ঢাকা ,
বার : সোমবার
তারিখ : ২৩ ডিসেম্বর ২০২৪
বাংলা : ৯ পৌষ ১৪৩১
Dcnewsbd Facebook
Dcnewsbd Twitter

শিরোনাম :

প্রথম পাতা নোটিশ বোর্ড বী সেভার্স এন্ড স্মার্ট সেভার্স ডে-২০১৮ পালন সংক্রান্ত বিজ্ঞপ্তি

বী সেভার্স এন্ড স্মার্ট সেভার্স ডে-২০১৮ পালন সংক্রান্ত বিজ্ঞপ্তি

0
439

দি খ্রীষ্টান কাে-অপারেটিভ ক্রেডিট ইউনয়িন লি:, ঢাকা-এর বী সেভার্স এবং স্মার্ট সেভার্স হিসাবধারী, তাদের অভিভাবক, সদস্য-সদস্যা, কর্মকর্তা, কর্মী ও সংশ্লিষ্ট সকলের অবগতির জন্য জানানো যাচ্ছে যে, আগামী ৭ এপ্রিল, ২০১৮ খ্রিষ্টাব্দ, রোজ-শনিবার বিকেল ৪:৩০ মিনিটে তেজগাঁও বটমলী হোম বালিকা উচ্চবিদ্যালয়-এর হলরুমে সমিতির পক্ষ থকেে ‘বী সেভার্স এবং স্মার্ট সেভার্স ডে-২০১৮’ পালন করার ব্যবস্থা করা হয়েছে। উক্ত অনুষ্ঠানে যে সকল বী সেভার্স এবং স্মার্ট সেভার্স হিসাবধারী ছাত্র-ছাত্রী নিম্নে উল্লিখিত পরীক্ষায় কৃতকার্য হয়েছেন, তাদেরকে সম্মাননা প্রদান করা হবে।

বাংলা মিডিয়াম

২০১৭ খ্রিষ্টাব্দের বার্ষিক পরীক্ষায়- নূন্যতম ১ম , ২য় এবং ৩য় স্থান
২০১৭ খ্রিষ্টাব্দের জেএসসি নূন্যতম জিপিএ-৫
২০১৭ খ্রিষ্টাব্দের পিএসসি নূন্যতম জিপিএ-৫

ইংরেজি মিডিয়াম

২০১৭- 2017 Annual exam:  A+ or  A Grade

এখানে উল্লেখ্য যে, আগামী ৩ এপ্রিল, ২০১৮ খ্রিষ্টাব্দ অফিস চলাকালীন সময়ের মধ্যে কৃতী বী সেভার্স এবং স্মার্ট সেভার্সদের সমিতির প্রধান কার্যালয়ের রিসিপিশন ডেক্স অথবা নিকটস্থ সেবাকেন্দ্রের ম্যানেজার বা ইনচার্জ-এর নিকট প্রগ্রেস রিপোর্ট (রিপোর্ট কার্ড), বী/স্মার্ট সেভার্স হিসাবের পাস বইয়ের কভার পৃষ্ঠার ফটোকপি, জন্ম নিবন্ধন সনদের ফটোকপিসহ নাম, ঠিকানা, মোবাইল নম্বর জমা দেওয়ার জন্য অনুরোধ জানাচ্ছি।

উক্ত অনুষ্ঠানে অংশগ্রহণ করার জন্য সকল বী-সেভার্স ও স্মার্ট সের্ভাসদের নিমন্ত্রণ জানাচ্ছি।

সমবায়ী শুভেচ্ছান্তে

বাবু মার্কুজ গমেজ                                                                                                পংকজ গিলবার্ট কস্তা
প্রেসিডেন্ট                                                                                                       সেক্রেটারি
দি সিসিসিইউ লিঃ, ঢাকা                                                                                           দি সিসিসিইউ লিঃ, ঢাকা