শিরোনাম :
বেকার যুবকদের সম্ভাবনার দ্বার খুলে দিতে যাচ্ছে নিটল টাটা: ড্রাইভিংয়ের সুবর্ণ সুযোগ
নিজস্ব সংবাদদাতা: নিটল টাটা ও ঢাকা ক্রেডিটের যৌথ আলোচনার মাধ্যমে খ্রিষ্টান সামাজের বেকার যুবকদের গাড়ি প্রশিক্ষণের পাশাপাশি সরকারি লাইসেন্স পাওয়ার ব্যবস্থা করার এক সম্ভাবনা দেখা দিয়েছে।
২৩ মে’র সন্ধ্যায় ঢাকা ক্রেডিটের প্রধান কার্যালয়ে নিটল টাটার সহকারী মার্কেটিং ম্যানেজারের লিটন জেরাল্ড কস্তার সঙ্গে ঢাকা ক্রেডিটের প্রেসিডেন্ট বাবু মার্কুজ গমেজ ও সেক্রেটারি পংকজ গিলবার্ট কস্তাসহ সমিতির প্রধান নির্বহী অফিসার ও অন্যান্য সিওদের (নির্বাহীদের) এক মতবিনিময় সভায় এই সম্ভাবনা নিয়ে আলোচনা করা হয়।
নিটল টাটার মার্কেটিং ম্যনেজার জেরাল্ড কস্তা জানান, প্রতি মাসের ১ তারিখ থেকে ৩০ তারিখের মধ্যে এই কার্যকর প্রশিক্ষণ দেওয়া হয়। তিনি আরো জানান, কিশোরগঞ্জে নিটল টাটা মটরস ড্রাইভার ট্রেনিং স্কুলটি হাতে-কলমে আবাসিক প্রশিক্ষণ দিয়ে আসছে। প্রশিক্ষণ স্কুল থেকেই লাইসেন্স প্রদানের বিধান রয়েছে।
খ্রিষ্টান সমাজের বেকার যুবক, যারা অষ্টম শ্রেণি পাস, সেসব যুবক এই প্রশিক্ষণ গ্রহণ করে জীবনে স্বচ্ছলতা আনতে পারেন, নতুন স্বপ্ন দেখতে পারবেন বলে আশা প্রকাশ করেন মার্কেটিং ম্যানেজার কস্তা।
প্রশিক্ষণ নিতে হলে কী কী শর্ত রয়েছে, জানতে চাইলে ম্যানেজার ডিসিনিউজকে জানান, কমপক্ষে অষ্টম শ্রেণি পাস করতে হবে, জাতি-ধর্ম যেকোনো বেকার যুবক আবেদন করতে পারবেন, একমাস একটানা আবাসিক প্রশিক্ষণ গ্রহন করতে হবে, শারীরিক স্বাভাবিক ফিটনেস থাকতে হবে, দৃষ্টিশক্তির স্বাভাবিকতা থাকতে হবে।
অতিশীঘ্র ঢাকা ক্রেডিটের মাধ্যমে বিস্তারিত তথ্যসহ বিজ্ঞপ্তি প্রকাশ করা হবে। যারা প্রশিক্ষণ নিতে প্রত্যাশী, তারা যদি ঢাকা ক্রেডিটের সদস্য হন, তবে তাদের জন্য নানা সহজ ঋণ সুবিধা পাবারও সম্ভাবনা নিয়ে চিন্তা-ভাবনা করা হচ্ছে বলে জানান ঢাকা ক্রেডিটের সংশ্লিষ্টজনেরা।
ঢাকা ক্রেডিটের সঙ্গে সংশ্লিষ্ট যুবকরা উপকৃত হবে বিধায় সমিতির কর্মকর্তাগণও বিষয়টি ইতিবাচক হিসেবে বিবেচনা করছেন। আতিশীঘ্রই সাপ্তাহিক প্রতিবেশীসহ ঢাকা ক্রেডিটের ডিসিনিউজবিডি ডটকমে বিজ্ঞপ্তির মাধ্যমে বিস্তারিত জানানো হবে।
আরপি/এইচআর/আরআর/২৩মে২০১৮