ঢাকা ,
বার : বৃহস্পতিবার
তারিখ : ৩০ অক্টোবর ২০২৫
বাংলা : ১৫ কার্তিক ১৪৩২
Dcnewsbd Facebook
Dcnewsbd Twitter

শিরোনাম :

প্রথম পাতা দেশ ঢাকায় সিধু-কানু হুলহামা পালন করেছে সান্তাল আদিবাসীরা

ঢাকায় সিধু-কানু হুলহামা পালন করেছে সান্তাল আদিবাসীরা

0
794

ডিসিনিউজবিডি।।

রাজধানী ঢাকায় সিধু-কানু হুলহামা বা দিবস পালন করেছে ঢাকা এবং এর আশোপাশে বসবাসরত সান্তাল আদিবাসীরা।

২৭ জুন, ঢাকার নটরডেম কলেজ প্রাঙ্গণে বাংলাদেশ সান্তাল ডেভেলপমেন্ট অর্গাজাইজেশন (বিএসডিও) এর আয়োজনে সিধু-কানু হুলহামা বা দিবস দিনব্যাপি উদযাপন করা হয়।

অনুষ্ঠানে সভাপতিত্ব করেন বিএসডিও এর সভাপতি ফাদার আন্তনী হাঁসদা, প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন আদিবাসী সমাজ উন্নয়ন সমিতি’র সভাপতি লুকাশ সরেন, বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ খ্রীষ্টান এসোসিয়েন এর প্রেসিডেন্ট নির্মল রোজারিও, ঢাকা ক্রেডিটের প্রেসিডেন্ট ইগ্নাসিওস হেমন্ত কোড়াইয়া, দি মেট্রোপলিটান খ্রীষ্টান কো-অপারেটিভ হাউজিং সোসাইটির চেয়ারম্যান আগষ্টিন প্রতাপ গমেজ, নটরডেম কলেজের প্রেন্সিপাল ফাদার হেমন্ত পিউস রোজারিও, বিডিএসও এর সহ-সভাপতি ফাদার ফ্রান্সিস মুর্মু ও উত্তরবঙ্গ খ্রীস্টান বহুমুখী সমিতি লি: এর চেয়ারম্যান মার্সেল ডি’ কস্তা।

সকালে র‌্যালি থেকে ব্রিটিশদের বিরুদ্ধে আন্দোলনের প্রতিকৃত সান্তাল নেতা সিধু-কানু এর প্রতিকী কবরে শ্রদ্ধাঞ্জলী ও পুষ্পস্তবক অর্পন হরা হয়।

উপস্থিত অতিথিবৃন্দ ব্রিটিশ বিরোধী আন্দোলনে সান্তাল সম্প্রদায়ের ভুমিকা, তাদেও ইতিহাস, বর্তমান অবস্থা ও আগামী দিনের করণীয় নিয়ে আলোচনা করেন।

ব্রিটিশ সাম্রাজ্যবাদবিরোধী সংগ্রামের ইতিহাসে ১৯৫৫ সালের সাঁওতাল বিদ্রোহ এক গৌরবোজ্জাল অধ্যায়, ব্রিটিশদেও বিরুদ্ধে প্রথম সশস্ত্র গণআন্দোলন।

বাংলাদেশ খ্রীষ্টান এসোসিয়েশনের প্রেসিডেন্ট নির্মল রোজারিও ও সহাসচিব ইগ্নাসিওস হেমন্ত কোড়াইয়া সান্তাল আদিবাসীদের এই সংগ্রাম থেকে অনুপ্রেরণা নিয়ে সকল জুলুম নির্যাতনের বিরুদ্ধে সোচ্চারহ ওয়ার আহŸান জানান।