রক্ষা করতে হবে।

ফিতা কাটা, নাম ফলক উন্মোচন, শান্তির প্রতীক কবুতর অবমুস্তকরণ, প্রার্থনা ও আশির্বাদের মাধ্যমে ঢাকা হাউজিং সোসাইটির আয় বৃদ্ধিমূলক প্রতিষ্ঠান দুটির উদ্বোধন করা হয়।

প্রতিষ্ঠানের চেয়ারম্যান আগষ্টিন পিউরীফিকেশন তার বক্তব্যে বলেন, সবকিছু মিল আজকের এই আয়োজন সদস্যদের আস্থা ও বিশ্বাসের প্রতিফলন।

“অনেক প্রবীন আছে যাদের দেখাশোনার জন্য ছেলে-মেয়ে নেই, কারো ছেলে-মেয়ে বিদেশে আবার কারো ছেলে-মেয়ে দায়িত্ববোধের অভাবে পিতা মাতার যতœ নেয় না। এই পিতা-মাতার যতœ নেয়ার দায়িত্ব আমাদের বলে মনে করি। তাই আমরা শান্তির নীড় প্রতিষ্ঠা করেছি।” বলেন পিউরীফিকেশন

নব নির্বাচিত চেয়াম্যান আগষ্টিন প্রতাপ গমেজ উপস্থিত সবাইকে এবং প্রতিষ্ঠানের সদস্যদের ধন্যবাদ জানিয়ে বিগত পরিচালনা পরিষদের উন্নয়নের ধারাবাহিকতা নিষ্ঠার সাথে ধরে রাখার প্রতিশ্রুতি ব্যক্ত করেন।