ঢাকা ,
বার : শনিবার
তারিখ : ০৮ নভেম্বর ২০২৫
বাংলা : ২৪ কার্তিক ১৪৩২
Dcnewsbd Facebook
Dcnewsbd Twitter

শিরোনাম :

প্রথম পাতা দেশ রমনায় কাথিড্রাল গির্জা লক্ষ্য করে ককটেল বিস্ফোরণ

রমনায় কাথিড্রাল গির্জা লক্ষ্য করে ককটেল বিস্ফোরণ

0
85

রাজধানীর রমনা এলাকায় অবস্থিত সেন্ট মেরি’স ক্যাথেড্রাল চার্চ লক্ষ্য করে ককটেল বিস্ফোরণের ঘটনা ঘটেছে। তবে এ ঘটনায় কেউ হতাহত হয়নি বলে জানিয়েছে পুলিশ।
আজ শুক্রবার রাত পৌনে ১১টার দিকে এ ঘটনা ঘটে।

গির্জা সূত্রে জানা গেছে, সেন্ট মেরি’স ক্যাথেড্রাল গির্জা প্রাঙ্গণে আগামীকাল শনিবার সকালে একটি ধর্মীয় অনুষ্ঠান হওয়ার কথা রয়েছে। কিন্তু শুক্রবার রাত ১০টা ৪৫ মিনিটের দিকে গির্জার সামনে একটি ককটেল বিস্ফোরিত হয়। গির্জার ভেতরেও আরেকটি ককটেল ছুড়ে মারা হয়। তবে সেটি বিস্ফোরিত হয়নি। পরে পুলিশ এসে অবিস্ফোরিত ককটেলটি উদ্ধার করে।

এর আগেও তেজগাঁও চার্চের ফটকে ককটেল হামলার ঘটনা ঘটে। বাংলাদেশে খ্রিষ্টানদের ধর্মীয় স্থাপনায় এসব হামলার চেষ্টাকে ঘৃণিত অপরাধ হিসেবে দেখছেন বাংলাদেশ খ্রিষ্টান এসোসিয়েশনের প্রেসিডেন্ট নির্মল রোজারিও ও সেক্রেটারি জেনারেল ইগ্নাসিওস হেমন্ত কোড়াইয়া। তারা সরকারের নিকট আহ্বান জানিয়ে বলেন, ‘অতি শিঘ্রই এসব জঘণ্য কাজ বন্ধ করার জন্য সরকারকে দ্রুত পদক্ষেপ নিতে হবে। বাংলাদেশে শান্তিপ্রিয় খ্রিষ্টান সমাজের দেশ গঠনে নজিরবীহিন অবদান রয়েছে। আমরা চাই এর দ্রুত তদন্ত হোক এবং দোষিদের বিচারের আওতায় আনা হোকা।

এ বিষয়ে ডিএমপির রমনা বিভাগের সহকারী কমিশনার মাজহারুল ইসলাম গণমাধ্যমকে বলেন, গির্জা লক্ষ্য করে দুটি ককটেল মারা হয়েছে। এর মধ্যে একটি বিস্ফোরিত হয়েছে, আরেকটি অবিস্ফোরিত রয়েছে। ঘটনাস্থলে পুলিশ কাজ করছে।