শিরোনাম :
সেবা পক্ষ-২০১৮ সংক্রান্ত বিজ্ঞপ্তি
এতদ্বারা ‘দি খ্রীষ্টান কো-অপারেটিভ ক্রেডিট ইউনিয়ন লিঃ, ঢাকা’-এর সম্মানিত সকল সদস্য-সদস্যা, কর্মকর্তা, কর্মীবৃন্দ ও সংশ্লিষ্ট সকলের অবগতির জন্যে জানানো যাচ্ছে যে, আগামী ১-১৫ জুন, ২০১৮ খ্রীষ্টাব্দ পর্যন্ত সমিতির পক্ষ থেকে ‘সেবা পক্ষ-২০১৮’ উদ্যাপন করা হবে। এ উপলক্ষ্যে আগামী ২ জুন, ২০১৮ খ্রীষ্টাব্দ, রোজ-শনিবার, সন্ধ্যা ৬ঃ৩০ মিনিটে সমিতির বি কে গুড কনফারেন্স হলে উক্ত সেবা পক্ষের শুভ উদ্বোধনী অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে।
উল্লেখিত উদ্বোধনী অনুষ্ঠানে অংশগ্রহণ করে অনুষ্ঠানকে স্বার্থক করে তোলার জন্য আপনাদিগকে বিনীতভাবে অনুরোধ জানাচ্ছি।
সমবায়ী শুভেচ্ছান্তে,
বাবু মার্কুজ গমেজ
প্রেসিডেন্ট
দি সিসিসিইউ লিঃ ঢাকা
পংকজ গিলবার্ট কস্তা
সেক্রেটারি
দি সিসিসিইউ লিঃ, ঢাকা।

































































