শিরোনাম :
ঢাকা ক্রেডিটের নবনির্বাচিত ব্যবস্থাপনা কমিটির আনুষ্ঠানিকভাবে দায়িত্বগ্রহণ।
ডিসিনিউজ।। ঢাকা
ঢাকা ক্রেডিট পরিচালনার দায়িত্বগ্রহণ করলেন নবনির্বাচিত ব্যবস্থাপনা কমিটি।
৮ নভেম্বর, সন্ধ্যা ৬টায় ঢাকা ক্রেডিটের বিকে গুড কনফারেন্স হলে ঢাকা ক্রেডিটের ব্যবস্থাপনা, ক্রেডিট ও সুপারভাইজরি কমিটির দায়িত্ব হস্তান্তর সভা অনুষ্ঠিত হয়। এ সময় বিদায়ী প্রেসিডেন্ট ইগ্নাসিওস হেমন্ত কোড়াইয়ার সভাপতিত্বে নবনির্বাচিত প্রেসিডেন্ট মাইকেল জন গমেজের ব্যবস্থাপনা কমিটি আনুষ্ঠানিকভাবে দায়িত্বভার গ্রহণ করেন।

দায়িত্ব হস্তান্তর অনুষ্ঠানে আরো উপস্থিত ছিলেন ঢাকা ক্রেডিটের প্রাক্তন প্রেসিডেন্ট ও বাংলাদেশ খ্রীষ্টান এসোসিয়েশনের প্রেসিডেন্ট নির্মল রোজারিও , ঢাকা ক্রেডিটের প্রাক্তন প্রেসিডেন্ট বাবু মার্কুজ গমেজ, প্রাক্তন ম্যানেজার ও উপদেষ্টা নিপুন সাংমা, ঢাকা ক্রেডিটের সদ্য বিদায়ী ভাইস প্রেসিডেন্ট পাপড়ি দেবী আরেং, ট্রেজারার সুকুমার লিনুস ক্রুশ, দি ন্যাশনাল কাউন্সিল অব ওয়াইএমসিএএস্ অব বাংলাদেশ’র প্রেসিডেন্ট মার্সিয়া মিলি গমেজ, দি মেট্রোপলিটান খ্রীষ্টান কো-অপারেটিভ হাউজিং সোসাইটি লি:’র চেয়ারম্যান আগস্টিন প্রতাপ গমেজ, সেক্রেটারি পেপিলন হেনরী পিউরীফিকেশন, উপদেষ্টা থিওফিল রোজারিও, রিপ্লী ডেনিস ক্রুশ, ভিক্টর রে, সুনিল জর্জ গমেজ, প্রধান নির্বাহী কর্মকর্তা জোনাস গমেজসহ বিদায়ী ও নবনির্বাচিত ব্যবস্থাপনা কমিটির সদস্যবৃন্দ।
এ সময় ঢাকা ক্রেডিটের সদ্য বিদায়ী প্রেসিডেন্ট ইগ্নাসিওস হেমন্ত কোড়াইয়া বলেন, ‘ বিগত বোর্ডের কার্যক্রমে যারা সহযোগিতা করেছেন, তাদের ধন্যবাদ জানাই। বর্তমান বোর্ডে অনেক নতুন মুখ এসেছে, নারী নেতৃত্ব এসেছে। আমি চেষ্টা করেছি বিগত ৩ বছরে সবাইকে নিয়ে একত্রে কাজ করার। আমি বিশ্বাস করি আগামীতে আপনারা একত্রে সিদ্ধান্ত নিবেন। ’

ঢাকা ক্রেডিটের নব নির্বাচিত প্রেসিডেন্ট মাইকেল জন গমেজ সকলকে ধন্যবাদ জানান বিপুল ভোটে তাদের নির্বাচিত করার জন্য। বিগত সময়ের ন্যায় আগামীতেও সকলের সহযোগিতা কামনা করেন এবং ঢাকা ক্রেডিটের এই ধারাবািহিক উন্নয়ন যেনো সচল থাকে সেই আশাবাদ ব্যক্ত করেন।
তিনি বলেন, ‘ ন্যায় সত্য সুন্দর দলকে বিজয়ী করার লক্ষ্যে যারা অক্লান্ত পরিশ্রম করেছেন তাদের কৃতজ্ঞতা জানাই। সামনে আমাদের অনেক চ্যালেঞ্জ রয়েছে। সদস্যদের সম্পদ রক্ষার যে দায়িত্ব আমাদের উপর অর্পিত হয়েছে, সেই দায়িত্ব পালনে আমরা কেনো ত্রুটি রাখবো না।’
ঢাকা ক্রেডিটের প্রাক্তন প্রেসিডেন্ট বাবু মার্কুজ গমেজ নব নির্বাচিত বোর্ডকে শুভেচ্ছা ও অভিনন্দন জানান। তিনি নব নির্বাচিত বোর্ডকে সকল ধরণের সহায়তা করার আশ্বাস প্রদান করেন।

ঢাকা ক্রেডিটের প্রাক্তন প্রেসিডেন্ট ও বাংলাদেশ খ্রীষ্টান এসোসিয়েশনের প্রেসিডেন্ট নির্মল রোজারিও নব নির্বাচিত বোর্ড তাদের উপর অর্পিত দায়িত্ব সঠিক নিয়মে পালনের অনুরোধ করেন। সেই সাথে আগামীতে তাদের সকল প্রয়োজনে পাশে থাকার ইচ্ছা পোষন করেন।
ঢাকা ক্রেডিটের নব নির্বাচিত সেক্রেটারি মঞ্জু মারীয়া পালমা তার স্বাগত বক্তব্যে বলেন, ‘ সেক্রেটারি পদটি অনেক গুরুত্বপূর্ণ। আপনারা এই পদের জন্য আমাতে নির্বাচিত করেছেন এর জন্য আমি গর্ব ীত এবং দায়বদ্ধ।’

এ দিন বিদায়ী প্রেসিডেন্ট নবনির্বাচিত প্রেসিডেন্ট-এর নিকট দায়িত্ব হস্তান্তর করেন। এভাবে ভাইস-প্রেসিডেন্ট শিপন রোজারিওকে বিদায়ী ভাইস-প্রেসিডেন্ট পাপড়ী দেবি আরেং, সেক্রেটারি মঞ্জু মারীয়া পালমাকে মাইকেল জন গমেজ, ট্রেজারার সুমন জেমস ডি. কস্তা কে সুকুমার লিনুস ক্রুশ সহ বোর্ড অব ডিরেক্টরগণ, ক্রেডিট কমিটির সদস্য এবং সুপারভাইজরি কমিটির সদস্যদের দায়িত্ব হস্তান্তর করা হয়।



































































