ঢাকা ,
বার : সোমবার
তারিখ : ২৩ ডিসেম্বর ২০২৪
বাংলা : ৯ পৌষ ১৪৩১
Dcnewsbd Facebook
Dcnewsbd Twitter

শিরোনাম :

প্রথম পাতা দেশ সংবাদ পরিবেশনে সত্যনিষ্ঠ হতে হবে : রহনপুর মিশনে গণমাধ্যম ও যোগাযোগ বিষয়ক...

সংবাদ পরিবেশনে সত্যনিষ্ঠ হতে হবে : রহনপুর মিশনে গণমাধ্যম ও যোগাযোগ বিষয়ক সেমিনার

0
508

“সত্য তোমাদের স্বাধীন করে দেবে:ভূয়া সংবাদ রোধ এবং  সাংবাদিকতা এই মূলসুরকে কেন্দ্র করে গত ১২-১৩ মে রাজশাহীর চাপাইনবাবগ্ঞ্জের রহনপুরে শিক্ষা সেমিনার অনুষ্ঠিত হয়েছে।

রাজশাহী ধর্মপ্রদেশীয় সামাজিক যোগাযোগ কমিশনের আয়োজনে স্কুল -কলেজ বিশ্ববিদ্যালয় পর্যায়ে ৮৮জন ছাত্র-ছাত্রী সেমিনারে অংশ নেয়।

সেমিনারে গণমাধ্যম ও যোগাযোগ প্রযুক্তি এবং গণমাধ্যমের ব্যবহার বিষয়ে ব্যাখ্যা করেন সামাজিক যোগাযোগ কমিশনের আহ্বায়ক ফাদার নিখিল গমেজ।

তিনি বলেন, মাধ্যম হচ্ছে একটি প্রক্রিয়া যেখানে বিপুল সংখ্যক মানুষের কাছে বার্তার স্হানান্তর হয়। যোগাযোগের জন্য প্রয়োজনীয় তথ্য বিনিময় পারস্পরিক দেখা সাক্ষাত্ ‘যে কোন মাধ্যমের প্রযুক্তিগত ডিভাইস। যোগাযোগের মাধ্যমে চিন্তাধারা, ঘটনা, আবেগ অনুভূতি, মতামত বিনিময় করা সম্ভব হয়। গণমাধ্যমে ভুল ও বিকৃত তথ্য পরিবেশন জনমনে দেখা দেয় বিভ্রান্তি। প্রযুত্তির অপব্যবহারে জন্ম হয় অপরাধ ও সন্ত্রাসবাদের।

`রহনপুর ধর্মপল্লীর পালপুরোহিত ফাদার বাবলু কোড়াইয়া ভৃয়া সংবাদ রোধ ও শান্তির জন্য সাংবাদিকতা বিষয়ে বলেন আজকের যুবরাই দেশ ও জাতির আগামীর ভবিষ্যৎ কর্ণধার। চালিকাশক্তি এই যুব সমাজকে সত্য বলাও সত্য গ্রহন করার মানসিকতা তৈরি করতে হবে। ভূয়া সংবাদ পরিবেশন রোধ করে শান্তির জন্য সাংবাদিকতার লক্ষ্যে সত্যনিষ্ঠ সংবাদ পরিবেশন করতে হবে ‘ বলেন ফাদার নিখিল।

দূই দিন ব্যাপী এ সেমিনারে উপস্থিত ছিলেন সামাজিক যোগাযোগ কমিশনের আহ্বায়ক এবং খ্রীষ্টজ্যোতি পালকীয় কেন্দ্রের পরিচালক ফাদার নিখিল গমেজ রহনপুর ধর্মপল্লীর পাল পুরোহিত ফাদার বাবলু কোড়াইয়া ও সংশ্লিষ্ট ব্যক্তিগণ।