শিরোনাম :
ঢাকা ক্রেডিটের প্রতিষ্ঠাবার্ষিকীতে বিশেষ খ্রিষ্টযাগ ও প্রায়ত কর্মকর্তা-কর্মীদের কবরে শ্রদ্ধা নিবেদন
ডিসিনিউজবিডি।। ঢাকা
দি খ্রীষ্টান কো-অপারেটিভ ক্রেডিট ইউনিয়ন লি:, ঢাকা (ঢাকা ক্রেডিট) এর ৭০-তম প্রতিষ্ঠাবার্ষিকীতে তেজগাঁও, ল²ীবাজার, ধরেন্ডা, হাসনাবাদ, পাগাড়, তুমিলিয়া, নাগরী ও শুলপুর গির্জায় বিশেষ খ্রিষ্টযাগ অনুষ্ঠিত হয়। পরে, প্রয়াত কর্মকর্তা-কর্মীদের সমাধিতে প্রদ্ধা নিবেদন করা হয়।

৩ জুলাই, ২০২৫ ঢাকা ক্রেডিটের ৭০-তম প্রতিষ্ঠাবার্ষিকীতে তেজগাঁও গির্জায় বিশেষ খ্রিষ্টযাগ অর্পণ করেন তেজগাঁও ধর্মপল্লীর পাল-পুরোহিত ফাদার জয়ন্ত এস. গমেজ এবং সাথে ছিলেন সহকারী পাল-পুরোহিত লেনার্ড রোজারিও।
খ্রিষ্টযাগে ঢাকা ক্রেডিটের প্রেসিডেন্ট ইগ্নাসিওস হেমন্ত কোড়াইয়া, ভাইস-প্রেসিডেন্ট পাপড়ি দেবী আরেং, সেক্রেটারি মাইকেল জন গমেজ, বাংলাদেশ খ্রীষ্টান এসোসিয়েশনের প্রেসিডেন্ট নির্মল রোজারিও, ঢাকা ক্রেডিটের বোর্ড সদস্য, বিভিন্ন কমিটির সদস্যবৃন্দ, উপদেষ্টা পরিষদ, সদস্য ও কর্মীবৃন্দ।

খ্রিষ্টযাগের পরে তেজগাঁও কবরস্থানে ঢাকা ক্রেডিটের প্রতিষ্ঠাতা ফাদার চার্লস জে. ইয়াং সিএসসিসহ প্রয়াত কর্মকর্তা-কর্মীদের সমাধীতে পুষ্পস্তবক অর্পন করেন প্রতিষ্ঠানটির পরিচালনা পরিষদ ও কর্মীবৃন্দ।
একই সাথে সাথে ল²ীবাজার, ধরেন্ডা, হাসনাবাদ, পাগাড়, তুমিলিয়া, নাগরী ও শুলপুর ধর্মপল্লীতে বিশেয খ্রীষ্টযাগের পরে সেখাকার কবরস্থানে সমায়িত কর্মকর্তা-কর্মীদের সমাধীতে শ্রদ্ধা নিবেদন করা হয়।

উল্লেখ্য বিকেলে ঢাকার চার্চ কমিউনিটি সেন্টারে ঢাকা ক্রেডিটের ৭০-তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে আলোচনাসভা, ঢাকা ক্রেডিটের ঋণ নিয়ে সফল উদ্যোক্তাদের সম্মাননা প্রদান ও সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত হবে।


































































