ঢাকা ,
বার : মঙ্গলবার
তারিখ : ২৮ অক্টোবর ২০২৫
বাংলা : ১৩ কার্তিক ১৪৩২
Dcnewsbd Facebook
Dcnewsbd Twitter

শিরোনাম :

প্রথম পাতা দেশ মুশরইল ধর্মপল্লীতে লাউদাতো সি-সপ্তাহ উদযাপন

মুশরইল ধর্মপল্লীতে লাউদাতো সি-সপ্তাহ উদযাপন

0
421

ডিসিনিউজডেস্ক।।

“প্রকৃতির সান্নিধ্যে শান্তি “‘ মূলসুরের আলোকে ৩০ মে, রোজ মুশরইল ধর্মপল্লীতে অনুষ্ঠিত হয় লাউদাতো সি ‘ সপ্তাহ ২০২৫

এই সময়ে উপস্থিত ছিলেন রাজশাহী কারিতাস অঞ্চলের আঞ্চলিক পরিচালক ড. আরোক টপ্য,মুশরইল ধর্মপল্লীর পালপুরোহিত ফাদার প্রশান্ত আইন্দ, ফাদার অনিল মারান্ডী, সিস্টার, সেমিনারিয়ান ও যুবক-যুবতীসহ অন্যান্য অতিথি উপস্থিত ছিলেন।

অর্ধদিবসব্যাপী এ অনুষ্ঠানে ধর্মপল্লীতে ওয়াইসিএস কার্যক্রম ও উপকারিতা বিষয়ে আলোচনা করেন পালপুরোহিত ফাদার প্রশান্ত আইন্দ, পরিবেশ রক্ষায় আমাদের দায়িত্ব ও করণীয় সম্পর্কে আলোচনা করেন ফাদার অনিল মারান্ডী এবং মূলসুরের উপর আলোচনা করেন ড. আরোক টপ্য।

সৃষ্টির সকল কিছুই কত সুন্দর! পুণ্যপিতা পোপ ফ্রান্সিস ২০১৫ সালে ‘লাউদাতো সি’ পত্র লেখেন যা সারাবিশ্বব্যাপী আলোড়ন সৃষ্টি করেছিল।সাধু ফ্রান্সিস জেভিয়ার যেভাবে প্রকৃতিকে ভালবাসতেন ঠিক সেভাবেই পোপ ফ্রান্সিস চেয়েছেন যেন মানুষ প্রকৃতিকে ভালোবাসে এবং যত্ন নেয়।

“আমাদের এই লাউদাতো সি সপ্তাহে একটি করে গাছ লাগানো উচিত যেন আমরা বিশুদ্ধ অক্সিজেন পেতে পারি।তাই আসুন আমরা নিজেরা গাছ লাগাই, অন্যকে গাছ লাগাতে অনুপ্রাণিত করি” মুশরইল ধর্মপল্লীতে লাউদাতো সি সপ্তাহ – ২০২৫ উদযাপন রাজশাহী কারিতাস রাজশাহী অঞ্চলের আঞ্চলিক পরিচালক ড. আরোক টপ্য একথা বলেন।