শিরোনাম :
জাতির জনকের জন্মদিনে তেজগাঁও চার্চে বিশেষ প্রার্থনা ও চিত্রাঙ্কন প্রতিযোগিতা
আজ ১৭ মার্চ (শনিবার) ঢাকার তেজগাঁও এর হলি রোজারি চার্চে বাংলাদেশ খ্রীষ্টান এসোসিয়েশন ও খ্রীষ্টান ধর্মীয় কল্যাণ ট্রাস্টের যৌথ উদ্যোগে সকালে জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ৯৯তম জন্মদিন উপলক্ষে বিশেষ প্রার্থনা এবং চিত্রাঙ্কন প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়।
অনুষ্ঠানে তেজাঁগাও চার্চের পাল-পুরোহিত কমল কোড়াইয়া বলেন, ‘বঙ্গবন্ধু ছিলেন ক্যারেশমেটি লিডার। আমাদের দেশকে বঙ্গবন্ধু মতো ভালবাসতে হবে।’
তিনি আরো বলেন, ‘বঙ্গবন্ধুর আদর্শকে ধারণ করে, আমাদের সমাজ ও দেশকে পরিচালনা করতে হবে। তিনি আমাদের যে স্বপ্ন দেখিয়েছেন, আমাদেরকে সে লক্ষে কাজ করতে হবে। আমাদেরই সোনার বাংলদেশ গড়তে হবে।’
প্রার্থনা অনুষ্ঠান শেষে শিশুদের নিয়ে বঙ্গবন্ধুর জন্মদিন উপলক্ষে কেক কাটা হয়।
এরপর তেজগাঁও কাথলিক প্রাথমিক বিদ্যালায় প্রাঙ্গণে শিশুদের নিয়ে ২টি বিভাগে চিত্রাংকন প্রতিযোগিতার আয়োজন করা হয়।
শিশু থেকে দ্বিতীয় শ্রেণি ‘ক’ বিভাগ এবং তৃতীয় থেকে পঞ্চম শ্রেণি ‘খ’ বিভাগে প্রতিযোগিতা হয়।
প্রতিযোগিতা শেষে বিজয়ীসহ প্রতিযোগিতায় অংশগ্রহণকারী সকলের মধ্যে পুরস্কার প্রদান করা হয়।
অনুষ্ঠানে উপস্থিত ছিলেন বাংলাদেশ খ্রীষ্টান এসোসিয়েশন সভাপতি নির্মল রোজারিও, বাংলাদেশ হিন্দু বৌদ্ধ খ্রিস্টান ঐক্য পরিষদের অন্যতম সভাপতি হিবার্ট গমেজ, বাংলাদেশ আওয়ামী লীগের কেন্দ্রীয় কমিটির নির্বাহী সদস্য উপাধ্যক্ষ রেমন্ড আরেং, এসোসিয়েশনের সিনিয়র ভাইস-প্রেসিডেন্ট জর্জ রোজারিও, মহাসচিব হেমন্ত আই, কোড়াইয়া, ভাইস-প্রেসিডেন্ট তপন মারাক, বীর মুক্তিযোদ্ধা যোনাস গমেজ, দি খ্রিস্টান কো-অপারেটিভ ক্রেডিট ইউনিয়ন লিঃ ঢাকা-এর সেক্রেটারি পংকজ গিলবার্ট কস্তা, এসোসিয়েশনের যুগ্ম-মহাসচিব জেমস সুব্রত হাজরা, যোফেস ডি. সরকার, শিক্ষা সম্পাদক ডানিয়েল শিকদার, প্রচার ও প্রকাশনা সম্পাদক জন অরুনেশ বাড়ৈ, ধর্ম বিষয়ক সম্পাদক পূর্ণিমা মারীয়া গমেজ, সহকারী প্রচার ও প্রকাশনা সম্পাদক নিখিল মানখিন, নির্বাহী সদস্য ভিক্টর রে, রতন পিটার কোড়াইয়া, এসোসিয়েশনের মিরপুর শাখার সভাপতি স্বপন চৌধুরী, সাধারণ সম্পাদক এন্ড্রু শিকদার, ব্রাক্ষণবাড়ীয়া জেলা শাখার সাধারণ সম্পাদক মলয় নাথ, মোহম্মদপুর থানা শাখার সভাপতি আন্তন হালদার, সাধারণ সম্পাদক পল্লব রোজারিও, বনানী শাখার সভাপতি সেবাস্টিয়ান বাড়ৈ, উত্তরা থানা শাখার সভাপতি অভিনাস রকরেকসহ বিপুল সংখ্যক খ্রিস্টভক্ত। অনুষ্ঠানসমূহ পরিচালনা করেন এসোসিয়েশনের মহাসচিব হেমান্ত আই কোড়াইয়া ও শিক্ষা সম্পাদক ডানিয়েল শিকদার।
এ সময় অন্যান্য বক্তারা বঙ্গবন্ধুর আর্দশে নিজেকে গড়ে তোলার আহ্বান জানান।
তারা বলেন, ‘বঙ্গবন্ধু ত্যাগের বিনিময়ে দেশের জন্য কাজ করে গেছেন। আজকের বাংলাদেশের প্রতিষ্ঠাতা তিনি। তার নেতৃত্বে দেশ স্বাধীন হয়েছে এবং আমরা আজ মাথা উঁচু করে পথ চলি। আজ আমরা অঙ্গীকার করি, বঙ্গবন্ধুর আদর্শে আমরা সোনার বাংলা গড়ে তুলবো।’
আরবি.আরপি. ১৭ মার্, ২০১৮