ঢাকা ,
বার : শনিবার
তারিখ : ০১ নভেম্বর ২০২৫
বাংলা : ১৭ কার্তিক ১৪৩২
Dcnewsbd Facebook
Dcnewsbd Twitter

শিরোনাম :

প্রথম পাতা দেশ ময়মনসিংহে বাংলাদেশ হিন্দু বৌদ্ধ খ্রীস্টান ঐক্য পরিষদের ত্রি-বার্ষিক

ময়মনসিংহে বাংলাদেশ হিন্দু বৌদ্ধ খ্রীস্টান ঐক্য পরিষদের ত্রি-বার্ষিক

0
445

‌‘ধর্ম যার যার রাষ্ট্র সবার’ শ্লোগান নিয়ে ২৭ এ‌প্রিল ময়মনসিংহের স‌া‌র্কিট হাউজ মাঠ সংলগ্ন জিম‌নে‌সিয়ামে বাংলা‌দেশ হিন্দু বৌদ্ধ খ্রিস্টান ঐক্য প‌রিষ‌দের ত্রি বা‌র্ষিক স‌ন্মেলন অনু‌ষ্ঠিত হয় ।

অনুষ্ঠান‌টি সকাল ১১ টায় জাতীয় সংগীত ও জাতীয় পতাকা উ‌ত্তোল‌নের মধ্য দি‌য়ে শুরু হয় । উ‌দ্বোদক ছি‌লেন ডা: নিম চন্দ্র ভৌ‌মিক।

প্রধান অ‌তি‌থি মাননীয় মন্ত্রী, ধর্ম বিষয়ক মন্ত্রণালয়, গনপ্রজাতন্ত্রী বাংলা‌দেশ সরকার, বীর মু‌ক্তি‌যোদ্ধা আলহাজ্ব অধ্যক্ষ ম‌তিউর রহমান ব‌লেন “হিন্দু বৌদ্ব খ্রিস্টান ঐক্য প‌রিষদের এই ত্রি বা‌র্ষিক সম্নেলনে আমরা সবাই এক । আমা‌দের মা‌ঝে কোন প্র‌ভেদ নেই। আমরা একে অপ‌রের সা‌থে যুক্ত। রা‌ষ্ট্রে সকল নাগ‌রি‌কের সমান অ‌ধিকার আ‌ছে । বাংলা‌দেশ সরকার সেই সব ক্ষে‌ত্রে গুরুত্বপূর্ণ ভূ‌মিকা রা‌খেন । তাই আ‌মি বক্তব্য শে‌ষে বল‌তে চাই ধর্ম যার যার রাষ্ট্র সবার।”

সাধারন সম্পাদক, বাংলা‌দেশ পূজা উদযাপন প‌রিষদ, ময়মন‌সিংহ মহানগর শাখার শ্রী উত্তম চক্রবতী র‌কেট ব‌লেন ” সারা দে‌শে কেন্দ্র থে‌কে তৃণমূল পর্যন্ত সভা, সমা‌বেশ, মানববন্ধন, লং মার্চ ইত্যা‌দির মাধ্য‌মে মানবা‌ধিকারের আ‌ন্দোলন‌কে তীব্র থে‌কে তীব্রতর কর‌তে হ‌বে । নির্বাচ‌নের পূ‌র্বেই সরকারকে সংখ্যালঘু মন্ত্রণালয় ও জাতীয় সংখ্যালঘু ক‌মিশন গঠন কর‌তে হ‌বে । তি‌নি আ‌রো ব‌লেন নির্বাচ‌নের পূর্বাপর ধর্মীয় জা‌তিগত সংখ্যালঘু‌দের নিরাপত্তা নি‌শ্চিত কর‌তে হ‌ব।”

এছাড়াও এই ত্রি বা‌ষির্ক স‌ম্নেল‌নের প্র‌তিপাদ্য বিষয়গু‌লো ছিল অ‌স্তি‌ত্বের সংকট থে‌কে উত্তরন, সাং‌বিধা‌নিক বৈষম্য বি‌লোপকরন, নাগ‌রি‌কের প‌রিচয়ে জীবন জী‌বিকার সর্ব‌ক্ষে‌ত্রে ন্যায্য হিস্যা আদায়।

আরবি.আরপি. ৩০ এপ্রিল, ২০১৮