ঢাকা ,
বার : বুধবার
তারিখ : ২৫ ডিসেম্বর ২০২৪
বাংলা : ১১ পৌষ ১৪৩১
Dcnewsbd Facebook
Dcnewsbd Twitter

শিরোনাম :

প্রথম পাতা দেশ মাউছাইদ খ্রীষ্টান কো-অপারেটিভ ক্রেডিট ইউনিয়ন লিঃ এর ৪০তম বার্ষিক সাধারণ সভা অনুষ্ঠিত

মাউছাইদ খ্রীষ্টান কো-অপারেটিভ ক্রেডিট ইউনিয়ন লিঃ এর ৪০তম বার্ষিক সাধারণ সভা অনুষ্ঠিত

0
532

ঢাকা জেলার উত্তরখান থানার মাউছাইদে গত ৪ মে (শুক্রবার) সকাল ১১ টায় মাউছাইদ খ্রীষ্টান কো-অপারেটিভ ক্রেডিট ইউনিয়ন লিঃ এর ৪০ তম বার্ষিক সাধারণ সভা অনুষ্ঠিত হয়।

উক্ত সাধারণ সভায় ৭০০ জন সদস্য-সদস্যা উপস্থিত ছিল।

শুরুতেই জাতীয় পতাকা ও সমবায়ী পতাকা উত্তোলন করা হয় এবং মৃত সকলসদস্য/সদস্যাবৃন্দের আতœার জন্য প্রার্থনা করা হয়।
সমিতির সভাপতি মিঃ ডেভিড প্রবীন রোজারিও সভার সভাপতিত্ব করেন।

প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন দি মেট্রোপলিটান খ্রীষ্টান কো-অপারেটিভ হাউজিং সোসাইটি লিঃ এর চেয়ারম্যান আগস্টিন পিউরিফিকেশন।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মাউছাইদ ধর্মপল্লীর পাল-পুরোহিত চঞ্চল হিউবার্ট পেরেরা।

আরও উপস্থিত ছিলেন বাংলাদেশ খ্রীষ্টান এসোসিয়েশনের মহাসচিব হেমন্ত আই কোড়াইয়া, দি মেট্রোপলিটান খ্রীষ্টান কো-অপারেটিভ হাউজিং সোসাইটি লিঃ এর সেক্রেটারি ইম্মানুয়েল বাপ্পি মন্ডল, হারবাইদ খ্রীষ্টান কো-অপারেটিভ ক্রেডিট ইউনিয়ন লিঃ এর চেয়ারম্যান লিটন জে. গমেজ, পাগার খ্রীষ্টান কো-অপারেটিভ ক্রেডিট ইউনিয়ন লিঃ এর চেয়ারম্যান সেবাষ্টিন পিউরীফিকেশনসহ আরো অনেকে।

সভায় বিগত আর্থিক বছরের লাভ-লোকসান, আয়-ব্যায়, ভবিষ্যৎ পরিকল্পনা নিয়ে আলোচনা করা হয়।

এসময় সদস্যরা নিজস্ব মতামত উপস্থাপন করেন এবং সমিতির বর্তমান অবস্থান ও অগ্রগতির জন্য প্রশংসা করেন।

প্রধান অতিথি আগস্টিন পিউরিফিকেশন উপস্থিত সকলকে ধন্যবাদ দেন এবং বর্তমান বিশ্বে সমবায়ের গুরুত্ব স¤পর্কে সকলকে অবহিত করেন।

তিনি তার অনুভূতি প্রকাশ করার সময় সমিতির সার্বিক উন্নয়নের কথা তুলে ধরেন এবং তাকে শ্রেষ্ঠ সমবায়ি-২০১৫ উপলক্ষে যে বিশেষ সম্মাননা প্রদান করা হয়েছে তার জন্য ধন্যবাদ জ্ঞাপন করেন।

সমিতির সভাপতি ডেভিড প্রবীন রোজারিও সকল সদস্য-সদস্যাদের সমবায়ী প্রীতি ও শুভেচ্ছা জানিয়ে ৪০ তম বার্ষিক সভার প্রতিবেদনে মুদ্রিত স্বাগত ভাষণ পাঠ করে শুনান। তিনি তার বক্তব্যে সমিতির বর্তমান চিত্র তুলে ধরেন।

তিনি বলেন, ‘প্রতিযোগীতা মূলক অর্থনীতি এবং বিরূপ বাজার পরিস্থিতিতেও আমরা ৫% ডেভিডেন্ট এবং ৮% রিবেট সদস্যদের প্রদান করছি।’
এছাড়াও তিনি পাগার সেবা বুথ আধুনিকায়ন ও হারবাইদ এলাকায় সেবা বুথ স্থাপনে আশাবাদ ব্যক্ত করেন।

আরপি.এইচআর. ৬ মে, ২০১৮