শিরোনাম :
রাবিতে বঙ্গবন্ধুর জন্মদিন ও জাতীয় শিশু দিবস পালন
উৎসব ও আয়োজনের মধ্য দিয়ে রাজশাহী বিশ্ববিদ্যালয়ে (রাবি) বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ৯৯তম জন্মদিন ও জাতীয় শিশু দিবস পালন করা হয়েছে। শনিবার দিনব্যাপী নানা কর্মসূচির মধ্য দিয়ে বাংলাদেশের স্বাধীনতা সংগ্রামের এই মহানায়ককে স্মরণ করা হয়।
দিবসটি উপলক্ষে শনিবার সকাল পৌনে ৭টায় বিশ্ববিদ্যালয়ের বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান হলে বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে পুষ্পার্ঘ্য অর্পণ ও মোনাজাত করা হয়। এসময় উপস্থিত ছিলেন রাবি উপাচার্য অধ্যাপক এম আব্দুস সোবহান, উপ-উপাচার্য অধ্যাপক আনন্দ কুমার সাহা, রেজিস্ট্রার অধ্যাপক এম এ বারীসহ প্রশাসনের ঊর্ধ্বতন কর্মকর্তা ও শিক্ষকরা। সেখানে উপাচার্য বঙ্গবন্ধুর জীবন ও কর্মের উপর আলোকপাত করে সংক্ষিপ্ত বক্তৃতাও করেন। পরে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান হল ও রাবি বঙ্গবন্ধু পরিষদসহ বিভিন্ন হল, বিভাগ, ইনস্টিটিউট এবং পেশাজীবী ও সামাজিক-সাংস্কৃতিক সংগঠন পুস্পস্তবক অর্পণ করে।
এরপর সকাল পৌনে ৯টায় বিশ্ববিদ্যালয়ের শেখ রাসেল মডেল স্কুলে অনুষ্ঠিত শিশু সমাবেশে বঙ্গবন্ধুর জন্মদিন উপলক্ষে কেক কাটা হয়। সকাল ৯টায় রাজশাহী বিশ্ববিদ্যালয় স্কুল প্রাঙ্গণে অনুষ্ঠিত হয় চিত্রাংকন প্রতিযোগিতা ও শেখ মুজিবুর রহমানের ‘অসমাপ্ত আত্মজীবনী’র নির্বাচিত অংশ থেকে কুইজ প্রতিযোগিতা। ছাত্রলীগের বিশ্ববিদ্যালয় ও হল ইউনিটের বিভিন্ন স্তরের নেতৃবৃন্দ ক্যাম্পাসে শোভা যাত্রা ও বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে পুস্পস্তবক অর্পণ করে। এছাড়াও দিবসের কর্মসূচিতে আর ছিল বাদ জোহর রাবি কেন্দ্রীয় জামে মসজিদে মিলাদ মাহফিল ও দোয়া এবং সন্ধ্যায় শহীদ সুখরঞ্জন সমাদ্দার ছাত্র-শিক্ষক সাংস্কৃতিক কেন্দ্রে (টিএসসিসি) সাংস্কৃতিক অনুষ্ঠান।
আরবি.আরপি. ১৮ মার্চ, ২০১৮