ঢাকা ,
বার : সোমবার
তারিখ : ২৩ ডিসেম্বর ২০২৪
বাংলা : ৯ পৌষ ১৪৩১
Dcnewsbd Facebook
Dcnewsbd Twitter

শিরোনাম :

প্রথম পাতা দেশ মঠবাড়ী সমিতির জুবিলি ভবনে অডিটরিয়াম, লাইব্রেরি, সভাকক্ষের উদ্বোধন

মঠবাড়ী সমিতির জুবিলি ভবনে অডিটরিয়াম, লাইব্রেরি, সভাকক্ষের উদ্বোধন

0
632

১০ মার্চ শনিবার মঠবাড়ী খ্রীষ্টান কো-অপারেটিভ ক্রেডিট ইউনিয়ন লি:এর অডিটরিয়াম, লাইব্রেরি এবং সভাকক্ষের শুভ উদ্বোধন করা হয়।

বিকাল ৩টায় জুবিলি ভবনের নিচ তলায় সমিতির প্রতিষ্ঠাতা স্বর্গীয় আগষ্টিন ছেড়াওয়ের নামে অডিটরিয়াম, তৃতীয় তলায় সমিতির প্রাক্তন প্রেসিডেন্ট স্বর্গীয় বেঞ্জামিন ডি’ক্রুজের নামে সভাকক্ষ এবং বাংলাদেশে ক্রেডিট ইউনিয়ন আন্দোলনের পথপ্রদর্শক স্বর্গীয় ফাদার চালর্স জে. ইয়াং-এর নামে লাইব্রেরি উদ্বোধন করা হয়।

এ দিন অনুষ্ঠানের সভাপতিত্ব করেন মঠবাড়ী ক্রেডিটের চেয়ারম্যান শ্যামল জেমস্ রোজারিও। প্রধান অতিথি হিসেবে ছিলেন মঠবাড়ী মিশনের পাল-পুরোহিত উজ্জ্বল লিনুস রোজারিও সিএসসি। অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন কাককোর চেয়ারম্যান নির্মল রোজারিও, ঢাকা ক্রেডিটের ভাইস-প্রেসিডেন্ট শীরেন সিলভেষ্টার গমেজ, দি মেট্রোপলিটান খ্রীষ্টান কো-অপারেটিভ হাউজিং সোসাইটি লিঃ এর চেয়ারম্যান আগস্টিন পিউরীফিকেশন, ঢাকা ক্রেডিটের ডিরেক্টর আশিষ বিশ্বাস, ক্রেডিট কমিটির সদস্য প্রত্যেশ রাংসা, সুপারভাইজরি কমিটির সদস্য লরেন্স মানিক রোজারিওসহ আরো অনেকে।

এ সময় সভাপাতি শ্যামল রোজারিও বলেন, ‘১৯৬২ সালে যারা এই সমবায় সমিতি শুরু করেছেন, তাদের আন্তরিকভাবে ধন্যবাদ ও কৃতজ্ঞতা জানাই। ফাদার চালর্স জে. ইয়াং হলেন বাংলাদেশে সমবায় আন্দোলনের উজ্বল নক্ষত্র। তাঁকে নিয়ে আমাদের গবেষণা ও পড়াশোনা করা উচিত।’

সভাপতি আরও বলেন, ‘১৯৬৯-৭৫ সাল পর্যন্ত মঠবাড়ী খ্রীষ্টান কো-অপারেটিভ ক্রেডিট ইউনিয়ন লি: এর জন্য ছিল একটি কালো অধ্যায়। কিন্তু কয়েকজন সাহসী যুবকের কারণে এই কালো অধ্যায় থেকে উর্ত্তীণ হওয়া সম্ভব হয়েছে। ১৯৮৭ সালে বেঞ্জামিন ক্রুশ আমাদেরকে হাত ধরে নিয়ে এসেছেন, সমবায় কী তা বুঝিয়ে দিয়েছেন। তিনি ছিলেন একজন বীজবপক, একজন বিপ্লবী সমবায় নেতা।’

বিশেষ অতিথি ঢাকা ক্রেডিটের ভাইস-প্রেসিডেন্ট শীরেন সিলভেষ্টার গমেজ বলেন, ‘বিগত ছাপান্ন বছর আগে ছিল কুঁড়েঘর, আজ হয়েছে অট্টালিকা। আমরা যেন আমাদের মধ্যে কোনো ভেদাভেদ না রাখি। যাদের নামে আজকের এই নামকরণ ও উদ্বোধন করা হয়েছে, তাদের জীবন-যাত্রাকে অনুসরণ করবেন। আপনারা এই বোর্ডকে যেভাবে সাহায্যে করেছেন, পরবর্তী বোর্ডকেও একইভাবে সাহায্য করবেন বলে আশা করি।’

বিশেষ অতিথি কাককোর চেয়ারম্যান নির্মল রোজারিও বলেন, ‘মঠবাড়ী খ্রীষ্টান কো-অপারেটিভ ক্রেডিট ইউনিয়ন লি: এর জুবিলি ভবনটি বাংলাদেশের যেকোনো সমবায় সমিতির ভবন থেকে আধুনিক এবং মানসম্মত। তা ছাড়া আরো গর্বের বিষয় যে, এই ভবনটি আপনাদের নিজস্ব।’

এ সময় তিনি বর্তমান কার্যকরী পরিষদকে ধন্যবাদ জানান এবং বলেন, ‘যে দেশ কৃতী সন্তানদের সম্মান দিতে জানে না, তারা কখনো উন্নতি করতে পারে না। আপনারা আপনাদের কৃতী সন্তানদের সঠিক সম্মান দিয়েছেন।’

বিশেষ অতিথি হাউজিং সোসাইটির চেয়ারম্যান আগস্টিন পিউরীফিকেশন বলেন, ‘আমি মঠবাড়ী সমবায় সমিতির এই উন্নতির জন্য প্রত্যেক সদস্যকে সাধুবাদ জানাই। আমি আশা করি আপনারা ভবিষ্যতে আরো উন্নতি করবেন। বর্তমান বোর্ড বিগত তিন বছরে ৫৬ কোটি টাকা সম্পদ-পরিসম্পদ থেকে ৯০ কোটি টাকায় উন্নীত করেছে। এ জন্য এই বোর্ডকে ধন্যবাদ ও কৃতজ্ঞতা জানাই।’

এ দিন স্বর্গীয় ফাদার চালর্স জে. ইয়াং লাইব্রেরির উদ্বোধন করেন ঢাকা ক্রেডিটের ভাইস-প্রেসিডেন্ট শীরেন সিলভেষ্টার গমেজ, স্বর্গীয় আগষ্টিন ছেড়াও অডিটরিয়ামের উদ্বোধন করেন কাককোর চেয়ারম্যান নির্মল রোজারিও এবং স্বর্গীয় বেঞ্জাবিন ক্রুজ সভাকক্ষের উদ্বোধন করেন হাউজিং সোসাইটির চেয়ারম্যান আগষ্টিন পিউরীফিকেশন।

আরপি.এ্ইচআর. ১১ মার্চ, ২০১৮