ঢাকা ,
বার : বৃহস্পতিবার
তারিখ : ২৬ ডিসেম্বর ২০২৪
বাংলা : ১২ পৌষ ১৪৩১
Dcnewsbd Facebook
Dcnewsbd Twitter

শিরোনাম :

প্রথম পাতা দেশ ইস্টার সানডে সরকারি ছুটির দাবিতে খ্রীষ্টান এসোসিয়েশনের মানববন্ধন

ইস্টার সানডে সরকারি ছুটির দাবিতে খ্রীষ্টান এসোসিয়েশনের মানববন্ধন

0
1653

আজ শনিবার সকাল ১০:৩০ মিনিটে জাতীয় প্রেস ক্লাবের সামনে বাংলাদেশ খ্রীষ্টান এসোসিয়েশন ইস্টার সানডে সরকারি ছুটির দাবিতে মানববন্ধন করে। এতে সংহতি প্রকাশ করে দি খ্রীষ্টান কো-অপারেটিভ ক্রেডিট ইউনিয়ন লি:, ঢাকা, বাংলাদেশ হিন্দু বৌদ্ধ খ্রিষ্টান ঐক্য পরিষদসহ বিভিন্ন সংগঠন এবং সাধারণ খ্রিষ্টভক্তগণ।

বাংলাদেশ খ্রীষ্টান এসোসিয়েশনের প্রেসিডেন্ট নির্মল রোজারিও এতে সভাপতিত্ব করেন। তিনি বলেন, ‘আজ আমাদের প্রাণের দাবি নিয়ে এখানে আমরা উপস্থিত হয়েছি। খ্রিষ্টধর্মের প্রধান উৎসব ইস্টার সানডে। প্রধানমন্ত্রী নিজে বলেছেন, ‘ধর্ম যার যার উৎসব সবার। কিন্তু আমরা আমাদের এই ইস্টার সানডে ধর্মীয় মর্যাদায় পালন করার জন্য ছুটি পাচ্ছি না।’ রোজারিও আরও বলেন, ‘বাগেরহাটে খ্রিষ্টানদের জমি দখল নিয়ে পায়তারা চলছে। সেই সাথে সংখ্যালঘুদের উপর অত্যাচারের মাত্রা দিন দিন বেড়ে চলেছে, আমরা এ সব অন্যায়ের প্রতিকার চাই।’

বাংলাদেশ হিন্দু বৌদ্ধ খ্রিষ্টান ঐক্য পরিষদের অন্যতম সভাপতি হিউবার্ট গমেজ ‘প্রধানমন্ত্রীর নিকট ইস্টার সানডে সরকারি ছুটির দিন হিসেবে ঘোষণা করার দাবি জানান এবং সকলের সাথে একাত্মতা প্রকাশ করেন।


বাংলাদেশ হিন্দু বৌদ্ধ খ্রিষ্টান ঐক্য পরিষদের সাধারণ সম্পাদক রানা দাশ গুপ্ত বলেন, ‘অত্যন্ত দুঃখের বিষয় আগামীকাল ইস্টার সানডে; খ্রিষ্টানদের অন্যতম ধর্মীয় উৎসব। কিন্তু খ্রিষ্টান ভাই-বোনেরা যথাযোগ্যভাবে এই অনুষ্ঠান পালন করতে পারছে না। তাই সরকারের কাছে আমাদের জোর দাবি আগামী দিন থেকে ইস্টার সানডেকে সরকারি ছুটির দিন হিসেবে দাবি করছি।’ তিনি তাঁর বক্তব্যে এসোসিয়েশনের এই দাবির সাথে সংহতি প্রকাশ করেন।

বাংলাদেশ হিন্দু বৌদ্ধ খ্রিষ্টান ঐক্য পরিষদের যুগ্ম-সাধারণ সম্পাদক অ্যাডভোকেট শ্যামল কুমার রায় বলেন, ‘আমরা স্বাধীন দেশে বাস করি। আমাদের প্রধানমস্ত্রী অসম্প্রদায়িক দেশ গড়ার লক্ষ্যে কাজ করছেন, কিন্তু ইস্টার সানডেতে কোন সরকারি ছুটি নেই। বিষয়টি খ্রিষ্টান সম্প্রদায়ের জন্য অত্যন্ত পরিতাপের।’

