শিরোনাম :
সিলেটে খ্রিষ্টান স্কুলগুলোর সন্তোষজনক ফলাফল
সিলেট শিক্ষার্বোডে সিলেট ধর্মপ্রদেশের খ্রিস্টান স্কুলের মোট ৩টি উচ্চ বিদ্যালয়ের ফলাফল ছিল সন্তোষজনক বলে মনে করছেন সংশ্লিষ্টরা।
সিলেট জেলার খ্রিস্টান স্কুল নারাইনতলা উচ্চ বিদ্যালয় ৩২২ জন পরীক্ষার্থীর মধ্যে পাস করে ২২৩জন।
মৌলভীবাজার জেলার লক্ষীপুর এসএসসি মিশন উচ্চ বিদ্যালয় ৫৭জনের মধ্যে ৩৭ জন পাস ও শ্রীমঙ্গল উপজেলার সেন্টমার্থাস উচ্চ বিদ্যালয় ৬৩ জনের মধ্যে ৫১ জন পাসসহ জিপিএ-৫ পেয়েছে মোট ১০ জন।
সেন্টমার্থাস উচ্চ বিদ্যালয়ের সহকারী প্রধান শিক্ষিকা সি.রিকটা গমেজ বলেন, সৃজনশীল হওয়াই অনেক শিক্ষার্থী কম পড়াশোনা করে এমনটাই জানিয়েছে অনেক শিক্ষার্থী। তবে গেল গত বছর আমাদের স্কুল পাসের হার ছিল ১০০%।
চলতি বছরের মাধ্যমিক স্কুল সার্টিফিকেট (এসএসসি) ও সমমান পরীক্ষার ফল গতকাল রোববার প্রকাশ করা হয়।
সকাল ১০.০০টায় শিক্ষামন্ত্রী নুরুল ইসলাম নাহিদ প্রধানমন্ত্রী শেখ হাসিনার হাতে ফলাফল হস্তান্তর করে। প্রধানমন্তীর কার্যালয়ে ফলাফল হস্তান্তর কালে সকল শিক্ষাবোর্ডের চেয়ারম্যানরা উপস্তিত ছিলেন।
সিলেট বোর্ডের ৪ জেলা নিয়ে সিলেট জেলার ৭৩.৮০ শতাংশ, হবিগঞ্জ জেলা ৭০৩৪ শতাংশ, মৌলভীবাজার জেলা ৬৬.৯৯ শতাংশ ও সুনামগঞ্জ জেলা ৬৮.৫৩ শতাংশ নিয়ে মোট পাসের হার ছিল ৭০.৪২ শতাংশ। গত বছর পাসের হার ছিল ৮০. ২৬ শতাংশ। সেই তুলনাই পাসের হার কমলেও বেড়েছে জিপিএ-৫ এর সংখ্যা। জিপিএ-৫ পেয়েছে ৩ হাজার ১৯১ জন। ফলাফল বিশ্লেষন করে জানা যায় এবছর ১ লাখ ৮ হাজার ৯শ ২৮ জন পরীক্ষার্থীর মধ্যে পাস করে ৭৬ হাজার ৭শ ১০ জন। যার মধ্যে ছাএ ৩৪ হাজার ১শ ৪৩ জন ও ছাএী ৪২ হাজার ৫শ ৬৭জন পাস করে। ছেলেরা এগিয়ে ৭১.৩৩ শতাংশ ও মেয়েরা ৬৯.৭২ শতাংশ।
সিলেট শিক্ষাবোর্ডের পরীক্ষা নিয়ন্ত্রক মো.কবির আহমদ বিষয়টি নিশ্চত করেন। তিনি ফলাফল বিষয়ে আরো বলেন, ইংরেজি ও গনিতে বেশি অকৃকার্য্য হয়েছে।
আরবি.আরপি. ৭ মে, ২০১৮
































































