শিরোনাম :
ঢাকা শহরে প্রাইভেট পরিবহন রাইডাসের শুভ উদ্ধোধন
আমেরিকার একটি প্রাইভেট পরিবহন রাইডাসের শাখা বাংলাদেশে রাজধানী ঢাকায় প্রথম উদ্বোধন করা হয় ঢাকা ক্রেডিটের বিকে গুড কনফারেন্স হলে আজ সন্ধ্যা ৭টায়।
এ অনুষ্ঠানে ডানিয়েল শিকদারে সভাপতিত্বে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ঢাকা ক্রেডিটের প্রেসিডেন্ট বাবু মাকুর্জ গমেজ, খ্রীষ্টান এসোসিয়েশনের প্রেসিডেন্ট নির্মল রোজারিও, মহাসচিব হেমন্ত আই কোড়াইয়া, বাংলাদেশ হিন্দু বৌদ্ধ খ্রিস্টার ঐক্য পরিষদের অন্যতম সভাপতি হিউবার্ট গমেজ, প্রেসিডিয়াম সদস্য জে. এস. ভৌমিক, বাংলাদেশ আওয়ামী লীগের ঢাকা মহানগর উত্তর সাংগঠনিক সম্পাদক জহিরুল হক জিল্লু, সেড এর পরিচালক ফিলিপ গাইন, ড. ফাদার মিন্টু পালমা, রাইডাসের অংশীদারগণ ছাড়াও আরও অনেকে।
অনুষ্ঠানের সভাপতি রাইডাসের পরিচালক ডানিয়েল শিকদার বলেন, ‘রাইডাস একটি আমেরিকান ব্যবসা প্রতিষ্ঠান এবং এটি আমাদের পারিবারিক ব্যবসা। এর মালিক হচ্ছেন পিটার ডি’কস্তা বাংলাদেশী। আমাদের রাইডাসের স্লোগান হচ্ছে- ‘সময় বাঁচান, পয়সা বাঁচান, দেশের টাকা দেশে রাখুন।’ আপনারা অন্যান্য পরিবহনের চেয়ে স্বল্প মূল্যে ভ্রমন করতে পারবেন। অন্যান্য পরিবহনে ট্রাফিক জ্যামের কারণে ২৫% টাকা দিতে হয় কিন্তু আমাদের পরিবহনে ভ্রমন করতে প্রদান করতে হবে ১৫ %।’
বিশেষ অতিথি বাংলাদেশ খ্রিস্টান এসোসিয়েশনের সভাপতি নির্মল রোজারিও বলেন,‘আপনাদের সেবার মান আশা করি মান সম্মত হবে। আপনাদের সমৃদ্ধি কামনা করি।’
বিশেষ অতিথি ঢাকা ক্রেডিটের প্রেসিডেন্ট বাবু মাকুর্জ গমেজ বলেন, ‘বাংলাদেশে গণপরিবহণে যোগাযোগ অনেক চ্যালেঞ্জিং। যারা এর উদ্যোগ নিয়েছে তাদের প্রতি আমার আহ্বার আপনার যদি এই ব্যবসাটি দীর্ঘ মেয়াদি করতে চান তাহলে গাড়ির চালকদের দক্ষতার প্রতি নজর দিবেন, তাদেরকে সঠিক ট্রেনিং এর ব্যবস্থ্যা করা, পর্যাপ্ত বিশ্রাম দেওয়া উপর খেয়াল রাখতে হবে, মাঝে মধ্যে ভাল প্যাকেজ দিয়ে উৎসাহিত করা, কারণ চালকরা হচ্ছে এই ব্যবসায়ের মূল শক্তি।’ তিনি রাইডাসের সকল অংশীদারে শুভ কামনা ও উন্নতি কামনা করেন।
বাংলাদেশ খ্রিস্টান এসোসিয়েশনের হেমন্ত আই কোড়াইয়া বলেন, ‘যাত্রীরা হয়রানি থেকে মুক্তি পাবে বিশেষ করে নারীরা।’
সেড এর পরিচালক ফিলিপ গাইন বলেন, ‘অন্যান্য প্রাইভেট পরিবহনের চেয়ে খরচ কম হবে এবং সততার সাথে এগিয়ে যেতে হবে।’
বাংলাদেশ হিন্দু বৌদ্ধ খ্রিস্টান ঐক্য পরিষদের অন্যতম সভাপতি হিউবার্ট গমেজ বলেন,‘সততাই ব্যসার মূলধন।’
বাংলাদেশ আওয়ামি লীগের ঢাকা মহানগর উত্তর সাংগঠনিক সম্পাদক জহিরুল হক জিল্লু বলেন, ‘দেশকে উন্নতি করতে হলে শিক্ষা, যোগাযোগ এবং দক্ষ জনশক্তির প্রয়োজন। বাংলাদেশকে যোগাযোগ ক্ষেত্রে উন্নতির জন্য রাইডাস সহায়তা করবে বলে আশা করি।’
শেষে ডানিয়েল শিকদার সকলকে ধন্যবাদ প্রদান করেন এবং ঘোষণা করেন যে রাইডাস বাংলাদেশের ঢাকায় আগামী শনিবার ২৮.৪.২০১৮ থেকে শুরু হতে যাচ্ছে এবং প্রথম দিন ফ্রি সেবা দেওয়া হবে।
আরবি.আরপি.২৬ এপ্রিল, ২০১৮