ঢাকা ,
বার : শুক্রবার
তারিখ : ৩১ অক্টোবর ২০২৫
বাংলা : ১৬ কার্তিক ১৪৩২
Dcnewsbd Facebook
Dcnewsbd Twitter

শিরোনাম :

প্রথম পাতা ঢাকা ক্রেডিট ডিভাইন মার্সি নার্সিং ইনষ্টিটিউটের প্রিন্সিপাল হিসেবে দায়িত্ব নিয়েছেন তেরেজা বাড়ৈ

ডিভাইন মার্সি নার্সিং ইনষ্টিটিউটের প্রিন্সিপাল হিসেবে দায়িত্ব নিয়েছেন তেরেজা বাড়ৈ

0
949
ছবিতে তেরেজা বাড়ৈ (ডানে)

ডিসিনিউজবিডি।।

দি খ্রীষ্টান কো-অপারেটিভ ক্রেডিট ইউনিয়ন লি:, ঢাকা (ঢাকা ক্রেডিট) এর প্রকল্প রাজধানীর পূর্বাচলের পাশে মঠবাড়িতে অবস্থিত ডিভাইন মার্সি নার্সিং ইনস্টিটিউটের প্রিন্সিপাল হিসেবে দায়িত্ব নিয়েছেন তেরেজা বাড়ৈ।

১৭ মে, বাড়ৈ তাঁর পূর্ববর্তী দায়িত্ব ডিভাইন মার্সি হাসপাতাল লি: এর হেড অব নার্সিং থেকে নার্সিং ইনষ্টিটিউটের প্রিন্সিপালের দায়িত্ব গ্রহণ করেছেন।

ডিভাইন মার্সি নার্সিং ইনষ্টিটিউটের চেয়ারম্যান ও ঢাকা ক্রেডিটের প্রেসিডেন্ট ইগ্নাসিওস হেমন্ত কোড়াইয়া, ঢাকা ক্রেডিটের ভাইস প্রেসিডেন্ট পাপড়ি দেবী আরেং, সেক্রেটারি মাইকেল জন গমেজ, সিইও জোনাস গমেজ, হাসপাতালের সিইও আহমেদ শফিকুল হায়দার ও অন্যান্য উর্ধ্বতন পরিচালকবৃন্দের উপস্থিতিতে তেরেজা বাড়ৈ তাঁর দায়িত্বভার গ্রহণ করেন।

নতুন দায়িত্ব প্রাপ্ত তেরেজ বাড়ৈ’কে শুভেচ্ছা ও ঢাকা ক্রেডিটের স্বপ্নের কথা উল্লেখ করে ইগ্নাসিওস হেমন্ত কোড়াইয়া বলেন, “আমাদের স্বপ্নের হাসপাতাল ও নার্সিং ইনষ্টিটিউট ইতোমধ্যেই বাস্তবায়িত হয়েছে। এখন সামনে মেডিক্যাল কলেজের অনুমোদনের ব্যাপারে আমরা এগিয়ে যাচ্ছি।”

কোড়াইয়া ডিভাইন মার্সি নার্সিং ইনষ্টিটিউটকে শুধু মাত্র দেশের সীমার মধ্যে আবদ্ধ না রেখে আন্তর্জাতিক পরিমন্ডলে বিস্তৃত করার আহ্বান জানিয়ে বলেন, “আমাদের এই প্রতিষ্ঠান এক সময় হাজারো দেশীয় ও আন্তর্জাতিক শিক্ষার্থী নিয়ে পরিচালিত হবে। এর জন্য আমাদের একযোগে কাজ করতে হবে।”
এখানে ভাইস-প্রেসিডেন্ট ও সেক্রেটারির সংক্ষিপ্ত বক্তব্য দিন

অনুষ্ঠানে ডিভাইন মার্সি হাসপাতালের সিইও আহমেদ শফিকুল হায়দার দাবি করেন, একটি আন্তর্জাতিক মানের হাসপাতালে যে ধরণের সেবা এবং মানবসম্পাদের প্রয়োজন আছে তার সবই ডিভাইন মার্সি হাসপাতালটিতে রয়েছে।

“আগামী দিনে এই বর্ধিত ঢাকার ভরসাস্থল হবে ডিভাইন মার্সি হাসপাতাল লি:” বলেন হায়দার।

এছাড়াও অনুষ্ঠানে ঢাকা ক্রেডিটের ভাইস প্রেসিডেন্ট পাপড়ি দেবী আরেং, সেক্রেটারি মাইকেল জন গমেজ নতুন দায়িত্ব গ্রহণ করা তেরেজা বাড়ৈ’কে অভিনন্দন জানিয়ে প্রতিষ্ঠানের প্রতি একাগ্রতা বজায় রেখে নিষ্ঠার সাথে কাজের আহ্বান জানান।