শিরোনাম :
খুলনায় খ্রিষ্টান স্কুলের ফলাফলের অবস্থা আশাপ্রদ : কমেছে যশোর বোর্ডের পাশের হার
গত বছরের তুলনায় কমেছে যশোর মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক শিক্ষা বোর্ডের পাসের হার।
যশোর মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক শিক্ষা বোর্ডের পরীক্ষা নিয়ন্ত্রক মধাব চন্দ্র রুদ্র এ তথ্য নিশ্চিত করেছেন। এবারের এসএস সি পরীক্ষায় যশোর বোর্ডের পাসের হার দাড়িয়েছে ৭৬ দশমিক ৬৪। আর জিপিএ-৫ পেয়েছে ৯ হাজার ৩শ ৯৫ জন শিক্ষার্থী।
গত বছর ২০১৭ সালে যশোর বোর্ডের পাশের হার ছিল ৮০ দশমিক ০৪। আর জিপিএ-৫ পেয়েছিল ৬ হাজার ৪ শ ৬০ জন শিক্ষার্থী। এবার যশোর বোর্ড থেকে মোট এক লক্ষ ৮৩ হাজার ৫৮৪ জন শিক্ষার্থী এসএসসি পরিক্ষায় অংশ নেয়্ এর মধ্যে ৯২ হাজার ৪৪৩ জন ছেলে আর ৯২ হাজার ১৪১ জন মেয়ে। পরিক্ষায় অংশ নেওয়া শিক্ষার্থীদের মধ্যে পাস করেছে এক লক্ষ ৪০ হাজার ৬৯৯ জন শিক্ষাথীর্, যাদের মধ্যে ৬৮ হাজার ৮১৭ জন ছেলে ও ৭১ হাজার ৮৮২ জন মেয়ে। পাস করা
শিক্ষার্থীদের মধ্যে ছেলেদের পাসের হার ৭৪.৪৪ এবং মেয়েদের ৭৮.৮৭।
সেন্ট লুইস উচ্চ বিদ্যালয় ( যশোর ঝিগরগাছা শিমুলিয়া গ্রাম ) পাসের হার ৬৯ %। জিপিএ ৫ নেই।্
সেন্ট পলস উচ্চ বিদ্যালয় ( মোংলা শেলাবুনিয়া) পাসের হার ৭৩%। জিপিএ-৫ পেয়েছে ২৫ জন।
সেন্ট যোসেফ উচ্চ বিদ্যালয় খুলনা পাসের হার ৭৫%। জিপিএ ৫ পেয়েছে ৪৩ জন।
আরবি.আরপি. ৭ মে, ২০১৮