ঢাকা ,
বার : সোমবার
তারিখ : ২৩ ডিসেম্বর ২০২৪
বাংলা : ৯ পৌষ ১৪৩১
Dcnewsbd Facebook
Dcnewsbd Twitter

শিরোনাম :

প্রথম পাতা ga_01 ঢাকা ক্রেডিটের উপদেষ্টা পিটার কোড়াইয়া আর নেই

ঢাকা ক্রেডিটের উপদেষ্টা পিটার কোড়াইয়া আর নেই

0
568

সাংস্কৃতিক ব্যক্তিত্ব ও বিশিষ্ট অভিনেতা কল্যাণ কোড়াইয়ার পিতা পিটার কোড়াইয়া আজ (১০ মে) বৃহস্পতিবার সন্ধ্যা ৬টায় মনিপুরীপাড়ায় নিজ ফ্ল্যাটে শেষ নিশ্বাস ত্যাগ করেন। তিনি দির্ঘদিন ডায়াবেটিকস রোগে ও হার্টের সমস্যায় ভুগছিলেন। মৃত্যুর সময় তার বয়স হয়েছিল ৬৩ বছর।

মৃত্যুকালে তিনি রেখে গেছেন সহধর্মিনী শান্তি কোড়াইয়া, দুই সন্তান, আত্মীয়-স্বজন ও অনেক গুণগ্রাহী।

তিনি ছিলেন ঢাকা ক্রেডিটের সক্রিয় সদস্য এবং উপদেষ্টা। এ ছাড়া তিনি ঢাকা ক্রেডিটের বিভিন্ন উপকমিটির সক্রিয় সদস্য হিসেবে অবদান রাখেন।

তাঁর মৃত্যুর সংবাদ শুনে দি খ্রীষ্টান কো-অপারেটিভ ক্রেডিট ইউনিয়ন লি:, ঢাকা এর ভাইস-প্রেসিডেন্ট মি. শীরেন সিলভেষ্টার গমেজ, সেক্রেটারি মি. পংকজ গিলবার্ট কস্তা, বাংলাদেশ খ্রীষ্টান এসোসিয়েশনের প্রেসিডেন্ট মি. নির্মল রোজারিও ও মহাসচিব মি. হেমন্ত আই কোড়াইয়াসহ অনেক নেতৃবৃন্দ তাঁর পরিবারের সদস্যদের সমবেদনা জানাতে তাঁর বাসস্থানে যান।

তার আদিবাড়ি পাবনা জেলার চাটমোহর থানার মথুরাপুর কাথলিক মিশনে। ব্যক্তি জীবনে তিনি ছিলেন সৎ, নির্ভীক, সমাজসেবক ও আদর্শ বাবা।

মন্ডলীর নানা কাজেও তিনি সকল সময় সহযোগিতার হাত বাড়াতেন।

তার পরিবারের পক্ষ থেকে জানানো হয়েছ ১১ মে শুক্রবার তেজগাঁও হলি রোজারি চার্চে অন্ত্যেষ্টিক্রিয়ার পর তেজগাঁর চার্চ ক্যাম্পাসের কবরস্থানে তার মৃতদেহ সমাহিত করা হবে।

আরপি/আরআর/