ঢাকা ,
বার : সোমবার
তারিখ : ২৩ ডিসেম্বর ২০২৪
বাংলা : ৯ পৌষ ১৪৩১
Dcnewsbd Facebook
Dcnewsbd Twitter

শিরোনাম :

প্রথম পাতা দেশ মোটিভেশনাল সেমিনারে যুবাদের ব্যার্থতাকে জয় করার প্রত্যয়

মোটিভেশনাল সেমিনারে যুবাদের ব্যার্থতাকে জয় করার প্রত্যয়

0
410

দিনাজপুরে কলেজ ও বিশ্ববিদ্যালয় পড়ুয়া খ্রিস্টিয়ান শিক্ষার্থীদের সংগঠন “একসংগে আমরা” কর্তৃক একটি মোটিভেশনাল সেমিনারের আয়োজন করে।

১১ মে, “Rise Above all ” প্রতিপাদ্যকে কেন্দ্র করে দিনাজপুরের সেন্ট ফিলিপস হাই স্কুল এন্ড কলেজে সারাদিন ব্যাপি এই সেমিনার অনুষ্ঠিত হয়।

ফিলিপ দাস এর সভাপতিত্বে সেমিনারে প্রধান অতিথি ও বক্তা হিসেবে উপস্থিত ছিলেন দিনাজপুর জজ কোর্টের মাননীয় সহকারী জজ জনাব লিমেন্ট রায়। এছাড়াও বিভিন্ন ক্ষেত্রে সফলতা অর্জনকারী সমাজের কয়েকজন তরুন বক্তা হিসেবে সেমিনারে ছিলেন বাংলাদেশ জাতীয় দলের ফুটবল খেলোয়াড় হেমন্ত ভিনসেন্ট বিশ্বাস, ই- কটেজের উদ্যোক্তা ও প্রতিষ্ঠাতা সমর মাইকেল সরেন, সংগঠক ও সান্তাল গবেষক সুবোধ এম বাস্কে ও মেডিক্যাল অফিসার ডা. হিলারিউস হেম্ব্রম। এছাড়াও আরো বিভিন্ন অতিথিগন উপস্থিত ছিলেন।

বক্তারা তাদের জীবনের উত্থান পতন ও সফলতার গল্পগুলো বক্তব্যে তুলে ধরেন।

লিমেন্ট রায় তরুনদের বাস্তবতা তুলে ধরে বলেন, ‘জীবনে সফল হতে ব্যার্থতা আসবেই, ব্যার্থতাকেও গ্রহণ করতে শিখতে হবে এবং সেই ব্যার্থতা থেকে শিক্ষা নিয়ে নিজের লক্ষ্যে এগিয়ে যেতে হবে। সৌহাদ্যপূর্ণ সম্পর্ক্য বজায় রেখে পরষ্পরকে সহযোগিতা ও যোগাযোগ রাখতে হবে।

সেমিনারে মোট ২০৫ জন শিক্ষার্থী অংশগ্রহণ করে।

আরিব.আরপি. ১৩ মে, ২০১৮