শিরোনাম :
দীর্ঘ পথে যুবাদের ক্রুশের পথের তীর্থযাত্রা
দীর্ঘ দুই কিলোমিটার পায়ে হেঁটে ক্রুশের পথে অংশ নিলো দিনাজপুরের যুবারা।
যুবাদের আধ্যাত্মিক প্রস্তুতি ও খ্রিষ্টিয় মূল্যবোধ গঠনের লক্ষে দিনাজপুর ধর্মপ্রদেশের কসবা কাথিড্রাল ও সুইহারী ধর্মপল্লীর আওতাধীন শহরকেন্দ্রীক কলেজ ও বিশ^বিদ্যালয় পড়–য়া খ্রিষ্টান ছাত্র-ছাত্রীদের নিয়ে গঠিত সংগঠন ‘একসঙ্গে আমরা’-এর উদ্যোগে প্রায়শ্চিত্তকালীন ক্রুশের পথের তীর্থযাত্রা ও পাপস্বীকার সংস্কারের আয়োজন করা হয়।
শুক্রবার (৮ মার্চ) ক্রুশের পথের তীর্থযাত্রা ও পাপস্বীকারের আয়োজনটি দুইটি পর্বে অনুষ্ঠিত হয়। প্রথম পর্বে সকাল ৯টায় ১৩০ জন যুবাদের অংশগ্রহণে ফাদার পিটারের পরিচালনায় ক্রুশের পথটি দিনাজপুরের মান্ডলিক পালকীয় গঠন কেন্দ্র, লালু পাড়া হতে দুই কিলোমিটার দূরে অবস্থিত রাজারামপুর মারীয়া তীর্থমন্দিরে এসে শেষ হয়। ২য় পর্বে দপুর ১২টা থেকে পাঁচ জন যাজকের উপস্থিতিতে যুবক-যুবতীদের পাপস্বীকার সংস্কার অনুষ্ঠিত হয়।
ফাদার পিটার যুবক-যুবতীদের উদ্দেশে বলেন, ‘ক্রুশের পথ হলো যুবক-যুবতীদের জীবনের জন্য একটি প্রেরণার পথ, জীবন চলার পথে যুবক-যুবতী হিসেবে তোমাদের বিভিন্ন দুঃখ-কষ্ট, প্রলোভন ও বাঁধা আসবে কিন্তু সেই প্রলোভনকে জয় করে সামনের দিকে এগিয়ে যেতে হবে।’
আরবি. আরপি. ১১ মার্চ, ২০১৮