শিরোনাম :
দারিদ্র্য, জলবায়ু সংকট ও আন্তঃধর্মীয় সংহতি নিয়ে ভ্যাটিকান মন্ত্রীর বাংলাদেশ সফর
ঢাকা, ১ নভেম্বর ২০২৫: ভ্যাটিকানের ইন্টিগ্রাল হিউম্যান ডেভেলপমেন্ট বিষয়ক দিকাস্টেরি’র প্রিফেক্ট ও যাজক সংঘের সদস্য কার্ডিনাল মাইকেল ফেলিক্স চার্নি এস. জে. পাঁচ দিনের সফরে আজ বাংলাদেশে পৌঁছেছেন। তাঁর সফরের মূল প্রতিপাদ্য— “আশার আলো জ্বালিয়ে যত্নের সংস্কৃতি গড়ে তোলা”।
সফরকালে তিনি কক্সবাজারে রোহিঙ্গা শরণার্থী শিবির, রাস্তার শিশু, আদিবাসী জনগোষ্ঠী ও অভ্যন্তরীণভাবে বাস্তুচ্যুত মানুষের সঙ্গে সাক্ষাৎ করবেন। এছাড়া তিনি বাংলাদেশ ক্যাথলিক বিশপ সম্মেলন (CBCB), ন্যায় ও শান্তি কমিশনের সদস্য এবং খ্রিস্টান ও অন্যান্য ধর্মীয় নেতাদের সঙ্গে বৈঠক করবেন।
চেকোস্লোভাকিয়ায় জন্ম নেওয়া ও কানাডায় বেড়ে ওঠা এই যাজক ২০১০ সাল থেকে ভ্যাটিকানে দায়িত্ব পালন করছেন। বর্তমানে তিনি ভ্যাটিকানের সেই মন্ত্রণালয় পরিচালনা করছেন, যা অভিবাসন, জলবায়ু পরিবর্তন, দারিদ্র্য বিমোচন ও মানবিক সংকটের মতো বৈশ্বিক ইস্যু নিয়ে কাজ করে।
তাঁর সঙ্গে সফরসঙ্গী হিসেবে আছেন ফাদার জোসেফ সভরিমাথু, কার্ডিনালের সচিব, এবং ফ্রান্সেস্কা ডোনা, এশিয়া মূলভূখণ্ডের আঞ্চলিক সমন্বয়ক।
কার্ডিনাল চার্নির এই সফরের লক্ষ্য হলো জলবায়ু ন্যায়বিচার, নৈতিক নেতৃত্ব ও আধ্যাত্মিক সংহতির বার্তা ছড়িয়ে দেওয়া এবং পোপ ফ্রান্সিসের পক্ষ থেকে বাংলাদেশের জনগণের প্রতি সংহতি প্রকাশ করা।
বিশ্লেষকদের মতে, এই ঐতিহাসিক সফর বাংলাদেশের জলবায়ু সংকট, শরণার্থী সমস্যা ও দারিদ্র্য মোকাবিলার চ্যালেঞ্জগুলোকে আন্তর্জাতিক পর্যায়ে তুলে ধরবে। পাশাপাশি, এটি শিক্ষা, স্বাস্থ্যসেবা ও সামাজিক ন্যায়বিচারে চার্চ ও স্থানীয় প্রতিষ্ঠানের সহযোগিতা জোরদার করবে এবং আন্তঃধর্মীয় সম্প্রীতির নতুন দিগন্ত উন্মোচন করবে বলে আশা করা হচ্ছে।

































































