ঢাকা ,
বার : সোমবার
তারিখ : ২৩ ডিসেম্বর ২০২৪
বাংলা : ৯ পৌষ ১৪৩১
Dcnewsbd Facebook
Dcnewsbd Twitter

শিরোনাম :

প্রথম পাতা ঢাকা ক্রেডিট ঢাকা খ্রিস্টান কো-অপারেটিভ হাউজিং সোসাইটি লি: এর ৩য় বার্ষিক সাধারণ সভা

ঢাকা খ্রিস্টান কো-অপারেটিভ হাউজিং সোসাইটি লি: এর ৩য় বার্ষিক সাধারণ সভা

0
1093

শনিবার (২৬/৫/১৮) ঢাকা ক্রেডিটের বি.কে.গুড কনফারেন্স হলে ঢাকা খ্রিস্টান কো-অপারেটিভ হাউজিং সোসাইটি লি: এর তৃতীয় বার্ষিক সাধারণ সভা অনুষ্ঠিত হয়।

অনুষ্ঠানের সভাপতি জেমন প্রদীপ বিশ্বাস বলেন, ‘আমাদের তেমন কোন প্র্কল্প গ্রহণ করা হয়নি কিন্তু এ বছর আমাদের নীট লাভ এবং ঋণ খেলাপির পরিমাণ কমেছে। এটি বর্তমান পরিষদের প্রথম বার্ষিক সাধারণ সভা, ভবিষ্যতে যেন আমরা আবাসন প্রকল্পের কাজ শুরু করতে পারি, সেজন্য আপনাদের সকলের সহযোগিতা কামনা করি।’

‘খুব সুন্দর এবং চুলচেরা সভা অনুষ্ঠিত হয়েছে। বর্তমানে আমাদের খ্রিস্টানদের অনেক আবাসন চাহিদা রয়েছে তা ঢাকা খ্রিস্টান কো-আপরেটিভ হাউজিং সোসাইটি লি: যুগোপযোগী পদক্ষেপ গ্রহণের মাধ্যমে তা পূর্ণ করতে পারবে এ কথা বলেন অনুষ্ঠানের প্রধান অতিথি দি সেন্ট্রাল এসোসিয়েশন অব খ্রীষ্টান কো-অপারেটিভস (কাক্কো) লি: এর চেয়ারম্যান নির্মল রোজারিও।

তিনি আরও বলেন, ‘সোসাইটিতে নির্বাচন প্রয়োজন, নির্বাচন ছাড়া উন্নতির সম্ভাবনা খুব কম।’

বিশেষ অতিথি ঢাকা ক্রেডিটের প্রেসিডেন্ট মি. বাবু মার্কুজ গমেজ বলেন, ‘কোন সংগঠনকে সামনের দিকে এগিয়ে নিয়ে যেতে হলে সময়, অর্থ ও সম্পদ ব্যয় করতে হবে।’

অতীতের সকল ব্যর্থতা ভুলে গিয়ে, নব উদ্যোমে সামনের দিকে এগিয়ে যাবার আহ্বান জানান প্রেসিডেন্ট গমেজ।

ঢাকা হাউজিং সোসাইটি চাইলে সাভারের ইপিজেট এলাকায় বাড়ি ক্রয় করে খ্রিস্টানদের ভাড়া দিয়ে আবাসন সমস্যা দূর করতে পারে। এছাড়া কার্য এলাকায় জমি ক্রয় করে আবাসন প্রকল্প গ্রহণ করার উদ্যোগ নেওয়ার পরামর্শ দেন বাংলাদেশ খ্রীষ্টান এসোসিয়েশনের মহাসচিব হেমন্ত আই. কোড়াইয়া।

ঢাকা ক্রেডিটের প্রাক্তন ভাইস প্রেসিডেন্ট সুবাস সেলেষ্টিন রোজারিও বলেন, ‘যে সকল প্রতিষ্ঠান সমাজিক এবং অর্থনৈতিক কার্যক্রম করছে তাদের অস্তিত্ব বিদ্যমান রয়েছে। বর্তমানে ঢাকা ক্রেডিট একটি বটগাছ নয়, নদী নয় একটি সমুদ্রের মত অর্থনৈতিক প্রতিষ্ঠান, এর অস্তিত্ব চিরন্তন।’

‘একটি প্রতিষ্ঠান সৃষ্টি করার পরে ধংস করা বুদ্ধিমানের কাজ নয়’ এ কথা বলেন রোজারিও।

এ অনুষ্ঠানে জেমস প্রদীপ বিশ^াসের সভাপতিত্বে উপস্থিত ছিলেন, বিশেষ অতিথি ভাইস প্রেসিডেন্ট শীরেন সিলভেষ্টার গমেজ, ঢাকা খ্রিস্টান কো-আপরেটিভ হাউজিং লি: এর ট্রেজারার ক্লেমেন্ট টি. ঢালী, ব্যস্থাপনা কমিটির সদস্য বিপুল লরেন্স গমেজ, পিটার রতন কোড়াইয়া, ডমিনিক রঞ্জন গমেজ, এলিয়াস পিন্টু কস্তা, স্বপন রোজারিওসহ কার্যকরী পরিষদের সদস্য এবং সমিতির সদস্যগণ।

বার্ষিক সাধারণ সভার আলোচ্য সূচীর মধ্যে ছিলো- জাতীয় ও সমবায়ী পতাকা উত্তোলন, পবিত্র বাইবেল থেকে পাঠ ও প্রার্থনা, মৃত: সদস্য-সদস্যাদের আত্মার কল্যাণে নীরবতা পালন, সভাপতির স্বাগত বক্তব্য, ২য় বার্ষিক সাধারণ সভার কার্যবিবরণী পাঠ ও অনুমোদন, ্ব্যবস্থাপনা কমিটির প্রতিবেদন পেশ ও অনুমোদন, বার্ষিক হিসাব বিবরণী পেশ ও অনুমোদন, মূলধনী ও মুনাফা জাতীয় বাজেট পেশ ও অনুমোদন এবং নতুন প্রস্তাবনা পেশ ও অনুমোদন।

বার্ষিক সাধারণ সভা পরিচালনা করেন ঢাকা খ্রিস্টান কো-অপারেটিভ হাউজিং সোসাইটি লি: এর সম্পাদক যোসেফ দীপক সরকার।

পিটার রতন কোড়াইয়া ধন্যবাদ এবং শেষ প্রার্থনার মধ্য দিয়ে তৃতীয় বার্ষিক সাধারণ সভা সমাপ্ত হয়।

আরবি.এসআর. ২৭ মে, ২০১৮