ঢাকা ,
বার : মঙ্গলবার
তারিখ : ২৮ অক্টোবর ২০২৫
বাংলা : ১৩ কার্তিক ১৪৩২
Dcnewsbd Facebook
Dcnewsbd Twitter

শিরোনাম :

প্রথম পাতা Uncategorized রাজশাহী সাধু পিতর সেমিনারিতে অনুষ্ঠিত হলো উপস্থিত বক্তৃতা প্রতিযোগিতা

রাজশাহী সাধু পিতর সেমিনারিতে অনুষ্ঠিত হলো উপস্থিত বক্তৃতা প্রতিযোগিতা

0
438

” সেমিনারিতে বিতর্ক প্রতিযোগিতা, উপস্থিত বক্তৃতা ও অন্যান্য সহশিক্ষা কার্যক্রমের একটি প্রধান উদ্দেশ্য হল সেমিনারিয়ানদের সকল বিষয়ে পারদর্শী করা। আজকের উপস্থিত বক্তৃতার মাধ্যমে তোমরা অনেক কিছু গবেষণা এবং আয়ত্ত করতে চেষ্টা করেছ যা নিঃসন্দেহে তোমাদের জ্ঞান ও প্রতিভাকে বিকশিত করতে সহায়তা করবে। আমি এ ধরনের উদ্যোগকে সাধুবাদ জানাই”।

গত ১৬ জুন সেন্ট পিটারস্ সেমিনারিতে উপস্থিত বক্তৃতা প্রতিযোগিতায় প্রধান অতিথি রাজশাহী ধর্মপ্রদেশের বিশপ জের্ভাস রোজারিও একথা বলেন।


উক্ত অনুষ্ঠানে আরো উপস্থিত ছিলেন ভিকার জেনারেল ফাদার ফাবিয়ান মারান্ডী, উন্নয়ন প্রশাসক কর্মকর্তা ফাদার উইলিয়াম মুর্মু, ফাদার লিটন কস্তা, ফাদার বিশ্বনাথ মারান্ডী , আধ্যাত্মিক পরিচালক ও অংশগ্রহণকারী প্রতিযোগীরা ।


দেশের সমসাময়িক বিষয় ও মন্ডলী ও যুবা বাস্তবতার প্রেক্ষিতে বিভিন্ন বিষয় নিয়ে প্রতিযোগীরা আলোচনা করে।
রাজশাহী ধর্মপ্রদেশের ভিকার জেনারেল ফাদার ফাবিয়ান মারান্ডী বলেন, ” তোমাদের এ জ্ঞান বিকাশের চর্চা অব্যাহত রাখতে হবে যেন ভবিষ্যতে ভালো করতে পার।”
পরিশেষে পরিচালক ফাদার বিশ্বনাথ মারান্ডীর সমাপনী ধন্যবাদমূলক বক্তব্য ও পুরষ্কার বিতরণীর মাধ্যমে অনুষ্ঠানের সমাপ্তি ঘটে।