শিরোনাম :
পালিত হলো শোলপুর ধর্মপল্লীর প্রতিপালক সাধু যোসেফের পর্ব
১৬ মার্চ শুক্রবার যিশুর পালকপিতা সাধু যোসেফের প্রতি শ্রদ্ধা ও ভক্তি প্রদর্শনের মধ্য দিয়ে মহাসমারোহে পালিত হলো শোলপুর ধর্মল্লীর পতিপালক সাধু যোসেফর পর্ব।
পর্বীয় খ্রিষ্টযাগে পৌরহিত্য করেন কার্ডিনাল প্যাট্রিক ডি’রোজারিও, পাল-পুরোহিত লিন্টু এস কস্তা, ফাদার কল্লোল লরেন্স রোজারিও, ফাদার গাব্রিয়েল কোড়াইয়া এবং ফাদার কাকন লুক কোড়াইয়া।
খ্রিষ্টযাগের প্রথমেই কার্ডিনালসহ অন্যান্য পুরোহিতগণ প্রতিপালক সাধু যোসেফের মূর্তি নিয়ে শোভাযাত্রা করে গির্জাঘরে প্রবেশ করেন। একই সাথে ছোট ছোট মেয়েদের আরতি অনুষ্ঠানের মাধ্যমে কার্ডিনাল ও ফাদারগণ বেদিতে খ্রিষ্টযাগ শুরু করেন।
কার্ডিনাল রোজারিও তাঁর বাণী সহভাগিতায় বলেন, ‘সাধু যোসেফ সারা বিশ্বের প্রতিপালক। প্রতিটি পরিবারের প্রতিপালক তিনি। তিনি শোলপুর ধর্মপল্লীরও প্রতিপালক। সাধু যোসেফ এসেছেন ঈশ্বরের মনোনীত জাতি থেকে। তিনি ঈশ্বরের দায়িত্ব পালন করতে গিয়ে অনেক সমস্যার সম্মুখীন হয়েছেন। কিন্তু ঈশ্বরের উপর বিশ্বাস রেখেছেন সর্বদা।’
কার্ডিনাল আরো বলেন, ‘সাধু যোসেফ আমাদের প্রতিটি পরিবারের পিতা। পিতা ছাড়া পরিবার কখনো পরিপূর্ণ হয় না।’
খ্রিষ্টভক্তদের উদ্দেশ্য করে কার্ডিনাল বলেন, ‘আপনারা সবাই সাধু যোসেফের ন্যায় পবিত্র পরিবার গড়ে তুলতে আহুত হয়েছেন। সেই বিষয়টি বিবেচনা করেই পরিবারের পরিচর্যা করুন ও পবিত্র পরিবার গড়ে তুলুন।’
পর্বীয় অনুভূতি প্রকাশ করে দশম শ্রেণির ছাত্রী অঙ্কিতা রোজারিও বলেন, ‘এই পর্বে আমরা অনেক আনন্দ করে থাকি, কীর্তন করি, নাচ-গান করি।’
দি খ্রীষ্টান কো-অপারেটিভ ক্রেডিট ইউনিয়ন কর্তৃক পরিচালিত ইন্টারনেটভিত্তিক ডিসিটিভিতে এক সাক্ষাৎকারে পাল-পুরোহিত লিন্টু পর্ব পালন কমিটির সকল সদস্যকে ধন্যবাদ জানান। একই সাথে ডিসিটিভি পর্বীয় খ্রিষ্টযাগ শুরু থেকে শেষ পর্যন্ত লাইভ সম্প্রচার করার জন্য এর কতৃপক্ষকে ধন্যবাদ জানান। এতে শোলপুরবাসীসহ বিভিন্ন ধর্মপল্লীর খ্রিষ্টভক্ত যারা বিদেশে অবস্থানরত, তারাও অনুষ্ঠানটি উপভোগ করতে এবং পরোক্ষ অংশগ্রহণ করতে পেরেছেন।
শোলপুর ধর্মপল্লীসহ আঠারোগ্রাম অঞ্চলের অন্যান্য ধর্মপল্লী থেকে প্রায় ২ হাজারেরও বেশি খ্রিষ্টভক্ত এই আনন্দঘন অনুষ্ঠানে অংশ নেয়।
দি খ্রীষ্টান কো-অপারেটিভ ক্রেডিট ইউনিয়নের (ঢাকা ক্রেডিট) ব্যবস্থাপনা কমিটির পরিচালক পিটার রতন কোড়াইয়ার তত্ত্বাবধানে ডিসিটিভির মাধ্যমে সকাল থেকে দুপুর পর্যন্ত সম্পূর্ণ অনুষ্ঠান সম্প্রচার করা হয়।
এইচআর/আরপি/১৮ মার্চ ২০১৮