ঢাকা ,
বার : শুক্রবার
তারিখ : ২৭ ডিসেম্বর ২০২৪
বাংলা : ১৩ পৌষ ১৪৩১
Dcnewsbd Facebook
Dcnewsbd Twitter

শিরোনাম :

প্রথম পাতা দেশ এক্স-সেমিনারিয়ান ও সহধর্মিনীদের উপবাসকালীন প্রার্থনা অনুষ্ঠান

এক্স-সেমিনারিয়ান ও সহধর্মিনীদের উপবাসকালীন প্রার্থনা অনুষ্ঠান

0
1188

ঢাকার মোহাম্মদপুরে উপবাসকালীন প্রার্থনায় যোগ দিলেন এক্স-সেমিনারীয়ান এবং তাদের সহধর্মীরা।

২৩ মার্চ, বিকেল ৪টায় সেন্ট খ্রীষ্টিনা গির্জায় বাংলাদেশ এক্স-সেমিনারিয়ানস্ ফোরামের পক্ষ থেকে এক্স-সেমিনারিয়ান ভাই ও তাদের সহধর্মিনীদের নিয়ে উপবাস কালীন বিশেষ প্রার্থনা সভা অনুষ্ঠিত হয়।

“আমরা যাজক হওয়ার পথ থেকে সরে এসেছি কিন্তু পরমপিতার সেবা করার অঙ্গীকার থেকে সরে আসিনি”

প্রার্থনা অনুষ্ঠান পরিচালনা করেন বাংলাদেশ এক্স-সেমিনারিয়ানস্ ফোরামের চ্যাপলিন ফাদার প্রশান্ত টি. রিবেরু। প্রার্থনা সভার পর ফোরামের সদস্যরা ক্রুশের পথ ও পবিত্র খ্রিষ্টযাগে অংশহগ্রহণ ও গান পরিচালনা করেন।

সন্ধ্যা ৬টায় বাংলাদেশ এক্স-সেমিনারিয়ানস্ ফোরাম এর সভা অনুষ্ঠিত হয়। সভার শুরুতে ফোরামের চেয়ারম্যান রঞ্জন ফ্রান্সিস রোজারিও উপস্থিত সকলকে অভিনন্দন জানান।

এ সময় ফাদার প্রশান্ত টি. রিবেরু বাংলাদেশ এক্স-সেমিনারিয়ান ফোরামের আয়োজিত প্রায়শ্চিত্তকালীন প্রার্থনা সভার প্রশংসা করেন এবং পরবর্তিতেও বাংলাদেশ এক্স-সেমিনারিয়ান ফোরামের কার্যক্রমে সহায়তা করার আশ্বাস দেন। ফোরামের সিনিয়র সদস্যরা নবীন এক্স-সেমিনারীয়ানদের আরো বেশি সক্রিয় হতে আহ্বান জানান।

এ সময় বাংলাদেশ এক্স-সেমিনারীয়ানস্ ফোরামের সদস্য সংখ্যা বৃদ্ধির লক্ষ্যে সকল এক্স-সেমিনারীয়ানদের নিকট ফোরামের লক্ষ্য, উদ্দেশ্য ও কার্যক্রমের তথ্য পৌঁছে দেয়ার কথা বলেন ফোরামের সিনিয়র সদস্যরা। সভায় নবীন এক্স-সেমিনারীয়ানগণ সিনিয়র ভাইদের সাথে সকল প্রকার সহায়তা প্রদানের প্রতিশ্রুতি দেন।

একজন নবীন এক্স-সেমিনারীয়ান তার অনুভূতি ব্যক্ত করতে গিয়ে বলেন, ‘আজকের দিনটি এতই চমৎকার ছিল যা ভাষায় প্রকাশ করার মত নয় এটা শুধু মাত্র আমি অন্তর দিয়ে উপলব্দি করছি। আমি আজ গর্বিত যে, আজ আমি এমন এক সংগঠনে যোগ দিয়েছি যেখানে বিভিন্ন বয়সের, বিভিন্ন পেশার অনেক প্রজ্ঞাবান ব্যক্তিরা আছেন। আমি বিশ্বাস করি এই ফোরামের মাধ্যমে আমি মণ্ডলীর বিভিন্ন কাজে সহায়তা করতে পারবো।’

আরবি.আরপি. ২৭ মার্চ, ২০১৮