ঢাকা ,
বার : বৃহস্পতিবার
তারিখ : ৩০ অক্টোবর ২০২৫
বাংলা : ১৫ কার্তিক ১৪৩২
Dcnewsbd Facebook
Dcnewsbd Twitter

শিরোনাম :

প্রথম পাতা ঢাকা ক্রেডিট স্বাস্থ্য মন্ত্রণালয়ের সচিব কর্তৃক ডিভাইন মার্সি হাসপাতাল ও প্রস্তাবিত মেডিকেল কলেজ পরিদর্শন

স্বাস্থ্য মন্ত্রণালয়ের সচিব কর্তৃক ডিভাইন মার্সি হাসপাতাল ও প্রস্তাবিত মেডিকেল কলেজ পরিদর্শন

0
841

ডিসিনিউজবিডি।।

বাংলাদেশ সরকারের স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রণালয়ের স্বাস্থ্য শিক্ষা ও পরিবার কল্যাণ বিভাগের সচিব ডা. মো: সারোয়ার বারী দি খ্রীষ্টান কো-অপারেটিভ ক্রেডিট ইউনিয়ন লি:, এর বৃহত্তম প্রকল্প ডিভাইন মার্সি হাসপাতাল এবং প্রস্তাবিত ডিভাইন মার্সি মেডিকেল কলেজ পরিদর্শন করেছেন।

২৪ মে, বিকেলে ডা. সারোয়ার বারী পূর্বাচলের নিকটে প্রতিষ্ঠানটি পরিদর্শন করেন। এই সময়ে ডিভাইন মার্সি হাসপাতালের চেয়ারম্যান ও ঢাকা ক্রেডিটের প্রেসিডেন্ট ইগ্নাসিওস হেমন্ত কোড়াইয়া তাকে হাসপাতাল ও প্রস্তাবিত মেডিকেল কলেজ পরিদর্শন করান।

এই সময়ে উপস্থিত ছিলেন ঢাকা ক্রেডিটের ভাইস প্রেসিডেন্ট পাপড়ি দেবী আরেং, সেক্রেটারি মাইকেল জন গমেজ, ঢাকা ক্রেডিটের প্রাক্তণ প্রেসিডেন্ট নির্মল রোজারিও, ঢাকা ক্রেডিটের সিইও জোনাস গমেজ, হাসপাতালের সিইও আহমেদ শফিকুল হায়দার, প্রস্তাবিত মেডিকেল কলেজের প্রিন্সিপাল ডা. আরিফ আহমেদ খানসহ অন্যান্য পরিচালকবৃন্দ উপস্থিত ছিলেন।

সচিব ডা. মো: সারোয়ার বারী প্রস্তাবিত মেডিকেল কলেজের জন্য বরাদ্দকৃত স্থাপনা, জায়গা, ক্লাশরুম পরিদর্শন করেন। তিনি হাসপাতালের বিভিন্ন বিভাগ পরিদর্শন করেন এবং রোগিদের সাথে কুশলাদি বিনিময় করেন। পরে এক সংক্ষিপ্ত সমবিনিময় সভায় মিলিত হন।

সতবিনিময় সভায় ডা. বারী ডিভাইন মার্সি হাসপাতালের কার্যক্রম ও পরিচালকবৃন্দের ভুঁয়সী প্রশংসা করেন।

তিনি বলেন, আমি মনের করি ডেডিকেটেড কিছু মানুষ আছে বলেই এই প্রতিষ্ঠান গড়ে উঠেছে এবং আন্তর্জাতিক মানের সকল সম্ভাবনাই এখানে আছে। মেডিকেল কলেজের জন্য সকল ব্যবস্থাই এখানেই রয়েছে। আমি মনে করি এখানে মেডিকেল কলেজ করার জন্য খুবই ভালো জায়গা।

“নার্সিং ইনষ্টিটিউট এখানে ইতোমধ্যেই শুরু হয়েছে, আপনারা নার্সিং কলেজ করতে চাইলে করতে পারেন। যেখানে ডেডিকেটেড মানুষ আছে, ইচ্ছা আছে, জায়গা আছে সুতরাং এখানে সবই সম্ভব।” বলেন ডা. বারী

তিনি ডিভাইন মার্সি হাসপাতালে রোগীদের স্বল্প খরচে বিভিন্ন সেবার মান দেখে প্রতিষ্ঠানের পরিচালনা পরিষদের প্রশংসা করে বলেন, “এখানে আন্যান্য হাসপাতালের তুলনায় কম খরচে চিকিৎসা সেবা দেয়া হচ্ছে যা প্রশংসনীয়।”

এই সময়ে নির্মল রোজারিও ডিভাইন মার্সি হাসপাতাল লি:, এর ইতিহাস সম্পর্কে তুলে ধরেন।

“আমি আশা প্রকাশ করি উনার (ডা. বারী) স্বাক্ষরেই ডিভাইন মার্সি মেডিকেল কলেজ যাত্রা শুরু করবে,” বলেন রোজারিও

হাসপাতালের চেয়ারম্যান ইগ্নাসিওস হেমন্ত কোড়াইয়া উপস্থিত ডা.বারী এবং অন্যান্য অতিথিদের ঢাকা ক্রেডিটের সদস্যদের পক্ষ থেকে শুভেচ্ছা জানান। তিনি ঢাকা ক্রেডিট সম্পর্কে উপস্থিত অতিথিদের অবহিত করেন। একই সাথে তিনি হাসপাতাল, প্রস্তাবিত ডিভাইন মার্সি মেডিকেল কলেজ, নার্সিং ইনস্টিটিউট সম্পর্কে তুলে ধরেন।

“আমরা মানবিক নার্স ও মানবিক ডাক্তার তৈরির জন্যই এই বড় কর্মযজ্ঞ করার সাহস পেয়েছি। এটি বাংলাদেশের প্রথম হাসপাতাল যা সমবায়ীদের অর্থে নির্মিত হয়েছে।” বলেন কোড়াইয়া

তিনি বলেন, খচর কমানোর জন্য আমরা বদ্ধ পরিকর এবং একই সাথে আমরা বিভিন্ন প্রতিষ্ঠানের সাথে সমোঝতা স্মারক স্বাক্ষর করে তাদের সদস্যদের জন্য বিশেষ ছাড়ের ব্যবস্থা করেছি, হতদরিদ্রদের জন্য ডিভাইন মার্সি চ্যারিটেবল ফান্ড গঠন করেছি।

কোড়াইয়া স্বাস্থ্য মন্ত্রণালয়ের সচিব ডা. বারী’কে অনুরোধ করেন সর্বশেষ স্বপ্ন পূরণে তিনি যেন সহায়তা করেন, “আমরা সকল আইনগত দিক পূরণ করেই মেডিকেল কলেজ প্রতিষ্ঠা করবো এবং আপনি আপনার জায়গা থেকে আমাদের সহায়তা করবেন।”

এর আগে হাসপাতালের সিইও আহমেদ শফিকুল হায়দার হাসপাতালের বিভিন্ন চিকিৎসা সেবা, সম্ভাবনা, বিশেষজ্ঞ চিকিৎসক, মেডিকেলে ব্যবহৃত যন্ত্রপাতি, বর্জ্য নিষ্কাশন, পাওয়ার সাপ্লাইসহ বিভিন্ন বিষয়ে ডা. বারী’কে অবহিত করেন।