ঢাকা ,
বার : সোমবার
তারিখ : ২৩ ডিসেম্বর ২০২৪
বাংলা : ৯ পৌষ ১৪৩১
Dcnewsbd Facebook
Dcnewsbd Twitter

শিরোনাম :

প্রথম পাতা ঢাকা ক্রেডিট মানব সেবায় ব্রতী নার্স সুষমা ডি’রোজারিও আর নেই!

মানব সেবায় ব্রতী নার্স সুষমা ডি’রোজারিও আর নেই!

0
432

বাংলাদেশ নার্সেস গিল্ডের প্রাক্তন প্রেসিডেন্ট সুষমা ডি’রোজারিও (৮০) আর নেই। তিনি ২১ এপ্রিল, রাত সোয়া ১টায় ঢাকার পূর্ব নয়াটোলার নিজ বাসভবনে মারা যান।

ষ্ট্রোক করার পর গত কয়েক মাস যাবত তিনি শয্যাশায়ী ছিলেন। ওইদিনই রমনা ক্যাথিড্রালে তার অন্ত্যেষ্টিক্রিয়া সম্পন্ন হয়। এ উপলক্ষে তার আত্মার চিরশান্তি কামনায় খ্রিষ্টযাগ উৎসর্গ করা হয় ও পরে তার মরদেহ ঢাকার ওয়ারী কবরস্থানে সমাধিস্থ করা হয়।
সুষমা ডি’রোজারিও ১৯৩৮ সালের ১০ নভেম্বর বরিশালের আলেকান্দা নতুন খ্রিষ্টানপাড়ায় জন্ম গ্রহণ করেন। তিনি বিবাহ বন্ধনে আবদ্ধ হন ঢাকার ক্লেমেন্ট ডি’রোজারিওর সাথে।

কর্মজীবনে সুষমা ডি’রোজারিও ঢাকা ক্রেডিটের একজন স্বাস্থ্যসেবা প্রকল্পের একনিষ্ঠ নার্স ছিলেন, হলি ফ্যামিলি হাসপাতালে নার্স, তৎকালীন হোটেল ইন্টারকন্টিনেন্টাল, হোটেল শেরাটন, ম্যারেজ এনকাউন্টারে কাজ করেন এবং বাংলাদেশ নার্সেস গিল্ডের প্রেসিডেন্ট ছিলেন।

তিনি ছিলেন সৎ, একনিষ্ঠ সেবিকা, ধার্মিক এবং মমতাময়ী মা। মৃতকালে তিনি দুই ছেলে এবং তিন মেয়েসহ নাতি-নাতনী এবং অসংখ্য গুনগ্রাহী রেখে যান। তার এই অন্ত্যেষ্টিক্রিয়া অনুষ্ঠানে প্রায় দুইশতাধিক মানুষ অংশ গ্রহণ করেন।

ঢাকা ক্রেডিটে তার অবদান অনেক। ঢাকা ক্রেডিট পরিবারের পক্ষ থেকে মার্কেটিং ইনচার্জ স্ট্যানিসলাউস সোহেল রোজারিওসহ অন্যান্য কর্মী শেষ শ্রদ্ধা জানাতে তাকে রমনা ক্যাথিড্রালে পুষ্পার্ঘ অর্পন করেন।

আরপি/আরবি/২২এপ্রিল২০১৮