ঢাকা ,
বার : শনিবার
তারিখ : ০৮ নভেম্বর ২০২৫
বাংলা : ২৪ কার্তিক ১৪৩২
Dcnewsbd Facebook
Dcnewsbd Twitter

শিরোনাম :

প্রথম পাতা দেশ খ্রীষ্টের জন্ম জয়ন্তী-২০২৫ জাতীয় পর্যায়ে পালন করেছে বাংলাদেশ কাথলিক মন্ডলী

খ্রীষ্টের জন্ম জয়ন্তী-২০২৫ জাতীয় পর্যায়ে পালন করেছে বাংলাদেশ কাথলিক মন্ডলী

0
80

ডিসিনিউজবিডি।। ঢাকা

সমগ্র কাথলিক মন্ডলীতে পালিত হচ্ছে খ্রীষ্টের জন্মজয়ন্তী এবং এরই ধারাবাহিকতায় কাথলিক বিশপ সম্মিলনীর আয়োজনে রাজধানীর সেন্ট মেরীস কাথিড্রালে জাতীয়ভাবে পালিত হয়েছে খ্রীষ্টের জন্মজয়ন্তী-২০২৫।

৮ নভেম্বর, সকালে খ্রীষ্টযাগের মাধ্যমে বাংলাদেশের আটটি ধর্মপ্রদেশের বিশপগণের উপস্থিতিতে এই জুবিলী অনুষ্ঠিত হয়। ঢাকার আর্চবিশপ বিজয় এন ডি ক্রুজ ওমমআই এর পৌরহিত্যে উপস্থিত ছিলেন আটটি ধর্মপ্রদেশের ৯ জন বিশপ, ভাতিকানের রাষ্ট্রদূত আর্চবিশপ কাভিন রান্ডাল, কার্ডিনাল প্যাট্রিক ডি’ রোজারিও, অবসরপ্রাপ্ত সহকারী বিশপ থিয়োটনিয়াস গমেজ সিএসসি, ফাদার, ব্রাদার, সিস্টার ও সাধারণ খ্রীষ্টভক্ত।

এই দিনে উপস্থিত ছিলেন ঢাকা ক্রেডিটের প্রেসিডেন্ট ইগ্নাসিওস হেমন্ত কোড়াইয়া, কাককো’র চেয়ারম্যান টুটুল পিটার রড্রিগস, দি মেট্রোপলিটান খ্রীষ্টান কো-অপারেটিভ হাউজিং সোসাইটি লি:, এর চেয়ারম্যান আগষ্টিন প্রতাপ গমেজ, সেক্রেটারী হেনরী পেপিলন পিউরীফিকেশনসহ খ্রীষ্টান সমাজের নেতৃবৃন্দ।

২০২৪ সালের ২৪ ডিসেম্বর, ভাতিকানে সেন্ট পিটারস ব্যাসেলিকার দরজা খোলার মাধ্যমে আনুষ্ঠানিকভাবে খ্রীষ্ট জন্ম জয়ন্তী-২০২৫ এর উদ্বোধন করা হয় এবং এই জুবিলী আনুষ্ঠানিকভাবে শেষ হবে ২০২৬ সালের জানুয়ারীতে প্রভুর আত্মপ্রকাশের মহাপর্বের দিনে ব্যাসেলিকার দরজা বন্ধের মাধ্যমে।

‘আশার তীর্থযাত্রী: আনন্দ ও মিলনোৎসব’ মূলসুর নিয়ে খ্রীষ্টের জন্ম জয়ন্তী-২০২৫ জবিলী’র দিনটিকে আনন্দের দিন হিসেবে উল্লেখ করে আর্চবিশপ বিজয় বলেন, “আশা মানুষকে পথ দেখায়, মানুষের মধ্যে ইতিবাচক মনোভাব সৃষ্টি করে, মনকে পরিবর্তন করে, ঈশ্বরের সাথে পুনর্মিলন ঘটায় ও ভালোবাসার নবায়ন ঘটায়।”

বাংলাদেশে সমাজ আশাবাদী না উল্লেখ করে আর্চবিশপ বলেন, আমরা কোনো আলোচনায় বসলে অন্যের সমালোচনা বা পরচর্চা করতে পছন্দ করি যা নিজেকে ও যার সমালোচনা করি তাকে নিরাশ করে। কিন্তু আমরা যদি কাউকে স্বীকৃতি দেই তাহলে আশা বাড়ায়, হতাশা থাকলে তা দূরীভুত করে।

“তাই ঈশ^র যেহেতু আশার উৎস তাই আমাদের ঈশ্বরের নিকট প্রার্থনা করার মাধ্যমে আশার শক্তি লাভ করতে হবে।” বলেন আর্চবিশপ