ঢাকা ,
বার : শনিবার
তারিখ : ০১ নভেম্বর ২০২৫
বাংলা : ১৭ কার্তিক ১৪৩২
Dcnewsbd Facebook
Dcnewsbd Twitter

শিরোনাম :

প্রথম পাতা Uncategorized ৫৪-তম জাতীয় সমবায় দিবসে ঢাকা ক্রেডিটের সক্রিয় অংশগ্রহণ

৫৪-তম জাতীয় সমবায় দিবসে ঢাকা ক্রেডিটের সক্রিয় অংশগ্রহণ

0
68

ডিসিনিউজবিডি।। ঢাকা

ঢাকার আগারগাঁওয়ে সমবায় ভবনে আয়োজিত ৫৪-তম জাতীয় সমবায় দিবস-২০২৫ এ অন্যান্য সমবায় প্রতিষ্ঠানের সাথে দি খ্রীষ্টান কো-অপারেটিভ ক্রেডিট ইউনিয়ন লি:, ঢাকা (ঢাকা ক্রেডিট) সক্রিয় অংশগ্রহণ করেছে।

`সাম্য ও সমতায়, দেশ গড়বে সমবায়’ প্রতিপাদ্যে ১ নভেম্বর,  ২০২৫ সমবায় দিবসে সভাপতিত্ব করেন পল্লী উন্নয়ন ও সমবায় বিভাগের সচিব মো: ইসমাইল হোসেন। এছাড়াও উপস্থিত ছিলেন অতিরিক্ত নিবন্ধক আহসান কবির, নিবন্ধক ও মহাপরিচালক মুনিমা হাফিজ।  

ঢাকা ক্রেডিটের প্রেসিডেন্ট ইগ্নাসিওস হেমন্ত কোড়াইয়ার নেতৃত্বে উপস্থিত ছিলেন প্রতিষ্ঠানের প্রাক্তন প্রেসিডেন্ট নির্মল রোজারির, বর্তমান সেক্রটারি মাইকেল জন গমেজ,  সুপারভাইজারি কমিটির সদস্য মলয় নাথ, সিইও জোনাস গমেজ ও উধ্বতন কর্মীবৃন্দ।

সমবায়ে কখনো সরকারের কোনো ধরনের প্রনোদনা বা সহায়তা পায়নি বলে মন্তব্য করেন আহসান কবির।
“বর্তমান ব্যুরোক্রেসি দিয়ে সমবায়ের উন্নয়ন সম্ভব নয়। সমবায়ের কর্মীরা সবচাইতে বৈষম্যের শিকার” বলেন এই বিদায়ী কর্মকর্তা।

তিনি আশা করেন, জুলাই বিপ্লবের যে আশা ও আকাঙ্ক্ষা তা যেন সমবায় ধারন করেন।

১৯০৪ সাল থেকে এদেশে সমবায় নিরলস ভাবে কাজ করে যাচ্ছে বলে মন্তব্য করেন মুনিমা হাফিজ।  তিনি বলেন, ১৬ লাখ মানুষের কর্মসংস্থান সৃষ্টি করেছে সমবায়। সমবায় অধিদপ্তর সমবায়ীদের প্রশিক্ষণ দিয়ে যাচ্ছে। কাউকে পেছনে ফেলে এগিয়ে যাওয়া যাবেনা এটাই সমবায়ের মূল প্রতিপাদ্য।

ইসমাইল হোসেন তার বক্তব্যে বলেন, সমবায় মানে একতা,  সমবায় মানে শক্তি।

“বাংলাদেশের সমবায় আধুনিক ও গ্রামীণ সবখানেই এখন সমবায় সমিতির ভুমিকা অনস্বীকার্য।  আমরা গতানুগতিক ভাবে কাজ করলে দিনটা চলে যাবে, হয়তো আমার কাজ শেষ হবে কিন্তু বিশেষ কাজ সম্পাদন হবে না। আমাদের অতিরিক্ত কাজ করতে হবে, একতাবদ্ধ হয়ে কাজ করতে হবে যা সমবায়ের মুল স্পিরিট।

তিনি বলেন, আমাদের কাজের পর্যালোচনা করা প্রয়োজন প্রতিবছর এবং ব্যর্থতাকে নিয়ে কাজ করতে হবে। তাহলেই আমরা সমবায়ের মাধ্যমে দেশে অর্থনীতিতে বিপুল অবদান রাখতে পারবো।