ঢাকা ,
বার : শুক্রবার
তারিখ : ২৭ ডিসেম্বর ২০২৪
বাংলা : ১৩ পৌষ ১৪৩১
Dcnewsbd Facebook
Dcnewsbd Twitter

শিরোনাম :

প্রথম পাতা দেশ শ্রীমঙ্গলে উচ্ছেদ আতংকে রয়েছে প্রায় চার হাজার মানুষ

শ্রীমঙ্গলে উচ্ছেদ আতংকে রয়েছে প্রায় চার হাজার মানুষ

0
711

মৌলভীবাজার শ্রীমঙ্গলের রাধানগর এলাকার খাস জমিতে প্রায় ৪০০০ লোক উচ্ছেদ আতংকে বসবাস করছে বলে এমন অভিযোগ পাওয়া গেছে।

স্হানীয়দের মন্তব্য, তারা ১৯৬৫ সাল থেকেই বসবাস করছে এলাকাই। দীর্ঘ ৫০ বছরে কেউ বাধা দেয়নি তাই বসবাস করে আসছে। নাম প্রকাশে‌ অনিচ্ছুক কয়েকজন বলেন, ১৯৭১ সালে বাংলাদেশে স্বাধীনতা যুদ্ধের পর কোথাও আশ্রয় না পেয়ে এখানেই বসবাস করে আসছি। এলাকাবাসীর অভিযোগ, গত কয়েকদিনে শ্রীমঙ্গল উপজেলার‌ নির্বাহী কর্মকর্তার নির্দেশে এলাকার খাস জমিতে বসবাসরত লোকজনকে জায়গা ছাড়ার আদেশ দিচ্ছে।

রাধানগর এলাকার কয়েকজন মহিলা (নাম প্রকাশে অনিচ্ছুক) বলেন, ‘আমরা‌ খুবই গরিব এবং দরিদ্র পরিবার। ছেলে‌-মেয়ে‌দের নিয়ে কোথায় যাবো। ছেলেমেয়েরা লেখাপড়া করছে। এখন আমাদের যাওয়ার জায়গা কোথায়।’

এ সময় অনেক মহিলার চোখে জল দেখা যায় এবং কান্নায় ভেঙ্গে পড়েন তারা। রাধানগর‌ এলাকার লোকজন জীবিকার তাগিদে‌ কেউ কেউ ব্যবসা-বানিজ্য, চা বাগানে চা শ্রমিক, লেবু-আনারস চাষ করে জীবিকা নির্বাহ করচ্ছে।

এদিকে রাধানগর এলাকাটি পর্যটন শিল্পের সমৃদ্ধি যা অনেক রির্সোট সেন্টারে ভরে‌ গেছে।‌ প্রতিদিনই বিভিন্ন জায়গা থেকে পর্যটক আসা-যাওয়া চলছেই। এলাকাবাসী সরকারের উচ্চ পদস্থদের নিকট দাবী করেন যেন এর একটা ভালো ব্যবস্হা প্রদান করা হয়।

এ ব্যাপারে শ্রীমঙ্গল উপজেলা নির্বাহী অফিসার মোহাম্মদ মোবাশশেরুল ইসলাম ঘটনার সত্যতা অস্বীকার করে বলেন, ‘সরকারী খাস জমি চিহ্নিত করা এটি আমাদের‌ দায়িত্ব। এটি সবসময় করা হচ্ছে। এখানে কাউকে উচ্ছেদ করার জন্য কোনো কাজ করা হচ্ছে না।

আরবি.আরপি.২৩ মার্চ, ২০১৮