এসোসিয়শনের আইন বিষয়ক সম্পাদক ও ঢাকা ক্রেডিটের সেক্রেটারি পংকজ গিলবার্ট কস্তা বলেন, ‘বাংলাদেশ স্বাধীন দেশ। হিন্দু, মুসলিম, বৌদ্ধ, খ্রিষ্টান সকলে একসাথে যুদ্ধ করে এই দেশ স্বাধীন করেছি। একটি স্বাধীন দেশে সকলের ধর্ম পালনের অধিকার এবং ধর্মীয় উৎসবে ছুটি পাবার অধিকার আছে।’

এ ছাডা সংহতি প্রকাশ করে আরও বক্তব্য প্রদান করেন বাংলাদেশ পূজা উদ্যাপন পরিষদের সভাপতি জয়ন্ত সেন দীপু, খ্রীষ্টান এসোসিয়েশনে মহাসচিব হেমন্ত আই কোড়াইয়া, ভাইস-প্রেসিডেন্ট তপন মারাক, বীর মুক্তিযোদ্ধা জোনাস গমেজ, বাংলাদেশ হিন্দু বৌদ্ধ খ্রিষ্টান ঐক্য পরিষদের যুগ্ম সাধারণ সম্পাদক নির্মল কুমার চ্যাটার্জী, এসোসিয়েশনে যুগ্ম-মহাসচিব জেমস সুব্রত হাজরা, এসোসিয়েশনের সাংগঠনিক সম্পাদক নিপুন সাংমা, সহ-প্রাচার ও প্রকাশনা সম্পাদক নিখিল মানখিন, ধরেন্ডা খ্রীষ্টান কো-অপারেটিভ ক্রেডিট ইউনিয়ন লিঃ-এর সভাপতি মাইকেল গমেজ, রেভাঃ রোনাল্ড দিলীপ সরকার, রেভাঃ জেমস জিপু রায়, মহিলা ঐক্য পরিষদের অন্যতম সভানেত্রী শিশিলিয়া রোজারিও, ঐক্য পরিষদের শিক্ষা ও গবেষণা সম্পাদক প্রাণতোষ আচ্যার্য শিবু, এসোসিয়েশনের মোহাম্মদপুর থানা শাখার সভাপতি আন্তন হালদার, উত্তরা শাখার সভাপতি পাষ্টর অবিনাশ নকরেক, বনানী থানা শাখার সভাপতি সেবাষ্টিয়ান বাড়ৈ, ভাটারা থানা শাখার সভাপতি সুবীর বার্নাবাস কোড়াইয়া, ভাসানিয়া-কালীগঞ্জ শাখার সভাপতি বিনয় রোজারিও, মিরপুর থানা শাখার সাধারণ সম্পাদক এন্ড্রু শিকদার, ব্রাক্ষণবাড়িয়া জেলা শাখার সাধারণ সম্পাদক মলয় নাথ, লক্ষীবাজার সুত্রাপুর থানা শাখার সাধারণ সম্পাদক ভিক্টর রে, সাভার ইউনিয়ন শাখার যুগ্ম-সাধারণ সম্পাদক শিপু পরিমল কস্তা, প্রদ্রীশিবপুর যুব সমিতির সভাপতি শশী গমেজ, ধরেন্ডা মিশন তরুণ সংঘের সভাপতি ক্লিন্টন কস্তা প্রমুখ।

বক্তব্যের পরে এসোসিয়েশনের মহাসচিব কোড়াইয়ার নেতৃত্বে স্লোগানসহ র‌্যালি করার মধ্য দিয়ে শেষ হয় মানববন্ধন।

উল্লেখ্য যে, বাংলাদেশ খ্রীষ্টান এসোসিয়েশন ২০০৩ সাল থেকে প্রতি বছর ইস্টার সানডে সরকারি ছুটির দাবিটি উত্থাপন করে আসছে।

এইচআর/এসআর/আরপি/মার্চ ৩১,২০১৮