শিরোনাম :
শ্রদ্ধেয় ফাদার ফিলিপ ডি’রোজারিওর প্রয়ানে শোকাহত খ্রিষ্টবিশ্বাসী
সবইকে কাঁদিয়ে চলে গেলেন প্ররম শ্রদ্ধেয় ফাদার ফিলিপ ডি’রোজারিও। ১০ মে, রাত ১০ টায় বার্ধক্যজনিত রোগের কারনে বরিশাল ধর্মপল্লীতে প্রান ত্যাগ করেন তিনি।মৃত্যুকালে তাঁর বয়স হয়েছিল ৮০ বছর।
ফাদার ফিলিপ কিছু দিন যাবত অসুস্থাজনিত কারণে শয্যসাহী ছিলেন। মৃত্যুদিন রাতে তিনি বুকে ব্যথা অনুভব করছিলেন পরবর্তী সময়ে তাকে বরিশাল শেরে বাংলা মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে গেলে ডাক্তার তাঁকে মৃত ঘোষণা করেন।
ফাদার ডি’রোজারিও ২০ ডিসেম্বর, ১৯৩৫ সালে পাদ্রিশিবপুরে জন্মগ্রহণ করেন। তিনি ১৬ ডিসেম্বর, ১৯৬৬ সালে যাজকীয় অভিষেক গ্রহণ করেন, যার যাজকীয় জীবনের সুবর্ন জয়ন্তী পালন করা হয় ১৬ ডিসেম্বর, ২০১৬ সালে।
শ্রদ্ধেয় ফাদার ডি’রোজারিও তাঁর জীবনের পুরো সময়টাই ধর্মীয় কাজে নিযুক্ত ছিলেন এবং নিজেকে সব সময় ব্যস্থ রাখতেন।সবার সাথে তিনি মিশে থাকতেন এবং সাবাইকে তিনি ভালবাসতেন।
তিনি দীর্ঘ সময় চট্টগ্রাম ধর্মপ্রদেশের ভিকার জেনারেলের দায়িত্ব পালন করেন। মন্ডলীর সেবাদানের পাশাপাশি তিনি আন্তধর্মীয় সংলাপের উপর বিশেষ জোর দিয়েছেন। খ্রীষ্টমন্ডলীর উপাসনা থেকে শুরু করে সকল বিষয়ে প্রবণীন ফাদারদে সারথী ছিলে ফাদার ফিলিপ। পার্বত্য চট্টগ্রাম এবং বরিশালের দক্ষিণাঞ্চলে তাঁর সেবাদানের স্বাক্ষর জনগণ আজো অকুতোভয় স্মরণ করছে।
চট্টগ্রাম ধর্মপ্রদেশ থেকে বরিশাল আলাদা হওয়ার পর তিনি বরিশালে ফিরে আসেন এবং নতুন ধর্মপ্রদেশের কাজে নিযুক্ত হন। বয়সের কারণে তিনি বিভিন্ন রোগে আক্রান্ত হন এবং মন্ডলীর কাজে কিছুটা কম সময় দিয়ে আসছিলেন। মৃত্যুর পুর্বমুহুর্ত পর্যন্ত ফাদার ফিলিপ বরিশাল বিশপ হাউজে অবস্থান করছিলেন।
১১ মে, বিকেলে তাঁকে নিজ জন্মস্থান পাদ্রীশিবপুর নিয়ে যাওয়া হয় এবং ১২ মে, শ্রদ্ধেয় ফাদার ডি’রোজারিওর মরদেহ নিজ এলাকাতেই সমাধিস্থ করা হয়।
আরবি.আরপি. ১২ মে, ২০১৮