ঢাকা ,
বার : মঙ্গলবার
তারিখ : ০৪ নভেম্বর ২০২৫
বাংলা : ২০ কার্তিক ১৪৩২
Dcnewsbd Facebook
Dcnewsbd Twitter

শিরোনাম :

প্রথম পাতা আন্তর্জাতিক সিবিসিবি’র ন্যায় ও শান্তি কমিশনের ৫০-বছরের জুবিলী উদ্বোধন করলেন কার্ডিনাল মাইকেল ফেলিক্স

সিবিসিবি’র ন্যায় ও শান্তি কমিশনের ৫০-বছরের জুবিলী উদ্বোধন করলেন কার্ডিনাল মাইকেল ফেলিক্স

0
91

ডিসিনিউজবিডি।। ঢাকা

বাংলাদেশ কাথলিক বিশপ সম্মিলনীর ন্যায় ও শান্তি কমিশনের ৫০-বছর জুবিলি উদ্বোধন করেছে ভাতিকানের সমন্মিত মানব উন্নয়ন মন্ত্রণালয়ের প্রধান কার্ডিনাল মাইকেল ফেলিক্স, এস.জে।

৪ নভেম্বর, ২০২৫ ঢাকার সিবিসিবি সেন্টারে জাতীয়, সিবিসিবি, সিবিসিবি ন্যায় ও শান্তি কমিশন এবং ভাতিকানের সমন্মিত মানব উন্নয়ন মন্ত্রণালয়ের পতাকা উত্তোলন, লগো উন্মেচন এবং কবুতর অবমুক্তকরণের মাধ্যমে সিবিসিবি ন্যায় ও শান্তি কমিশনের ৫০-বছর পূর্তি উদ্বোধন করেন কার্ডিনাল মাইকেল ফেলিক্স। এই সময়ে উপস্থিত ছিলেন কার্ডিনাল প্যাট্রিক ডি রোজারিও, ঢাকাস্থ ভাতিকানের রাষ্ট্রদূত আর্চবিশপ কেভিন রান্ডাল, আর্চবিশপ বিজয় এন ডি’ ক্রুজ ও লরেন্স সুব্রত হাওলাদারসহ বাংলাদেশের সকল বিশপগণ। উক্ত অনুষ্ঠানে গেষ্ট অব অনার হিসেবে উপস্থিত ছিলেন পাওয়া এন্ড পার্টিশিপেশন রিসার্স সেন্টার এর এক্সিকিউটিভ চেয়ারম্যান ড. হোসেন জিল্লুর রহমান এবং চেয়ার পার্সন হিসেবে ছিলেন ন্যায় ও শান্তি কমিশনের চেয়াম্যান ও রাজশাহীর বিশপ জের্ভাস রোজারিও।

এই সময়ে উপস্থিত ছিলেন ন্যায় ও শান্তি কমিশনের সেক্রেটারী ফাদার লিটন হিউবার্ট গমেজ, ঢাকা ক্রেডিটের প্রেসিডেন্ট ইগ্নাসিওস হেমন্ত কোড়াইয়া, সাবেক প্রেসিডেন্ট নির্মল রোজারিও ও বাবু মার্কুজ গমেজসহ খ্রীষ্টান সমাজের অন্যান্য নেতৃবৃন্দ, ফাদার, সিস্টার ও অন্যান্য অতিথিবৃন্দ।

কার্ডিনাল ফেলিক্স বলেন, ন্যায় ও শান্তি কমিশন বাংলাদেশে বেশ ভালো কাজ করছে। তারা মানবাধিকার, শিশু সুরক্ষা, ক্লাইমেট চেঞ্জ, অভিবাসন, রিফিউজি, প্রিজন মিনিষ্ট্রি ও মানব পাচার রোধে কাজ করে যাচ্ছে।

“আমি রোহিঙ্গাদের দেখেছি তারা নিজের বাড়ি ঘর থেকে বিতাড়িত হয়ে বাংলাদেশে আশ্রয় নিয়ে মানবেতর জীভন যাপন করছে। আমি আশা করবো দ্রæতই এই সমস্যার সমাধান হবে।” বলেন কার্ডিনাল

অনুষ্ঠানে কারিতাস বাংলাদেশ, ওয়ার্ল্ড ভিশন বাংলাদেশ, বিসিএসএম, খ্রিষ্টান কো-অপারেটিভস্সহ অন্যান্য চার্চের প্রতিষ্ঠানগুলো কিভাবে বাংলাদেশে ন্যায় ও শান্তির জন্য কাজ করে যাচ্ছে সেই বিষয়গুলো তুলে ধরা হয়।

পরে, কার্ডিনাল মাদকাশসক্ত পুনর্বাস কেন্দ্রে থাকা শিশু, বিভিন্ন অরফানেজে থাকা থাকা এবং অভিবাসী শিশুদের সাথে এক অনুষ্ঠানে যোগ দেন। তিনি শিশুদের কথা শুনেন, তাদের উদ্দেশে বলেন, “তোমরা যে যতœ পাচ্ছো সেটা ভালো কিন্তু তোমাদেরও চিন্তা করা উচিত তোমার দ্বারা অন্যেরাও কি ধরণের সেবা পাবে।”

কার্ডিনাল ফেলিক্স ১ নভেম্বর, বাংলাদেশে আসেন। নভেম্বর ২, তিনি নারায়নগঞ্জের মদনপুরে ঢাকা ক্রেডিট সেন্টারে আভ্যন্তরিন অভিবাসীদের দিয়ে খ্রীষ্টযাগ উৎসর্গ করেন। তিনি তেজগাঁও হোলি রোজারি চার্চে মৃতলোকের পর্বের দিন খ্রীষ্টযাগ উৎসর্গ করেন। ৩ নভেম্বর, কক্সবাজারে কার্ডিনাল রোহিঙ্গা শরনার্থীদের সাথে দেখা করে তাদের কথা শুনেন। ৪ নভেম্বর, সিবিসিবি সেন্টারে ন্যায় ও শান্তি কমিশনের ৫০-বছরের জুবীলি উদ্বোধন করেন এবং শিশুদের সাথে মিলিত হয়ে তাদের কথা শুনেন।